Ajker Patrika

থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়ে ফাইনালে ভারত

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ০৮
থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়ে ফাইনালে ভারত

এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে হেসেখেলে হারিয়েছে ভারত। আজ সিলেট  আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭৪ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্টটির  ফাইনালে উঠেছে ভারত। তাতে একমাত্র দল হিসেবে আট মৌসুমের আটটিতেই ফাইনাল খেলে ভারত।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। দলীয় ২১ রানেই তারা ৪ উইকেট হারায় । তবে পঞ্চম উইকেটে ৪২ রানের জুটি করে দলীয় রান বাড়ানোর চেষ্টা করেন দুই ব্যাটার নাতায়া বুচাথাম-নারুইমল চাইওয়াই। দুজনেই দলের হয়ে যৌথ সর্বোচ্চ ২১ রান করেন। শেষ পর্যন্ত দলটি ২০ ওভারে ৯ উইকেটে ৭৪ রান করে থাইল্যান্ড। ৪ ওভারে মাত্র ৭ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার দীপ্তি শর্মা।

থাইল্যান্ডের বিপক্ষে ৭৪ রানের জয়ের ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন শেফালি ভার্মা। ওপেনিংয়ে নেমে ব্যাটিংয়ে ৪২ রানের পাশাপাশি বোলিংয়ে ৯ রানে ১ উইকেট নিয়েছেন তিনি।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে ভারত। ২৮ বলে ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন ভারতীয় ওপেনার শেফালি ভার্মা। সঙ্গে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর খেলেন ৩০ বলে ৩৬ রানের ইনিংস। থাইল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোরনারিন টিপোচ।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনাল হবে ১৫ অক্টোবর। শিরোপার লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাসনা মওদুদ

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত