ক্রীড়া ডেস্ক
শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।
আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি
শারজায় আজ শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বিস্ফোরক ওপেনার সেদিকউল্লাহ আতালের।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন। ব্যাটিংয়েও পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে রিশাদের। দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ।
ওপেনিংয়ে থাকছেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। তিনে সেক্ষেত্রে ব্যাটিং করবেন অধিনায়ক শান্ত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের সঙ্গে থাকছেন তাওহীদ হৃদয়। সৌম্যও খণ্ডকালীন পেসারের দায়িত্ব পালন করতে পারেন। একাদশে জায়গা হয়নি জাকির হাসান ও জাকের আলী অনিকের। যেখানে জাকির তাঁর ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ম্যাচ খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। জাকের এখনো ওয়ানডেতে কোনো ম্যাচ খেলেননি।
আফগানিস্তান দলে অভিষিক্ত সেদিকউল্লাহর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন রহমানউল্লাহ গুরবাজ। একাদশে স্বীকৃত চার স্পিনার রেখেছে আফগানরা। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবী, রশিদ খানের সঙ্গে স্পিনে থাকছেন আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে। বাঁহাতি পেসার ফজলহক ফারুকির সঙ্গে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও গুলবদিন নাইব।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদ্দিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, আল্লাহ মোহাম্মদ গজানফার, নাঙ্গেলিয়া খারোটে, ফজল হক ফারুকি
চেলসি ও পিএসজি যখন ক্লাব বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে, তখন কেউ হয়তো কল্পনাও করে না, একসময় এমনই এক খেতাবের জন্য লড়েছিল ইংল্যান্ডের কাউন্টি ডারহামের একটি অপেশাদার দল—ওয়েস্ট অকল্যান্ড টাউন এফসি। ইংল্যান্ডের ফুটবল কাঠামোর নবম স্তরের দলটি আজও ফিফার স্বীকৃত প্রথম ‘বিশ্বচ্যাম্পিয়ন’।
২ ঘণ্টা আগেমর্মান্তিক দুর্ঘটনায় জীবন থেমে গেছে পর্তুগিজ তারকা দিয়োগো জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার। তবে লিভারপুল চায় না, সে স্মৃতি কখনো মুছে যাক। জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে চিরতরে ২০ নম্বর জার্সি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংলিশ ক্লাবটি।
৫ ঘণ্টা আগেম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপ জেতার গৌরব অর্জন করে ক্রিস্টাল প্যালেস। ১২০ বছরের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম শিরোপা। তবে এই শিরোপা জিতে বড্ড ঝামেলায় তারা। যোগ্যতা অর্জন করেছিল ইউরোপা লিগে খেলার। তবে সেই যোগ্যতা এবার কেড়ে নিয়েছে ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা।
৬ ঘণ্টা আগেগত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন।
৬ ঘণ্টা আগে