ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড এখন পর্যন্ত যে কয়টি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, প্রত্যেকটিই এসেছে ভারতের বিপক্ষে। যার প্রথমটি এসেছে ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। ২৫ বছর আগের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী কিউই দলের কোচ ডেভিড ট্রিস্ট চলে গেলেন না ফেরার দেশে।
ট্রিস্ট ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। শোকবার্তায় এনজেডসি লিখেছে, ‘নিউজিল্যান্ডের সাবেক কোচ ডেভিড ট্রিস্টের মৃত্যুতে এনজেডসি গভীরভাবে শোকাহত। ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন ক্রাইস্টচার্চে। ডেভিডের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এনজেডসি।’
১৯৯৯ সালে স্টিভ রিক্সনের পরিবর্তে নিউজিল্যান্ডের কোচ হয়েছিলেন ট্রিস্ট। দুই বছর কোচের দায়িত্বে থেকেই কিউইদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতান ট্রিস্ট। দুই বছর কিউইদের কোচের দায়িত্বে ছিলেন ট্রিস্ট। কোচের দায়িত্ব ছাড়ার পর ক্রাইস্টচার্চ ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ট্রিস্ট প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২৪ ম্যাচ ও ছয়টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৬৭ উইকেট নিয়েছেন।
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছে। ২০০০ সালের নাইরোবিতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা ছিল উত্তেজনায় পূর্ণ। তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (১১৭) সেঞ্চুরিতে ভারত আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। জবাবে ২ বল হাতে রেখে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে শিরোপা উঁচিয়ে ধরে কিউইরা। ১১৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন ক্রিস কেয়ার্নস। ২০১৭ সালে ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে কেয়ার্নসের সেই সেঞ্চুরির প্রশংসা করেছিলেন ট্রিস্ট।
নাইরোবির পর ২০২১ সালে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। এবার ৮ উইকেটের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা। এটা ছিল ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার আয়োজিত আইসিসি ইভেন্ট। দুটি আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা ভারত নিয়েছে এ বছর। দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো জেতে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

নিউজিল্যান্ড এখন পর্যন্ত যে কয়টি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, প্রত্যেকটিই এসেছে ভারতের বিপক্ষে। যার প্রথমটি এসেছে ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। ২৫ বছর আগের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী কিউই দলের কোচ ডেভিড ট্রিস্ট চলে গেলেন না ফেরার দেশে।
ট্রিস্ট ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। শোকবার্তায় এনজেডসি লিখেছে, ‘নিউজিল্যান্ডের সাবেক কোচ ডেভিড ট্রিস্টের মৃত্যুতে এনজেডসি গভীরভাবে শোকাহত। ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন ক্রাইস্টচার্চে। ডেভিডের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এনজেডসি।’
১৯৯৯ সালে স্টিভ রিক্সনের পরিবর্তে নিউজিল্যান্ডের কোচ হয়েছিলেন ট্রিস্ট। দুই বছর কোচের দায়িত্বে থেকেই কিউইদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতান ট্রিস্ট। দুই বছর কিউইদের কোচের দায়িত্বে ছিলেন ট্রিস্ট। কোচের দায়িত্ব ছাড়ার পর ক্রাইস্টচার্চ ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ট্রিস্ট প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২৪ ম্যাচ ও ছয়টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৬৭ উইকেট নিয়েছেন।
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছে। ২০০০ সালের নাইরোবিতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা ছিল উত্তেজনায় পূর্ণ। তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (১১৭) সেঞ্চুরিতে ভারত আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। জবাবে ২ বল হাতে রেখে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে শিরোপা উঁচিয়ে ধরে কিউইরা। ১১৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন ক্রিস কেয়ার্নস। ২০১৭ সালে ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে কেয়ার্নসের সেই সেঞ্চুরির প্রশংসা করেছিলেন ট্রিস্ট।
নাইরোবির পর ২০২১ সালে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। এবার ৮ উইকেটের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা। এটা ছিল ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার আয়োজিত আইসিসি ইভেন্ট। দুটি আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা ভারত নিয়েছে এ বছর। দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো জেতে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৫ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে