ক্রীড়া ডেস্ক

বাংলাদেশকে হারানোর পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে প্রতিপক্ষ হংকং। চলতি এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ‘পয়েন্ট ব্যাংক’ হংকংয়ের বিপক্ষে জিতলেই সুপার ফোরে এক পা দিয়ে রাখবেন লঙ্কানরা।
প্রতিপক্ষ সহজ হলেও সতর্ক শ্রীলঙ্কা। আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি। সেখানেই তিনি বললেন এই সতর্কতার কথা, ‘হংকংয়ের আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। এই সংস্করণে সবাইকে হারানো কঠিন। তাই আমরা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামব।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয়ের ম্যাচে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর স্পিন খেলতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। ২৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই অলরাউন্ডার আজকের ম্যাচে বল হাতে শ্রীলঙ্কার বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। থিলিনা কান্দাম্বি বললেন, ‘দলে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো মানসম্পন্ন স্পিনার থাকাটা আমাদের জন্য বাড়তি সুবিধা।’ তাঁর সঙ্গে আজ হংকংয়ের বিপক্ষে হাসারাঙ্গার সঙ্গে দেখা যেতে পারে বাড়তি একজন স্পিনারও। কান্দাম্বির ভাষায়, ‘আমাদের দলে আছে তিকশানা আর ভেল্লালাগের মতো স্পিনারও। বাড়তি একজন স্পিনার দলে থাকবে কি না, তা নির্ভর করবে কন্ডিশনের ওপর।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটার ওপরই জোর দিচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ। জোর দিচ্ছেন খেলায় ছন্দ ধরে রাখার জন্য। বললেন, ‘আমি আগের কয়েকটি (টিম) মিটিংয়ে বলেছিলাম, ৮০ বা ৯০ রানে অলআউট হয়ে গেলেও চিন্তিত নই আমি। গুরুত্বপূর্ণ বিষয় হলো গতি ধরে রেখে খেলা। তাতে ১৭০-১৮০ উঠে গেলে, লড়াই করা যায়, ম্যাচ জেতা যায়। ক্রিকেটে একটা খারাপ দিন আসতেই পারে, সেদিন আমরা ৮০ বা ৯০ রানেও বিদায় নিতে পারি কিন্তু তাতে কিছুই আসে যায় না।’

বাংলাদেশকে হারানোর পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা। দুবাইয়ে হতে যাওয়া এই ম্যাচে প্রতিপক্ষ হংকং। চলতি এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ‘পয়েন্ট ব্যাংক’ হংকংয়ের বিপক্ষে জিতলেই সুপার ফোরে এক পা দিয়ে রাখবেন লঙ্কানরা।
প্রতিপক্ষ সহজ হলেও সতর্ক শ্রীলঙ্কা। আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি। সেখানেই তিনি বললেন এই সতর্কতার কথা, ‘হংকংয়ের আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। এই সংস্করণে সবাইকে হারানো কঠিন। তাই আমরা পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামব।
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের জয়ের ম্যাচে বল হাতে বড় ভূমিকা রেখেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর স্পিন খেলতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। ২৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া এই অলরাউন্ডার আজকের ম্যাচে বল হাতে শ্রীলঙ্কার বড় অস্ত্র হয়ে উঠতে পারেন। থিলিনা কান্দাম্বি বললেন, ‘দলে ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো মানসম্পন্ন স্পিনার থাকাটা আমাদের জন্য বাড়তি সুবিধা।’ তাঁর সঙ্গে আজ হংকংয়ের বিপক্ষে হাসারাঙ্গার সঙ্গে দেখা যেতে পারে বাড়তি একজন স্পিনারও। কান্দাম্বির ভাষায়, ‘আমাদের দলে আছে তিকশানা আর ভেল্লালাগের মতো স্পিনারও। বাড়তি একজন স্পিনার দলে থাকবে কি না, তা নির্ভর করবে কন্ডিশনের ওপর।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলাটার ওপরই জোর দিচ্ছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ। জোর দিচ্ছেন খেলায় ছন্দ ধরে রাখার জন্য। বললেন, ‘আমি আগের কয়েকটি (টিম) মিটিংয়ে বলেছিলাম, ৮০ বা ৯০ রানে অলআউট হয়ে গেলেও চিন্তিত নই আমি। গুরুত্বপূর্ণ বিষয় হলো গতি ধরে রেখে খেলা। তাতে ১৭০-১৮০ উঠে গেলে, লড়াই করা যায়, ম্যাচ জেতা যায়। ক্রিকেটে একটা খারাপ দিন আসতেই পারে, সেদিন আমরা ৮০ বা ৯০ রানেও বিদায় নিতে পারি কিন্তু তাতে কিছুই আসে যায় না।’

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৫ ঘণ্টা আগে