
মিরপুর টেস্টে অদ্ভুত এক আউট হয়েছেন মুশফিকুর রহিম। হাতে দিয়ে বল ধরে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ক্রিকেটে সাধারণত এ রকম ঘটনা খুব কমই দেখা যায়।
বাংলাদেশের ২৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতিহাসে তো প্রথম ব্যাটার হিসেবে আউট হয়েছেন মুশফিক। তাঁর এই অদ্ভুত আউটের দিনই আরেকটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে মিরপুর টেস্ট। ৩০ কিংবা তার বেশি বল করে কোনো রান না দেওয়ার রেকর্ড গড়েছেন টিম সাউদি। ১৯৮৬ সালের পর ঘটনাটি প্রথম।
বাংলাদেশের বিপক্ষে আজ ৫ ওভার ২ বল করে কোনো রান না দিয়ে ১ উইকেট নিয়েছেন সাউদি। কিউই অধিনায়কের পূর্বে ৩৭ বছর আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার পিটার স্লিপ। ১৯৮৬ সালের ১২ ডিসেম্বর অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। চতুর্থ ইনিংসে ৫ ওভার বোলিং করে ৫টাই মেডেন নেন অজি স্পিনার।
সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে ৭ টি। সর্বপ্রথম ৩০ কিংবা তার বেশি বল করে কোনো রান না দেওয়ার রেকর্ড গড়েন জন গডার্ড। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৬ ওভার বোলিং করে কোনো রান দেননি প্রয়াত ওয়েস্ট ইন্ডিজ পেসার।
উইকেট নেওয়ার দিক থেকে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন সাউদি। প্রথম কীর্তিটি গড়েছেন জনি ওয়ার্ডল। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে ৫ ওভার বোলিং করে প্রতিটি মেডেন দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। ৭ বছর পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন বপু নদকার্নি। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি গড়েন ভারতীয় স্পিনার। চেন্নাই টেস্টে সেদিন ৬ ওভার ১ বল হাত ঘুরিয়ে কোনো রান না দিয়ে ১ উইকেট নেন এই অলরাউন্ডার।

মিরপুর টেস্টে অদ্ভুত এক আউট হয়েছেন মুশফিকুর রহিম। হাতে দিয়ে বল ধরে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ক্রিকেটে সাধারণত এ রকম ঘটনা খুব কমই দেখা যায়।
বাংলাদেশের ২৩ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতিহাসে তো প্রথম ব্যাটার হিসেবে আউট হয়েছেন মুশফিক। তাঁর এই অদ্ভুত আউটের দিনই আরেকটি বিরল ঘটনার সাক্ষী হয়েছে মিরপুর টেস্ট। ৩০ কিংবা তার বেশি বল করে কোনো রান না দেওয়ার রেকর্ড গড়েছেন টিম সাউদি। ১৯৮৬ সালের পর ঘটনাটি প্রথম।
বাংলাদেশের বিপক্ষে আজ ৫ ওভার ২ বল করে কোনো রান না দিয়ে ১ উইকেট নিয়েছেন সাউদি। কিউই অধিনায়কের পূর্বে ৩৭ বছর আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার স্পিনার পিটার স্লিপ। ১৯৮৬ সালের ১২ ডিসেম্বর অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। চতুর্থ ইনিংসে ৫ ওভার বোলিং করে ৫টাই মেডেন নেন অজি স্পিনার।
সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে এমন ঘটনা ঘটেছে ৭ টি। সর্বপ্রথম ৩০ কিংবা তার বেশি বল করে কোনো রান না দেওয়ার রেকর্ড গড়েন জন গডার্ড। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ৬ ওভার বোলিং করে কোনো রান দেননি প্রয়াত ওয়েস্ট ইন্ডিজ পেসার।
উইকেট নেওয়ার দিক থেকে তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন সাউদি। প্রথম কীর্তিটি গড়েছেন জনি ওয়ার্ডল। ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে ৫ ওভার বোলিং করে প্রতিটি মেডেন দিয়ে ১ উইকেট নেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার। ৭ বছর পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েন বপু নদকার্নি। ১৯৬২ সালে ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি গড়েন ভারতীয় স্পিনার। চেন্নাই টেস্টে সেদিন ৬ ওভার ১ বল হাত ঘুরিয়ে কোনো রান না দিয়ে ১ উইকেট নেন এই অলরাউন্ডার।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৪ ঘণ্টা আগে