ক্রীড়া ডেস্ক

আবুধাবিতে আজ ভারত-ওমান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্ব। তবে এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। কারণ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—আগেভাগেই নিশ্চিত করেছে সুপার ফোর। নিয়মরক্ষার ম্যাচে ব্যাটিং অনুশীলন করল ভারত।
সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৭ বলে খেলা শেষ করেছিল। নিজেদের উদ্বোধনী ম্যাচে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত করেছিল ১ উইকেটে ৬০ রান। পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে জিতলেও ১৩১ রান করতে পেরেছিল ভারত। আজ ওমানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখায় নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নিল সূর্যকুমারের দল। তবে ওমানের বিপক্ষে ২০০ পেরোনোর সম্ভাবনা থাকলেও ভারত আটকে গেছে ১৮৮ রানে।
ওমানের বিপক্ষে আজ আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান তুলে ফেলে ভারত। কিন্তু অষ্টম ওভারে এসে জোড়া ধাক্কা খায় ভারত। ওভারের প্রথম বলে অভিষেক শর্মাকে ফেরান ওমানের বাঁহাতি পেসার জিতেন রামানাদি। ১৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন অভিষেক শর্মা। একই ওভারের তৃতীয় বলে রানআউটের শিকার হয়েছেন হার্দিক পান্ডিয়া (১)।
এক ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ৩ উইকেটে ৭৩ রান। চতুর্থ উইকেটে এরপর সঞ্জু স্যামসন-অক্ষর প্যাটেল ২৩ বলে ৪৫ রানের জুটি গড়েন। ১২তম ওভারের দ্বিতীয় বলে অক্ষরকে ফিরিয়ে জুটি ভাঙেন ওমানের বাঁহাতি স্পিনার আমির কালিম। ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন অক্ষর। তাতে ভারতের স্কোর হয়ে যায় ১১.২ ওভারে ৪ উইকেটে ১১৮ রান।
১২ ওভার পর্যন্ত ভারতের যা স্কোর, তাতে ওমানের বিপক্ষে তাদের ২০০ রান মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শেষের দিকে এসে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ভারত পরিণত হয় ৮ উইকেটে ১৭৯ রানে। ১৮তম ওভারের চতুর্থ বল থেকে ১৯তম ওভারের শেষ বল—এই ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় সূর্যকুমারের দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন সঞ্জু স্যামসন। ৪৫ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। ওমানের শাহ ফয়সাল, রামানাদি ও আমির নিয়েছেন দুটি করে উইকেট।

আবুধাবিতে আজ ভারত-ওমান ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ২০২৫ এশিয়া কাপের গ্রুপ পর্ব। তবে এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। কারণ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা—আগেভাগেই নিশ্চিত করেছে সুপার ফোর। নিয়মরক্ষার ম্যাচে ব্যাটিং অনুশীলন করল ভারত।
সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৭ বলে খেলা শেষ করেছিল। নিজেদের উদ্বোধনী ম্যাচে সূর্যকুমারের নেতৃত্বাধীন ভারত করেছিল ১ উইকেটে ৬০ রান। পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে জিতলেও ১৩১ রান করতে পেরেছিল ভারত। আজ ওমানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখায় নিজেদের ব্যাটিংটা ঝালিয়ে নিল সূর্যকুমারের দল। তবে ওমানের বিপক্ষে ২০০ পেরোনোর সম্ভাবনা থাকলেও ভারত আটকে গেছে ১৮৮ রানে।
ওমানের বিপক্ষে আজ আবুধাবিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার। প্রথম ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৭২ রান তুলে ফেলে ভারত। কিন্তু অষ্টম ওভারে এসে জোড়া ধাক্কা খায় ভারত। ওভারের প্রথম বলে অভিষেক শর্মাকে ফেরান ওমানের বাঁহাতি পেসার জিতেন রামানাদি। ১৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন অভিষেক শর্মা। একই ওভারের তৃতীয় বলে রানআউটের শিকার হয়েছেন হার্দিক পান্ডিয়া (১)।
এক ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৭.৩ ওভারে ৩ উইকেটে ৭৩ রান। চতুর্থ উইকেটে এরপর সঞ্জু স্যামসন-অক্ষর প্যাটেল ২৩ বলে ৪৫ রানের জুটি গড়েন। ১২তম ওভারের দ্বিতীয় বলে অক্ষরকে ফিরিয়ে জুটি ভাঙেন ওমানের বাঁহাতি স্পিনার আমির কালিম। ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেন অক্ষর। তাতে ভারতের স্কোর হয়ে যায় ১১.২ ওভারে ৪ উইকেটে ১১৮ রান।
১২ ওভার পর্যন্ত ভারতের যা স্কোর, তাতে ওমানের বিপক্ষে তাদের ২০০ রান মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু শেষের দিকে এসে ৮ রানে ৩ উইকেট হারিয়ে ভারত পরিণত হয় ৮ উইকেটে ১৭৯ রানে। ১৮তম ওভারের চতুর্থ বল থেকে ১৯তম ওভারের শেষ বল—এই ৮ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় সূর্যকুমারের দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৮ রান করে ভারত। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন সঞ্জু স্যামসন। ৪৫ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। ওমানের শাহ ফয়সাল, রামানাদি ও আমির নিয়েছেন দুটি করে উইকেট।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
২৪ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৩৭ মিনিট আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে