
ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।

ইন্টার মায়ামি একের পর এক ম্যাচ খেলছে। অথচ লিওনেল মেসির দেখা নেই। কারণ গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তিনি না খেললেও মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত খেলছে মায়ামি।
মেসিবিহীন মায়ামি গত ম্যাচেই এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে। বন্ধু লুইস সুয়ারেজ সিনসিনাটি এফসির বিপক্ষে গত সপ্তাহে করেছিলেন জোড়া গোল। এবারও দেখালেন একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ সুয়ারেজের জোড়া গোলে শিকাগোকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি।
মায়ামি আজ ২৫ মিনিটেই গোল উপহার পায় শিকাগোর কাছ থেকে। আত্মঘাতী গোল করেন শিকাগোর ডিফেন্ডার তোবিয়াস স্যালকুইস্ট। শিকাগোর উপহারের পর গোল করতে মরিয়া হয়ে ওঠে ইন্টার মায়ামি। ২৭ মিনিটে দ্বিতীয় গোল পেয়েই যেত মায়ামি। হুলিয়ান গ্রেসেলের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেড দেন সুয়ারেজ। দুর্ভাগ্যবশত সেটা বাড়ে গেলে প্রতিহত হয়। প্রথমার্ধ ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৬ মিনিটে ডিয়েগো গোমেজের পাস রিসিভ করে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। নিজের দ্বিতীয় গোল সুয়ারেজ করেন ৬৫ মিনিটে। উরুগুয়ের এই ফরোয়ার্ডকে অ্যাসিস্ট করেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা। পিছিয়ে থাকা শিকাগো ব্যবধান কমায় ৮২ মিনিটে। গোলটি করেন দলটির ফরোয়ার্ড জর্জিয়স কুতসিয়াস। তিনি ম্যাচের ৬০ মিনিটে ক্রিস্টোফার ম্যাথু মুলারের পরিবর্তে নামেন।
৩-১ গোলে এগিয়ে থাকা মায়ামি ম্যাচের শেষ মুহূর্তে আরও একটি গোলের দেখা পায়। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোলটি করেন রবার্ট টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন লিওনার্দো কাম্পানা। সচরাচর মায়ামির শুরুর একাদশে থাকলেও আজ টেলর খেলেছেন বদলি হিসেবে। গোমেজের পরিবর্তে অতিরিক্ত সময়ের ১ মিনিটে টেলর নেমেছেন মাঠে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৭ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৮ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১২ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৩ ঘণ্টা আগে