Ajker Patrika

রেকর্ড গড়ার দিনে মেয়েকে নিয়ে লিটনের আবেগী পোস্ট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৬: ২৫
মেয়ে টিভিতে দেখছে তার বাবা লিটন দাসকে। লিটন ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন। ছবি: ফেসবুক
মেয়ে টিভিতে দেখছে তার বাবা লিটন দাসকে। লিটন ফেসবুকে সেই ছবি শেয়ার করেছেন। ছবি: ফেসবুক

সেন্ট ভিনসেন্টে রাত হলেও বাংলাদেশে তখন সকাল। বাংলাদেশ সময় আজ সকাল ৬টায় শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি দেখতে গিয়ে ঘুমে বেশির ভাগ মানুষের চোখ ঢুলুঢুলু। বাংলাদেশের ইতিহাস গড়ার খবরই অনেকে জানতে পেরেছেন সামাজিক মাধ্যমে। তবে লিটন দাসের ১৩ মাস বয়সী মেয়ে আনায়রা টেলিভিশনে দেখেছে তার বাবাকে।

ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন লিটন। ছবিতে দেখা যাচ্ছে, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক কথা বলছেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তাঁর মেয়ে আনায়রা সেটা দেখছে টিভিতে। আবেগঘন এক ক্যাপশনে লিটন লিখেছেন,‘বাসা থেকে এখন অনেক দূরে। কিন্তু আনায়রা আগে ঘুম থেকে উঠে তার বাবাকে দেখেছে। টি-টোয়েন্টি সিরিজ জিতল দল।’ ক্যাপশনের শেষে ক্রিকেট, তারা ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন বাংলাদেশ।

বাংলাদেশের সিরিজ জয়ের মুহূর্তও শেয়ার করেছেন লিটন।ছবি: ফেসবুক
বাংলাদেশের সিরিজ জয়ের মুহূর্তও শেয়ার করেছেন লিটন।ছবি: ফেসবুক

সেন্ট ভিনসেন্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে বাংলাদেশ সারল ধবলধোলাই। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এটা রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানেও জয়। টি-টোয়েন্টিতে এই নিয়ে ৬ বার দুই বা ততোধিক ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। ৬টি হয়েছে ৬টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে।এর আগে আফগানিস্তান, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, আয়ারল্যান্ড-এই পাঁচ দলকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ।

মেয়েকে নিয়ে পোস্ট দেওয়ার পর লিটন বাংলাদেশের ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্মরণীয় কিছু মুহূর্তের ছবি দিয়েছেন ফেসবুকে। ক্যাপশনে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন,‘এই দল নিয়ে আমি অনেক গর্ব করি। অধিনায়ক হিসেবে তারা আমার কাজ সহজ করে দিয়েছে। সবাইকে কুর্নিশ জানাই।’ এরপর বাংলাদেশের পতাকা, ক্রিকেট ও শক্তির ইমোজি দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত