
গেল মৌসুমটা ভালো কাটেনি লিওনেল মেসির। বাদ পড়েছেন ২০০৫ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা থেকেও। তবে নতুন মৌসুম দুর্দান্ত শুরু করেছেন খুদে জাদুকর মেসি। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন তিনি। গতকাল ম্যাকাবি হাইফার বিপক্ষে এক গোল করে দুই রেকর্ড গড়েছেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে। তাঁর রেকর্ডের দিনে পিএসজিও জয় পেয়েছে ৩-১ গোলে। বাকি গোল দুইটি করেছেন তাঁর দুই সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।
প্রথমবারের মতো কোনো ইসরায়েলের ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মেসি। দেশটির ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁর ৩৭ মিনিটে করা গোলটি ছিল দলের সমতা সূচক গোল। এ গোল দিয়েই তিনি চ্যাম্পিয়ন লিগে দুই রেকর্ড গড়েছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করে তিনি ছাড়িয়ে গেছেন গ্রহের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
প্রথমটি হচ্ছে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে সর্বোচ্চ ৩৯টি দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। এ ম্যাচের আগে পর্তুগীজ তারকা রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ৩৮টি দলের বিপক্ষে গোল করে। এ মৌসুমে যেহেতু সিআর৭ চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছেন না সেহেতু নিশ্চিতভাবেই এ রেকর্ডে মেসির অধিকারে থাকছে।
দ্বিতীয় রেকর্ডটিতেও সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি অরের মালিক মেসিই বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন। তিনি এ দিন ফ্রান্স তারকা করিম বেনজামাকে পেছনে ফেলেছেন। টানা ১৭ চ্যাম্পিয়নস লিগে গোল করে দ্বিতীয় স্থানে আছেন বেনজামা। মেসিকে অবশ্য ছোঁয়ার সুযোগ পাবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে চোটে পড়ে বর্তমানে দলের বাইরে আছেন। চোটমুক্ত হয়ে তিনি ফিরে এসে গোল পেলেই সাবেক বার্সা তারকার রেকর্ডে আবারো ভাগ বসাতে পারবেন। আর এ তালিকার তৃতীয় স্থানে আছেন রোনালদো। তিনি টানা ১৬ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন।

গেল মৌসুমটা ভালো কাটেনি লিওনেল মেসির। বাদ পড়েছেন ২০০৫ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি অরের ৩০ জনের তালিকা থেকেও। তবে নতুন মৌসুম দুর্দান্ত শুরু করেছেন খুদে জাদুকর মেসি। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন তিনি। গতকাল ম্যাকাবি হাইফার বিপক্ষে এক গোল করে দুই রেকর্ড গড়েছেন ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে। তাঁর রেকর্ডের দিনে পিএসজিও জয় পেয়েছে ৩-১ গোলে। বাকি গোল দুইটি করেছেন তাঁর দুই সতীর্থ কিলিয়ান এমবাপ্পে ও নেইমার।
প্রথমবারের মতো কোনো ইসরায়েলের ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন মেসি। দেশটির ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে প্রথম ম্যাচে গোল পেয়েছেন তিনি। তাঁর ৩৭ মিনিটে করা গোলটি ছিল দলের সমতা সূচক গোল। এ গোল দিয়েই তিনি চ্যাম্পিয়ন লিগে দুই রেকর্ড গড়েছেন। এবারের চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম গোলটি করে তিনি ছাড়িয়ে গেছেন গ্রহের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে।
প্রথমটি হচ্ছে, বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লিগে সর্বোচ্চ ৩৯টি দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। এ ম্যাচের আগে পর্তুগীজ তারকা রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন ৩৮টি দলের বিপক্ষে গোল করে। এ মৌসুমে যেহেতু সিআর৭ চ্যাম্পিয়নস লিগে খেলতে পারছেন না সেহেতু নিশ্চিতভাবেই এ রেকর্ডে মেসির অধিকারে থাকছে।
দ্বিতীয় রেকর্ডটিতেও সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি অরের মালিক মেসিই বিশ্বের প্রথম খেলোয়াড় যিনি টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন। তিনি এ দিন ফ্রান্স তারকা করিম বেনজামাকে পেছনে ফেলেছেন। টানা ১৭ চ্যাম্পিয়নস লিগে গোল করে দ্বিতীয় স্থানে আছেন বেনজামা। মেসিকে অবশ্য ছোঁয়ার সুযোগ পাবেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচে চোটে পড়ে বর্তমানে দলের বাইরে আছেন। চোটমুক্ত হয়ে তিনি ফিরে এসে গোল পেলেই সাবেক বার্সা তারকার রেকর্ডে আবারো ভাগ বসাতে পারবেন। আর এ তালিকার তৃতীয় স্থানে আছেন রোনালদো। তিনি টানা ১৬ চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৫ ঘণ্টা আগে