নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিন আজ বিসিবিতে এসেছিলেন কোচদের একটি কর্মশালায় অংশ নিতে। সেই কোর্স শেষে সাংবাদিকদের তিনি জানালেন, তাঁর ইচ্ছে আছে আবারও বিসিবির কোচ হওয়ার। এ বিষয়ে সালাহ উদ্দিনের যোগাযোগ হচ্ছে বিসিবির সঙ্গে।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলের সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন সালাহ উদ্দিন এবার টুর্নামেন্টের কোনো দলে যুক্ত হননি বা হতে পারেননি। সালাহ উদ্দিনকে বাংলাদেশ দলের কোচ করার দাবি প্রায় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য কদিন আগে তামিম ইকবাল বলেছিলেন, বাংলাদেশের কোনো কোচ এখনই দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত নন। ১৫ বছর আগে সালাহ উদ্দিন কাজ করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে। সামনে কি তাঁর সম্ভাবনা আছে বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার?
আজ রাতে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে সালাহ উদ্দিন বলেন, ‘আমার সঙ্গে কথা হচ্ছে (বিসিবির)। দেখি কী হয়। একেবারে ইচ্ছে যে নেই, তা নয়। ইচ্ছে আছে। তবে বুঝতে হবে আমি বোর্ডের কর্মী নই। আমি গত ১০ বা ১৫ বছর ধরে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নই। দীর্ঘ ১৫ বছর আমার পেট চালাতে হয়েছে বাইরের সংস্থার সঙ্গে। কোনো কিছু আমার হুট করে ফেলে আসাও সম্ভব না। আমি যদি বোর্ডের কোচ হতাম, যখন বলত তখনই আমি ঢুকে যেতে পারতাম। কিন্তু এখানে তো আমার অনেক কিছু চিন্তা করতে হয়। সবকিছু একটা সময়ের ব্যাপার এবং চিন্তাভাবনার ব্যাপার। সবকিছু যেন সুন্দর হয়, এটা হলে সবার জন্যই ভালো হবে।’
কোচ হিসেবে সালাহ উদ্দিন দেশের ঘরোয়া ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে যে পারিশ্রমিক পান, বিসিবি চাকরির সঙ্গে এটা কতটা সাযুজ্যপূর্ণ হবে, সেটি এক প্রশ্ন। সালাহ উদ্দিন অবশ্য বলছেন, ‘সবকিছু যে অর্থনৈতিক ব্যাপার তা না। আমার একটা বাজে অভিজ্ঞতা আগে হয়েছে। আমি যখন সহকারী কোচ ছিলাম (বাংলাদেশ দল), তখন আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। সেটা হয়তো আমার মনের ভেতর এখনো আছে। যেহেতু আমি তখন সহকারী কোচ ছিলাম, হঠাৎ করে বাসায় বসে টিভিতে দেখব বাচ্চা কোলে নিয়ে (চাকরি নেই!), সেটা তো আমাকে হিট করতেই পারে।’
একটা স্বচ্ছ প্রক্রিয়া মেনে কোচ নিয়োগ ও বাদ দেওয়ার বিষয়টি আনলেন সালাহ উদ্দিন, ‘যখন আপনি আমাকে রাখবেন না, আসলে একটা প্রক্রিয়া থাকা উচিত। যেকোনো অফিসে একটা অফিশিয়াল প্রসিডিউর থাকে। যেমন—হাথুরুসিংহেকে বাদ দিয়েছেন, তাকে তো জানিয়ে নিয়েছেন যে তুমি থাকবে না। আমাদের সময়ে কেন এমন হবে? আমি স্থানীয় দেখেই হয়তো এ রকম হয়েছে। অনেক সময় সম্মান একটা বড় ফ্যাক্টর। আপনাকে সেভাবে যদি গুরুত্ব না দেওয়া হয়, ট্রিট করা না হয়; তখন অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়।’

দেশের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিন আজ বিসিবিতে এসেছিলেন কোচদের একটি কর্মশালায় অংশ নিতে। সেই কোর্স শেষে সাংবাদিকদের তিনি জানালেন, তাঁর ইচ্ছে আছে আবারও বিসিবির কোচ হওয়ার। এ বিষয়ে সালাহ উদ্দিনের যোগাযোগ হচ্ছে বিসিবির সঙ্গে।
কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে বিপিএলের সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন সালাহ উদ্দিন এবার টুর্নামেন্টের কোনো দলে যুক্ত হননি বা হতে পারেননি। সালাহ উদ্দিনকে বাংলাদেশ দলের কোচ করার দাবি প্রায় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবশ্য কদিন আগে তামিম ইকবাল বলেছিলেন, বাংলাদেশের কোনো কোচ এখনই দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত নন। ১৫ বছর আগে সালাহ উদ্দিন কাজ করেছেন বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে। সামনে কি তাঁর সম্ভাবনা আছে বিসিবির সঙ্গে যুক্ত হওয়ার?
