
উসমান খানের সামনে যেন শাঁখের করাত। সংযুক্ত আরব আমিরাতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি। জন্মভূমি পাকিস্তানের হয়ে খেলবেন, এমন এক সম্ভাবনার সামনে দাড়িয়ে তিনি। তখনই পড়তে যাচ্ছেন বিপদে।
রাওয়ালিপিন্ডিতে ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে কাকুলে সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন ক্যাম্প শুরু করেছে পাকিস্তান। ২৯ সদস্যের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন উসমান। পাকিস্তানে খেলতে চেয়ে উসমান আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি ভেঙেছেন কি না—সেটা তদন্ত করে দেখবে ইসিবি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, শুধু বোর্ডের ব্যাপারই নয়। আমিরাত ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি, টি-টেনসহ আমিরাতের সাদা বলের ক্রিকেট লিগগুলোতেও কোনো ধরনের চুক্তি ভেঙেছেন কি না, সেটাও পর্যালোচনা করবে ইসিবি। ক্রিকইনফোকে ইসিবির সূত্ররা জানিয়েছেন যে পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ধারণা করা হচ্ছে, আমিরাতের লিগ ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।
উসমান চুক্তি ভেঙেছেন এমন কিছু যদি জানা যায়, তাহলে তার ‘ওয়ার্ক পারমিট’ পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যে প্রক্রিয়া পূর্ণ করতে হয়, এখনো সেটার ১৪ মাস বাকি আছে। তবে উসমান মনে করেন, তিনি কোনোরকম চুক্তি ভাঙেননি। এখনো তার চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড আছে বলে আমিরাতি ক্রিকেটারের দাবি। ইসিবির দেওয়া যেকোনো ধরনের শাস্তিও তিনি মাথা পেতে নিতে রাজি।
২০২৪ পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে উসমানের ব্যাট থেকে। মুলতান সুলতানসের হয়ে ৭ ম্যাচে করেন ৪৩০ রান। ২টি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। গড় ১০৭.৫ ও স্ট্রাইকরেট ১৬২.১৪। তবে ফাইনালে মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। পিএসএল ইতিহাসে ৩ সেঞ্চুরি করে উসমান যৌথভাবে কামরান আকমলের সঙ্গে শীর্ষে অবস্থান করছেন।
আরও পড়ুন:

উসমান খানের সামনে যেন শাঁখের করাত। সংযুক্ত আরব আমিরাতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়নি। জন্মভূমি পাকিস্তানের হয়ে খেলবেন, এমন এক সম্ভাবনার সামনে দাড়িয়ে তিনি। তখনই পড়তে যাচ্ছেন বিপদে।
রাওয়ালিপিন্ডিতে ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে কাকুলে সেনাবাহিনীর সঙ্গে অনুশীলন ক্যাম্প শুরু করেছে পাকিস্তান। ২৯ সদস্যের অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন উসমান। পাকিস্তানে খেলতে চেয়ে উসমান আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি ভেঙেছেন কি না—সেটা তদন্ত করে দেখবে ইসিবি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, শুধু বোর্ডের ব্যাপারই নয়। আমিরাত ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইএল টি-টোয়েন্টি, টি-টেনসহ আমিরাতের সাদা বলের ক্রিকেট লিগগুলোতেও কোনো ধরনের চুক্তি ভেঙেছেন কি না, সেটাও পর্যালোচনা করবে ইসিবি। ক্রিকইনফোকে ইসিবির সূত্ররা জানিয়েছেন যে পর্যালোচনা করে দ্রুতই সিদ্ধান্ত কার্যকর করা হবে। ধারণা করা হচ্ছে, আমিরাতের লিগ ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।
উসমান চুক্তি ভেঙেছেন এমন কিছু যদি জানা যায়, তাহলে তার ‘ওয়ার্ক পারমিট’ পাওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যে প্রক্রিয়া পূর্ণ করতে হয়, এখনো সেটার ১৪ মাস বাকি আছে। তবে উসমান মনে করেন, তিনি কোনোরকম চুক্তি ভাঙেননি। এখনো তার চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ড আছে বলে আমিরাতি ক্রিকেটারের দাবি। ইসিবির দেওয়া যেকোনো ধরনের শাস্তিও তিনি মাথা পেতে নিতে রাজি।
২০২৪ পিএসএলে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে উসমানের ব্যাট থেকে। মুলতান সুলতানসের হয়ে ৭ ম্যাচে করেন ৪৩০ রান। ২টি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। গড় ১০৭.৫ ও স্ট্রাইকরেট ১৬২.১৪। তবে ফাইনালে মুলতানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামাবাদ ইউনাইটেড। পিএসএল ইতিহাসে ৩ সেঞ্চুরি করে উসমান যৌথভাবে কামরান আকমলের সঙ্গে শীর্ষে অবস্থান করছেন।
আরও পড়ুন:

ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড সিরিজ আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলছে একই সমান্তরালে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তবে জিমি নিশামের কাছে ভারত সিরিজের চেয়ে বিপিএলের গুরুত্ব বেশি।
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে কোনোভাবেই ভারতে দল পাঠাবে না সংস্থাটি। শেষ পর্যন্ত বিসিবি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে না আসলে আইসিসিও বিকল্প ভেবে রেখেছে। আইসিসির সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে এএফপি।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। যদি বাংলাদেশ না খেলে, সেক্ষেত্রে পাকিস্তানও বিশ্বকাপে খেলবে না বলে গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে সালমান আলী আগা-ফাহিম আশরাফদের বিশ্বকাপ বয়কট
৪ ঘণ্টা আগে