ক্রীড়া ডেস্ক

পরিবারে কোনো দুঃসংবাদ এলে কোনো ব্যক্তির জন্যই মন ভালো থাকে না। বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ হওয়ায় রুবেল হোসেনের মধ্যে এক রকম অস্থিরতা কাজ করছিল। অবশেষে তামিমকে খুঁজে পেয়ে স্বস্তিতে এখন রুবেল।
ভাতিজা তামিমকে খুঁজে পাওয়ার কথা আজ সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন রুবেল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৩৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমাদের পরিবারের জন্য স্বস্তির সংবাদ। সকলের সহযোগিতার কারণে আমার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছে। আমার কঠিন সময়ে পাশে থাকার জন্য বাগেরহাট প্রশাসন, আমার দীর্ঘদিনের খেলার মাঠের সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।’
তামিম হোসেনের নিখোঁজ সংবাদ পরশু রাতে সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। একই রাতে ক্রিকেটার তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেলের ভাতিজার নিখোঁজ সংবাদ পোস্ট করেছিলেন। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে পরশু আনুমানিক সন্ধ্যা ৬টায় রুবেলের ভাতিজা নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। রুবেল তাঁর ভাইয়ের মোবাইল নম্বরও পোস্ট করেছিলেন তখন।
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ রুবেল খেলেছেন ২০২১-এর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে সেই টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে নিয়েছেন ১৯৩ উইকেট। আর তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শান্ত বর্তমানে দুই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। কদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে তুলে দেওয়া হয়।

পরিবারে কোনো দুঃসংবাদ এলে কোনো ব্যক্তির জন্যই মন ভালো থাকে না। বড় ভাইয়ের ছেলে তামিম হোসেন নিখোঁজ হওয়ায় রুবেল হোসেনের মধ্যে এক রকম অস্থিরতা কাজ করছিল। অবশেষে তামিমকে খুঁজে পেয়ে স্বস্তিতে এখন রুবেল।
ভাতিজা তামিমকে খুঁজে পাওয়ার কথা আজ সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন রুবেল। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ৩৫ বছর বয়সী ক্রিকেটার বলেন, ‘আমাদের পরিবারের জন্য স্বস্তির সংবাদ। সকলের সহযোগিতার কারণে আমার বড় ভাইয়ের ছেলে তামিম হোসেনকে খুঁজে পাওয়া গিয়েছে। আমার কঠিন সময়ে পাশে থাকার জন্য বাগেরহাট প্রশাসন, আমার দীর্ঘদিনের খেলার মাঠের সতীর্থ এবং গণমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।’
তামিম হোসেনের নিখোঁজ সংবাদ পরশু রাতে সামাজিকমাধ্যমে জানিয়েছিলেন রুবেল। একই রাতে ক্রিকেটার তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তও নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেলের ভাতিজার নিখোঁজ সংবাদ পোস্ট করেছিলেন। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে পরশু আনুমানিক সন্ধ্যা ৬টায় রুবেলের ভাতিজা নিখোঁজ হয়েছিল বলে জানা যায়। রুবেল তাঁর ভাইয়ের মোবাইল নম্বরও পোস্ট করেছিলেন তখন।
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ রুবেল খেলেছেন ২০২১-এর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়েলিংটনে সেই টি-টোয়েন্টিতে ২ ওভারে ৩৩ রান খরচ করে কোনো উইকেট পাননি। ২০০৯ থেকে ২০২১ পর্যন্ত ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৫৯ ম্যাচে নিয়েছেন ১৯৩ উইকেট। আর তামিম ইকবাল এ বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শান্ত বর্তমানে দুই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। কদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে তুলে দেওয়া হয়।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ছোটোখাটো এক হাসপাতালে পরিণত হয়েছে। আইসিসি ইভেন্টের আগমুহূর্তে একের পর এক প্রোটিয়া ক্রিকেটার চোটে পড়ছেন। এই তালিকায় এবার যোগ হলেন ডেভিড মিলার।
৩৮ মিনিট আগে
অল্প পুঁজি নিয়েও সিলেট টাইটানসের বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল রংপুর রাইডার্স। তাতে অবশ্য কাজের কাজ হয়নি। এলিমিনেটরে শেষ বলের নাটকীয়তায় মেহেদি হাসান মিরাজের দলের কাছে ২ উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় নিয়েছে রংপুর। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর উইকেট নিয়ে সমালোচনা করেছেন দলটির অধিনায়ক লিটন দাস।
১ ঘণ্টা আগে
হারলেই বাদ, জিতলেও ফাইনালে যেতে হলে পেরোতে হবে আরও এক ধাপ—মিরপুরে আজ দুপুরে রংপুর রাইডার্স-সিলেট টাইটানস খেলতে নেমেছে এই সমীকরণ মাথায় নিয়েই। স্কোরবোর্ডে বেশি রান না উঠলেও সিলেট-রংপুরের লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। টানটান উত্তেজনায় পূর্ণ ম্যাচে শেষ বলে ছক্কা মেরে সিলেটকে ৩ উইকেটের জয় এনে দিলেন ক্রিস ওকস।
২ ঘণ্টা আগে
মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
৩ ঘণ্টা আগে