ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড এখন পর্যন্ত যে কয়টি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, প্রত্যেকটিই এসেছে ভারতের বিপক্ষে। যার প্রথমটি এসেছে ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। ২৫ বছর আগের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী কিউই দলের কোচ ডেভিড ট্রিস্ট চলে গেলেন না ফেরার দেশে।
ট্রিস্ট ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। শোকবার্তায় এনজেডসি লিখেছে, ‘নিউজিল্যান্ডের সাবেক কোচ ডেভিড ট্রিস্টের মৃত্যুতে এনজেডসি গভীরভাবে শোকাহত। ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন ক্রাইস্টচার্চে। ডেভিডের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এনজেডসি।’
১৯৯৯ সালে স্টিভ রিক্সনের পরিবর্তে নিউজিল্যান্ডের কোচ হয়েছিলেন ট্রিস্ট। দুই বছর কোচের দায়িত্বে থেকেই কিউইদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতান ট্রিস্ট। দুই বছর কিউইদের কোচের দায়িত্বে ছিলেন ট্রিস্ট। কোচের দায়িত্ব ছাড়ার পর ক্রাইস্টচার্চ ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ট্রিস্ট প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২৪ ম্যাচ ও ছয়টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৬৭ উইকেট নিয়েছেন।
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছে। ২০০০ সালের নাইরোবিতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা ছিল উত্তেজনায় পূর্ণ। তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (১১৭) সেঞ্চুরিতে ভারত আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। জবাবে ২ বল হাতে রেখে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে শিরোপা উঁচিয়ে ধরে কিউইরা। ১১৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন ক্রিস কেয়ার্নস। ২০১৭ সালে ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে কেয়ার্নসের সেই সেঞ্চুরির প্রশংসা করেছিলেন ট্রিস্ট।
নাইরোবির পর ২০২১ সালে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। এবার ৮ উইকেটের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা। এটা ছিল ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার আয়োজিত আইসিসি ইভেন্ট। দুটি আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা ভারত নিয়েছে এ বছর। দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো জেতে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

নিউজিল্যান্ড এখন পর্যন্ত যে কয়টি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, প্রত্যেকটিই এসেছে ভারতের বিপক্ষে। যার প্রথমটি এসেছে ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। ২৫ বছর আগের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী কিউই দলের কোচ ডেভিড ট্রিস্ট চলে গেলেন না ফেরার দেশে।
ট্রিস্ট ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে। শোকবার্তায় এনজেডসি লিখেছে, ‘নিউজিল্যান্ডের সাবেক কোচ ডেভিড ট্রিস্টের মৃত্যুতে এনজেডসি গভীরভাবে শোকাহত। ৭৭ বছর বয়সে গতকাল মারা গেছেন ক্রাইস্টচার্চে। ডেভিডের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এনজেডসি।’
১৯৯৯ সালে স্টিভ রিক্সনের পরিবর্তে নিউজিল্যান্ডের কোচ হয়েছিলেন ট্রিস্ট। দুই বছর কোচের দায়িত্বে থেকেই কিউইদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতান ট্রিস্ট। দুই বছর কিউইদের কোচের দায়িত্বে ছিলেন ট্রিস্ট। কোচের দায়িত্ব ছাড়ার পর ক্রাইস্টচার্চ ওল্ড কলেজিয়ান্স ক্রিকেট ক্লাবের কোচিং ডিরেক্টর হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ট্রিস্ট প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ২৪ ম্যাচ ও ছয়টি লিস্ট ‘এ’ ক্রিকেটের ম্যাচ খেলেছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ৬৭ উইকেট নিয়েছেন।
আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ড এখন পর্যন্ত দুটি শিরোপা জিতেছে। ২০০০ সালের নাইরোবিতে অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালটা ছিল উত্তেজনায় পূর্ণ। তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর (১১৭) সেঞ্চুরিতে ভারত আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। জবাবে ২ বল হাতে রেখে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে শিরোপা উঁচিয়ে ধরে কিউইরা। ১১৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ১০২ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন ক্রিস কেয়ার্নস। ২০১৭ সালে ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে কেয়ার্নসের সেই সেঞ্চুরির প্রশংসা করেছিলেন ট্রিস্ট।
নাইরোবির পর ২০২১ সালে সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। এবার ৮ উইকেটের সহজ জয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা। এটা ছিল ২০১৯-২১ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথমবার আয়োজিত আইসিসি ইভেন্ট। দুটি আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের কাছে হারের বদলা ভারত নিয়েছে এ বছর। দুবাইয়ে ৯ মার্চ নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো জেতে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৬ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১১ ঘণ্টা আগে