
আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো শুরু করেছিলেন সৌম্য সরকার। কিন্তু মাঝে দীর্ঘদিন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছিলেন তিনি। অনেকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাঁহাতি ব্যাটার। ফলে বারবার সুযোগ পাওয়ায় তাঁকে নিয়ে নানান সমালোচনা হচ্ছিল।
এবার নিউজিল্যান্ড সফরে গিয়েও প্রথম ওয়ানডে শূন্য রানে আউট হন সৌম্য। তবে দ্বিতীয় ওয়ানডেতে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা দুর্দান্ত ১৬৯ রানের ইনিংস খেলে। সেই বিধ্বংসী ইনিংস খেলে যেমন নতুন জীবন পেয়েছেন, তেমনি আজ র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। এরপরও অবশ্য শীর্ষ ১০০-তে নিজের নাম তুলতে পারেননি। বর্তমানে তাঁর অবস্থান ১১১তম। ঠিক যেন নেলসন মাঠের পারফরম্যান্সের মতোই। বিধ্বংসী ইনিংস খেলার পরও যেমন বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেননি, তেমনি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েও ১০০-র মধ্যে থাকতে পারলেন না। তবে সেদিন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ার কোনো ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে খেলে ম্যাচসেরা হয়েছিলেন।
সৌম্যের কিছুটা আক্ষেপ থাকলেও নাজমুল হাসান শান্ত ও শরীফুল ইসলামের এমন কিছু নেই। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফিফটি করেছিলেন শান্ত। সেই ফিফটিতে ৯ ধাপ এগিয়েছেন এই সিরিজের অধিনায়ক। ৮৯তম স্থানে আছেন বাঁহাতি ব্যাটার। অন্যদিকে একই ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেওয়া শরীফুল বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং করেছেন ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজে দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড গড়েন। আগের সর্বোচ্চ ৩১৬ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের।
রেকর্ড গড়ার পরও অবশ্য সল্ট ৫ ম্যাচের সিরিজ জেতাতে পারেননি ইংল্যান্ডকে। দলের কাজে না আসলেও ব্যক্তিগত লাভ হয়েছে তাঁর। ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন রিজওয়ানকে। তিনে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৮৭। ৮৮৭ নিয়ে শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাদা বলের উভয় সংস্করণে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো শুরু করেছিলেন সৌম্য সরকার। কিন্তু মাঝে দীর্ঘদিন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছিলেন তিনি। অনেকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাঁহাতি ব্যাটার। ফলে বারবার সুযোগ পাওয়ায় তাঁকে নিয়ে নানান সমালোচনা হচ্ছিল।
এবার নিউজিল্যান্ড সফরে গিয়েও প্রথম ওয়ানডে শূন্য রানে আউট হন সৌম্য। তবে দ্বিতীয় ওয়ানডেতে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা দুর্দান্ত ১৬৯ রানের ইনিংস খেলে। সেই বিধ্বংসী ইনিংস খেলে যেমন নতুন জীবন পেয়েছেন, তেমনি আজ র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। এরপরও অবশ্য শীর্ষ ১০০-তে নিজের নাম তুলতে পারেননি। বর্তমানে তাঁর অবস্থান ১১১তম। ঠিক যেন নেলসন মাঠের পারফরম্যান্সের মতোই। বিধ্বংসী ইনিংস খেলার পরও যেমন বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেননি, তেমনি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েও ১০০-র মধ্যে থাকতে পারলেন না। তবে সেদিন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ার কোনো ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে খেলে ম্যাচসেরা হয়েছিলেন।
সৌম্যের কিছুটা আক্ষেপ থাকলেও নাজমুল হাসান শান্ত ও শরীফুল ইসলামের এমন কিছু নেই। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফিফটি করেছিলেন শান্ত। সেই ফিফটিতে ৯ ধাপ এগিয়েছেন এই সিরিজের অধিনায়ক। ৮৯তম স্থানে আছেন বাঁহাতি ব্যাটার। অন্যদিকে একই ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেওয়া শরীফুল বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং করেছেন ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজে দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড গড়েন। আগের সর্বোচ্চ ৩১৬ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের।
রেকর্ড গড়ার পরও অবশ্য সল্ট ৫ ম্যাচের সিরিজ জেতাতে পারেননি ইংল্যান্ডকে। দলের কাজে না আসলেও ব্যক্তিগত লাভ হয়েছে তাঁর। ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন রিজওয়ানকে। তিনে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৮৭। ৮৮৭ নিয়ে শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাদা বলের উভয় সংস্করণে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২৫ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৯ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে