
বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের সিরিজ শেষ হলেও হারমানপ্রীত কৌরকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। হারমানপ্রীতের বিতর্কিত আচরণ নিয়ে সমালোচনা চলছে। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার।
মিরপুরে গত পরশু হয়েছিল বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচে নিজের আউট নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করা, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ ঝাড়েন, গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়েছেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। ফটোসেশনের সময় নিজের রাগ উগড়ে দিয়েছেন। তাঁর (হারমানপ্রীত) অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল টুইট করেছেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ খুবই দুঃখজনক। সে তো খেলার উর্ধ্বে নয়। তার জন্য ভারতীয় ক্রিকেটের বদনাম হয়েছে। বিসিসিআইয়ের খুবই শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।’ হারমানপ্রীতের আচরণ নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়া বলেন, ‘হতাশা প্রকাশ করার ব্যাপারে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কোন কথা কখন বলতে হবে, তা নিয়ে আরও একটু ভাবা উচিত ছিল। আশা করি, সে বুঝতে পারবে।’
বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডের দায়ে হারমানপ্রীত কৌরকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। এর মধ্যে ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচার-বহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। মোট ৪ ডিমেরিট পয়েন্ট (দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ও ১ ডিমেরিট পয়েন্ট) সুপারিশ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছিল ম্যাচ অফিসিয়াল সূত্র। তাতে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী অধিনায়কের।
মাঠে রাগ ঝাড়া হারমানপ্রীতের কাছে অবশ্য নতুন কিছু নয়। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়ে হতাশায় মাঠেই ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদ থেকে চাকরিচ্যুতও হয়েছিলেন হারমানপ্রীত। চাকরির সময় ভুয়া সার্টিফিকেট দেখিয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক।

বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের সিরিজ শেষ হলেও হারমানপ্রীত কৌরকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। হারমানপ্রীতের বিতর্কিত আচরণ নিয়ে সমালোচনা চলছে। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার।
মিরপুরে গত পরশু হয়েছিল বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচে নিজের আউট নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করা, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ ঝাড়েন, গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়েছেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। ফটোসেশনের সময় নিজের রাগ উগড়ে দিয়েছেন। তাঁর (হারমানপ্রীত) অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল টুইট করেছেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ খুবই দুঃখজনক। সে তো খেলার উর্ধ্বে নয়। তার জন্য ভারতীয় ক্রিকেটের বদনাম হয়েছে। বিসিসিআইয়ের খুবই শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।’ হারমানপ্রীতের আচরণ নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়া বলেন, ‘হতাশা প্রকাশ করার ব্যাপারে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কোন কথা কখন বলতে হবে, তা নিয়ে আরও একটু ভাবা উচিত ছিল। আশা করি, সে বুঝতে পারবে।’
বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডের দায়ে হারমানপ্রীত কৌরকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। এর মধ্যে ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচার-বহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। মোট ৪ ডিমেরিট পয়েন্ট (দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ও ১ ডিমেরিট পয়েন্ট) সুপারিশ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছিল ম্যাচ অফিসিয়াল সূত্র। তাতে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী অধিনায়কের।
মাঠে রাগ ঝাড়া হারমানপ্রীতের কাছে অবশ্য নতুন কিছু নয়। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়ে হতাশায় মাঠেই ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদ থেকে চাকরিচ্যুতও হয়েছিলেন হারমানপ্রীত। চাকরির সময় ভুয়া সার্টিফিকেট দেখিয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে