নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইংল্যান্ড সিরিজের আগে খেলার চেয়ে বেশি আলোচনায় সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি। দুদিন আগে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সামনে এনেছেন বিষয়গুলো। আজ টিম হোটেলে খেলোয়াড়, কোচিং স্টাফ, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও নির্বাচকদের সঙ্গে কথা বলার পর পাপন সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন একটি সিরিজের সামনে তিনি কেন ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন।
কেন তিনি একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর সামনে আনলেন, সেটির ব্যাখ্যায় পাপন বললেন, ‘যে বিষয়টা সামনে এসেছে, মিডিয়ার এমন কেউ নেই, যারা জানে না। এত লোক আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছে। ভেতরের গুঞ্জন আমার ভালো লাগছিল না। একটা অস্বস্তিকর পরিবেশ সবার জন্যই। এটা এখানেই শেষ। এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই।’ পাপন আরও যোগ করেছেন, ‘এ প্রসঙ্গ নিয়ে এলাম যেন সামনে এসব নিয়ে কথা না হয়।’
কিন্তু সাকিব-তামিমের সম্পর্কের ফাটল কী নিয়ে, সেটি জানা নেই পাপনের। বিসিবি সভাপতি বললেন, ‘সমস্যাটা কী, সেটাই জানি না। সমস্যা জানলে পরিকল্পনা করতাম কীভাবে এগোনো যায়। দুজনই বলেছে, এটা খেলায় প্রভাব পড়বে না। অনেক দিন পর তারা (সিনিয়র ক্রিকেটাররা) এক সঙ্গে খেলছে। এবার দেখার সুযোগ হবে। মনে হয় না কোনো সমস্যা হবে। ওরা সবাই পরিণত, দলের ক্ষতি হবে এমন কিছু করবে না।’
আর বাংলাদেশ দলের গ্রুপিং নিয়ে পাপনের মন্তব্য হচ্ছে, ‘গ্রুপিং নিয়ে উত্তর এখন দেব না। একটা সিরিজ সামনে। তবে এ প্রশ্নের উত্তর দেব। সব সময় থাকে না। জাতীয় দলের খেলায় এটা কম পাবেন। জাতীয় দলে অপশন কী পাবেন। এর উত্তর পরে দেবে।’
আজ টিম হোটেলের বৈঠকে ছিলেন না সাকিব আল হাসান। পাপন বললেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। ওর নাকি কাজ আছে। বলল, আমি কি কাল দেখা করতে পারি? সে আমাকে বলেই নিয়েছে।’

ইংল্যান্ড সিরিজের আগে খেলার চেয়ে বেশি আলোচনায় সাকিব আল হাসান আর তামিম ইকবালের দ্বন্দ্বের বিষয়টি। দুদিন আগে একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সামনে এনেছেন বিষয়গুলো। আজ টিম হোটেলে খেলোয়াড়, কোচিং স্টাফ, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও নির্বাচকদের সঙ্গে কথা বলার পর পাপন সাংবাদিকদের ব্যাখ্যা দিয়েছেন একটি সিরিজের সামনে তিনি কেন ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন।
কেন তিনি একটি গুরুত্বপূর্ণ সিরিজের আগে সাকিব-তামিমের দ্বন্দ্বের খবর সামনে আনলেন, সেটির ব্যাখ্যায় পাপন বললেন, ‘যে বিষয়টা সামনে এসেছে, মিডিয়ার এমন কেউ নেই, যারা জানে না। এত লোক আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছে। ভেতরের গুঞ্জন আমার ভালো লাগছিল না। একটা অস্বস্তিকর পরিবেশ সবার জন্যই। এটা এখানেই শেষ। এটার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই।’ পাপন আরও যোগ করেছেন, ‘এ প্রসঙ্গ নিয়ে এলাম যেন সামনে এসব নিয়ে কথা না হয়।’
কিন্তু সাকিব-তামিমের সম্পর্কের ফাটল কী নিয়ে, সেটি জানা নেই পাপনের। বিসিবি সভাপতি বললেন, ‘সমস্যাটা কী, সেটাই জানি না। সমস্যা জানলে পরিকল্পনা করতাম কীভাবে এগোনো যায়। দুজনই বলেছে, এটা খেলায় প্রভাব পড়বে না। অনেক দিন পর তারা (সিনিয়র ক্রিকেটাররা) এক সঙ্গে খেলছে। এবার দেখার সুযোগ হবে। মনে হয় না কোনো সমস্যা হবে। ওরা সবাই পরিণত, দলের ক্ষতি হবে এমন কিছু করবে না।’
আর বাংলাদেশ দলের গ্রুপিং নিয়ে পাপনের মন্তব্য হচ্ছে, ‘গ্রুপিং নিয়ে উত্তর এখন দেব না। একটা সিরিজ সামনে। তবে এ প্রশ্নের উত্তর দেব। সব সময় থাকে না। জাতীয় দলের খেলায় এটা কম পাবেন। জাতীয় দলে অপশন কী পাবেন। এর উত্তর পরে দেবে।’
আজ টিম হোটেলের বৈঠকে ছিলেন না সাকিব আল হাসান। পাপন বললেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। ওর নাকি কাজ আছে। বলল, আমি কি কাল দেখা করতে পারি? সে আমাকে বলেই নিয়েছে।’

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
৯ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
৯ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১০ ঘণ্টা আগে