নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র অর্থাৎ ২০১৯-২১ চক্র শেষ করেছিল বাংলাদেশ। সাত টেস্টের ছয়টিতেই হার, একটি ড্র করেছিল তারা। ২০২১-২৩ চক্রও একই রকম গেছে বাংলাদেশের। একটি করে জয় ও ড্র, হেরেছে ১২ ম্যাচে। আগের মতোই টেবিলের সবারে নিচে–৯ নম্বরে থেকে চক্র শেষ করেছে।
এর মধ্যেই শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। এই চক্রে বাংলাদেশ কেমন করবে এবং ভালো করতে বাংলাদেশের পরিকল্পনা কী, এসব ব্যাপার নিয়েও হচ্ছে আলোচনা। আজ মিরপুরে আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিকেরা এই প্রশ্ন করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে। বোর্ডপ্রধান অবশ্য জানিয়েছেন, আর ৯ নম্বরে থাকতে চান না তাঁরা। টেস্টে ভালো করতে যা দরকার, সবই করতে চান তাঁরা।
সীমিত ওভারের ম্যাচে অনেক দিন ধরেই ভালো করছে বাংলাদেশ। টেস্টে এবার মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে পাপন বললেন, ‘আমাদের সব সময় বেশি মনোযোগ ছিল ওয়ানডেতে। গত বছর নজর দিয়েছি টি-টোয়েন্টির দিকে। আগেও বলেছি, মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের টেস্ট দলটাও ভালো হবে। এখন টেস্ট দল ভালো হয়ে গেছে—এটা বোঝার কোনো উপায় নেই। আমাদের সাকিব-তামিম ছিল না, ওদেরও কয়েকজন খেলোয়াড় ছিল না।’
বাংলাদেশের পাইপলাইনে অনেক ক্রিকেটার আছেন। যাদের নিয়ে কাজ করছে বিসিবি। বোর্ড সভাপতি বলছেন, ‘আমাদের অনেক বিকল্প আছে। এখন পাইপলাইন নিয়ে কাজ করছি। প্রতিটা জিনিস দেখতে গিয়ে আমার যে বিশ্বাস, মনে হচ্ছে এক বছরের মধ্যে আমাদের টেস্ট দলও ভালো হবে। তবে অবশ্যই ৯ নম্বরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না।’

পয়েন্ট টেবিলে সবার নিচে থেকেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্র অর্থাৎ ২০১৯-২১ চক্র শেষ করেছিল বাংলাদেশ। সাত টেস্টের ছয়টিতেই হার, একটি ড্র করেছিল তারা। ২০২১-২৩ চক্রও একই রকম গেছে বাংলাদেশের। একটি করে জয় ও ড্র, হেরেছে ১২ ম্যাচে। আগের মতোই টেবিলের সবারে নিচে–৯ নম্বরে থেকে চক্র শেষ করেছে।
এর মধ্যেই শুরু হচ্ছে ২০২৩-২৫ চক্র। এই চক্রে বাংলাদেশ কেমন করবে এবং ভালো করতে বাংলাদেশের পরিকল্পনা কী, এসব ব্যাপার নিয়েও হচ্ছে আলোচনা। আজ মিরপুরে আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিকেরা এই প্রশ্ন করেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনকে। বোর্ডপ্রধান অবশ্য জানিয়েছেন, আর ৯ নম্বরে থাকতে চান না তাঁরা। টেস্টে ভালো করতে যা দরকার, সবই করতে চান তাঁরা।
সীমিত ওভারের ম্যাচে অনেক দিন ধরেই ভালো করছে বাংলাদেশ। টেস্টে এবার মনোযোগ দেওয়ার কথা উল্লেখ করে পাপন বললেন, ‘আমাদের সব সময় বেশি মনোযোগ ছিল ওয়ানডেতে। গত বছর নজর দিয়েছি টি-টোয়েন্টির দিকে। আগেও বলেছি, মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের টেস্ট দলটাও ভালো হবে। এখন টেস্ট দল ভালো হয়ে গেছে—এটা বোঝার কোনো উপায় নেই। আমাদের সাকিব-তামিম ছিল না, ওদেরও কয়েকজন খেলোয়াড় ছিল না।’
বাংলাদেশের পাইপলাইনে অনেক ক্রিকেটার আছেন। যাদের নিয়ে কাজ করছে বিসিবি। বোর্ড সভাপতি বলছেন, ‘আমাদের অনেক বিকল্প আছে। এখন পাইপলাইন নিয়ে কাজ করছি। প্রতিটা জিনিস দেখতে গিয়ে আমার যে বিশ্বাস, মনে হচ্ছে এক বছরের মধ্যে আমাদের টেস্ট দলও ভালো হবে। তবে অবশ্যই ৯ নম্বরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে