ক্রীড়া ডেস্ক
নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।
তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’
তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’
আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।
নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।
তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’
তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’
আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।
ফারুক আহমেদ সভাপতি হওয়ার পরই জানিয়েছিলেন, বিসিবি গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। সেটির ধারাবাহিকতায় পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি বিদ্যমান গঠনতন্ত্রের ধারা-উপধারায় কাঁট-ছাঁট করে ঢাকার ক্লাব ক্রিকেটের পরিচালনাকারী সংগঠন সিসিডিএম বিলুপ্ত করার প্রস্তাবের খবর ছড়িয়েছে দেশের
১২ ঘণ্টা আগেভারত সফরে ইংল্যান্ডের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা নিয়ে আগেও জটিলতা হয়েছিল। আবারও ভিসা জটিলতা নিয়ে ভারতের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে। পেসার সাকিব মাহমুদকে ভিসা দিতে দেরি করছে ভারত।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। জাতীয় দলের পাশাপাশি এখন বিপিএলেও চিটাগং কিংসের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। তাঁর দল রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। টুর্নামেন্টের মাঝপথে আরেকটি দারুণ সুখবর পেয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগেটেনিসের ‘ব্যাডবয়’ খ্যাত অস্ট্রেলিয়ার নিক কিরিওস মাঝে মধ্যেই এমনটা করতেন। কালে ভদ্রে বুলগেরিয়ার গিগর দিমিতভ থেকে শুরু করে সার্বিয়ান টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচেরও কোর্টে র্যাকেট ভাঙার নজির আছে। অস্ট্রেলিয়ান ওপেনে এবার র্যাকেট ভাঙলেন দানিল মেদভেদেভ। শুধু র্যাকেটই নয়, র্যাকেট দিয়ে পিটিয়ে ভেঙে দিয়
১৫ ঘণ্টা আগে