আজ রাতে বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে সালাহ উদ্দিন বলেন, ‘আমার সঙ্গে কথা হচ্ছে (বিসিবির)। দেখি কী হয়। একেবারে ইচ্ছে যে নেই, তা নয়। ইচ্ছে আছে। তবে বুঝতে হবে আমি বোর্ডের কর্মী নই। আমি গত ১০ বা ১৫ বছর ধরে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ নই। দীর্ঘ ১৫ বছর আমার পেট চালাতে হয়েছে বাইরের সংস্থার সঙ্গে। কোনো কিছু আমার হুট করে ফেলে আসাও সম্ভব না। আমি যদি বোর্ডের কোচ হতাম, যখন বলত তখনই আমি ঢুকে যেতে পারতাম। কিন্তু এখানে তো আমার অনেক কিছু চিন্তা করতে হয়। সবকিছু একটা সময়ের ব্যাপার এবং চিন্তাভাবনার ব্যাপার। সবকিছু যেন সুন্দর হয়, এটা হলে সবার জন্যই ভালো হবে।’
কোচ হিসেবে সালাহ উদ্দিন দেশের ঘরোয়া ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে যে পারিশ্রমিক পান, বিসিবি চাকরির সঙ্গে এটা কতটা সাযুজ্যপূর্ণ হবে, সেটি এক প্রশ্ন। সালাহ উদ্দিন অবশ্য বলছেন, ‘সবকিছু যে অর্থনৈতিক ব্যাপার তা না। আমার একটা বাজে অভিজ্ঞতা আগে হয়েছে। আমি যখন সহকারী কোচ ছিলাম (বাংলাদেশ দল), তখন আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। সেটা হয়তো আমার মনের ভেতর এখনো আছে। যেহেতু আমি তখন সহকারী কোচ ছিলাম, হঠাৎ করে বাসায় বসে টিভিতে দেখব বাচ্চা কোলে নিয়ে (চাকরি নেই!), সেটা তো আমাকে হিট করতেই পারে।’
একটা স্বচ্ছ প্রক্রিয়া মেনে কোচ নিয়োগ ও বাদ দেওয়ার বিষয়টি আনলেন সালাহ উদ্দিন, ‘যখন আপনি আমাকে রাখবেন না, আসলে একটা প্রক্রিয়া থাকা উচিত। যেকোনো অফিসে একটা অফিশিয়াল প্রসিডিউর থাকে। যেমন—হাথুরুসিংহেকে বাদ দিয়েছেন, তাকে তো জানিয়ে নিয়েছেন যে তুমি থাকবে না। আমাদের সময়ে কেন এমন হবে? আমি স্থানীয় দেখেই হয়তো এ রকম হয়েছে। অনেক সময় সম্মান একটা বড় ফ্যাক্টর। আপনাকে সেভাবে যদি গুরুত্ব না দেওয়া হয়, ট্রিট করা না হয়; তখন অনেক সময় অনেক কিছু চিন্তা করতে হয়।’

সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
২০ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগে
ক্লাব ফুটবলে একসময় তাঁরা ছিলেন সতীর্থ। লিভারপুলে একসঙ্গে খেলেছিলেন পাঁচ বছর। কথাটা যে মোহাম্মদ সালাহ ও সাদিও মানের প্রসঙ্গে বলা, সেটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন। গতকাল দুই বন্ধু হয়ে গেলেন প্রতিপক্ষ। শেষ হাসি হেসেছেন মানে।
২ ঘণ্টা আগে