ক্রীড়া ডেস্ক

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন আলজারি জোসেফ। পেয়েছিলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞাও। অবশেষে তিনি পেলেন সুখবর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ অংশে ফিরছেন তিনি।
সিরিজের শেষ তিন-টোয়েন্টির জন্য দলে তাই পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। যে আলজারি জোসেফের ওপর নিষেধাজ্ঞা ছিল, তাঁকে নেওয়া হয়েছে শেষ তিন ম্যাচের দলে। জোসেফ সুখবর পেলেও আন্দ্রে রাসেল পেলেন দুঃসংবাদ। বাঁ পায়ের গোড়ালি মচকে যাওয়ায় টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচের দল থেকে বাদ পড়েছেন রাসেল। ইংল্যান্ডের বিপক্ষে বার্বাডোজে ৯ নভেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই শুধু খেলেছেন তিনি।
রাসেলের বদলি হিসেবে শামার স্প্রিঙ্গারকে শেষ তিন টি-টোয়েন্টির জন্য নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি খেলেছেন কেবল দুই ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুই টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৭ রান ও পেয়েছেন ২ উইকেট। অন্যদিকে আলজারি জোসেফ ফেরায় বাদ পড়েছেন শামার জোসেফ।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে হয়েছে ৭ নভেম্বর। সেই ম্যাচে দফায় দফায় মাঠ ছেড়ে চলে যান জোসেফ। প্রথমবার করেছেন ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারের শেষে। অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন জোসেফ। তারপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সের উইকেট নিয়ে কোনো রকম উদযাপন না করে বোলিং প্রান্তে চলে যান।
সেদিন ইনিংসের চতুর্থ ওভার শেষ হওয়ার পর হোপের সঙ্গে কথা না বলে মাঠ ছেড়েই চলে গিয়েছিলেন তিনি। ডাগআউটে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বুঝিয়েও কোনো লাভ হয়নি। পঞ্চম ওভার ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিং করতে হয় ১০ জন নিয়েই। কারণ জোসেফ মাঠে এসেছিলেন ষষ্ঠ ওভারে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে আগামীকাল রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১৬ ও ১৭ নভেম্বর। শেষ দুই ম্যাচেরও ভেন্যু ড্যারেন স্যামি স্টেডিয়ামে। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ২-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিন টি-টোয়েন্টির দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, ম্যাথু ফোর্ড, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, শারফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঞ্জার, এভিন লুইস, শাই হোপ

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে