নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের ‘রিমাল’ ডালাসে চলে গেল নাকি? রসাত্মক প্রশ্ন হলেও বাস্তবতা অনেকটা এ রকমই। বাংলাদেশে যখন প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, ডালাসে তখন ঘূর্ণিঝড়ের ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতকাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ম্যাচ আর মাঠেই গড়ায়নি। ঝড়বৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ আর খেলা হয়নি শান্ত-সাকিবদের। ডালাস থেকে কিছুটা অতৃপ্তি নিয়ে আজ নিউইয়র্কে যেতে হচ্ছে তাঁদের। ১ জুন সেখানে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে খেলবে বাংলাদেশ। দারুণ এক সুযোগ ছিল প্রস্তুতি ম্যাচে ডালাসের কন্ডিশন-উইকেটের সঙ্গে ভালো ধারণা নেওয়ার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কয়েকটি জায়গায় কিছু উত্তর পাওয়ার দরকার ছিল। লিটন দাস ছন্দে না ফেরায় তাঁকে বেঞ্চে বসিয়েও স্বস্তিতে নেই কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। লিটনের জায়গায় কিপিং করছেন জাকের আলী অনিক। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজে গ্লাভস সামলেছেন জাকের। তবে উইকেটের পেছনে তিনি খুব একটা মুগ্ধ করতে পারেননি। তাঁর ক্যাচ হাতছাড়াও ছিল দৃষ্টিকটু। অনেক ওপরে উঠে যাওয়া বল জমাতে পারেননি গ্লাভসে। জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্র সিরিজেও উইকেটকিপিংয়ে বেশ নড়বড়েই ছিলেন জাকের।
লিটনকে বসিয়ে জাকেরকে একাদশে সুযোগ দেওয়ার আগে হাথুরুকে ভাবাতে পারে তাঁর উইকেটকিপিং দক্ষতা। আবার লিটনকে শুধু কিপিংয়ের কারণে খেলানো বিলাসিতা হবে, যদি তাঁর ব্যাট না হাসে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিম থাকার পরও লিটনকে একাদশে ফেরায় বাংলাদেশ। বাদ পড়েন জাকের। লিটনকে ওই ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেই একাদশে নেওয়া হয়েছে।
ব্যাট হাতে ধারাবাহিক উজ্জ্বল তানজিদ তামিম, সৌম্যও ফিরেছেন রানে। লিটনের জায়গায় সুযোগ পেয়ে তামিম এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা দিয়েই এরই মধ্যে তিন ফিফটিতে সাত টি-টোয়েন্টিতে ১২৬.৭৩ স্ট্রাইকরেটে দলের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক (২৩৭) হয়ে গেছেন। ব্যাটিং গড়ও দারুণ, ৪৭. ৪০। যুক্তরাষ্ট্র সিরিজে শেষ ম্যাচেও পেয়েছেন দারুণ এক ফিফটি। সৌম্য-তামিমের জুটিও বেশ জমছে। গত চার টি-টোয়েন্টির মধ্যে দুটি ১০০ পেরোনো রানের জুটি গড়েছেন তাঁরা। সেখানে এ বছর ৯৬.৮৭ স্ট্রাইকরেটে ৮ ম্যাচে লিটনের রান ৯৩ রান। ওপেনিংয়ে লিটনের জায়গা নড়বড়ে হলেও একজন ব্যাটার-কিপার প্রশ্নের সমাধান এখনো ভালোভাবে পায়নি বাংলাদেশ।
উইকেটকিপিংয়ের মতো তৃতীয় পেসারের প্রশ্নটাও থেকে গেল। বোলিংয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিন আহমেদকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। শরীফুল-মোস্তাফিজের সঙ্গে দলের তৃতীয় পেসার তানজিম হাসান সাকিবের ওপর আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। তিনি দলের প্রত্যাশা কতটা মেটাতে পারেন, সেই শঙ্কাও থাকছে। শেষ চার টি-টোয়েন্টিতে উইকেট পেয়েছেন মাত্র দুটি। ইকোনমি ৭.৬।
অনেক দিন কথা হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্ট্রাইকরেট নিয়ে। গত পরশু অনুশীলনে শান্ত সহায়তা করছিলেন লিটনকে। সেটি নিয়েও কম ট্রল হয়নি। ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ফিফটি পাওয়া সাকিব আল হাসানের কাছেও বড় ইনিংস পাওনা হয়ে গেছে। আগামী শনিবার নিউইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এসব প্রশ্নের উত্তর খোঁজার আরেকটি সুযোগ পাবেন তাঁরা। এটি একটি প্রস্তুতি ম্যাচ হলেও নিউইয়র্কের বিপুল প্রবাসীর আগ্রহ লড়াইয়ে একটা বাড়তি রং যোগ করতে যথেষ্ট।

বাংলাদেশের ‘রিমাল’ ডালাসে চলে গেল নাকি? রসাত্মক প্রশ্ন হলেও বাস্তবতা অনেকটা এ রকমই। বাংলাদেশে যখন প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে, ডালাসে তখন ঘূর্ণিঝড়ের ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে গতকাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ম্যাচ আর মাঠেই গড়ায়নি। ঝড়বৃষ্টিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ আর খেলা হয়নি শান্ত-সাকিবদের। ডালাস থেকে কিছুটা অতৃপ্তি নিয়ে আজ নিউইয়র্কে যেতে হচ্ছে তাঁদের। ১ জুন সেখানে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে খেলবে বাংলাদেশ। দারুণ এক সুযোগ ছিল প্রস্তুতি ম্যাচে ডালাসের কন্ডিশন-উইকেটের সঙ্গে ভালো ধারণা নেওয়ার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কয়েকটি জায়গায় কিছু উত্তর পাওয়ার দরকার ছিল। লিটন দাস ছন্দে না ফেরায় তাঁকে বেঞ্চে বসিয়েও স্বস্তিতে নেই কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। লিটনের জায়গায় কিপিং করছেন জাকের আলী অনিক। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নিজেদের মাঠে জিম্বাবুয়ে সিরিজে গ্লাভস সামলেছেন জাকের। তবে উইকেটের পেছনে তিনি খুব একটা মুগ্ধ করতে পারেননি। তাঁর ক্যাচ হাতছাড়াও ছিল দৃষ্টিকটু। অনেক ওপরে উঠে যাওয়া বল জমাতে পারেননি গ্লাভসে। জিম্বাবুয়ের পর যুক্তরাষ্ট্র সিরিজেও উইকেটকিপিংয়ে বেশ নড়বড়েই ছিলেন জাকের।
লিটনকে বসিয়ে জাকেরকে একাদশে সুযোগ দেওয়ার আগে হাথুরুকে ভাবাতে পারে তাঁর উইকেটকিপিং দক্ষতা। আবার লিটনকে শুধু কিপিংয়ের কারণে খেলানো বিলাসিতা হবে, যদি তাঁর ব্যাট না হাসে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ওপেনার সৌম্য সরকার, তানজিদ তামিম থাকার পরও লিটনকে একাদশে ফেরায় বাংলাদেশ। বাদ পড়েন জাকের। লিটনকে ওই ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটার হিসেবেই একাদশে নেওয়া হয়েছে।
ব্যাট হাতে ধারাবাহিক উজ্জ্বল তানজিদ তামিম, সৌম্যও ফিরেছেন রানে। লিটনের জায়গায় সুযোগ পেয়ে তামিম এ বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা দিয়েই এরই মধ্যে তিন ফিফটিতে সাত টি-টোয়েন্টিতে ১২৬.৭৩ স্ট্রাইকরেটে দলের দ্বিতীয় সেরা রান সংগ্রাহক (২৩৭) হয়ে গেছেন। ব্যাটিং গড়ও দারুণ, ৪৭. ৪০। যুক্তরাষ্ট্র সিরিজে শেষ ম্যাচেও পেয়েছেন দারুণ এক ফিফটি। সৌম্য-তামিমের জুটিও বেশ জমছে। গত চার টি-টোয়েন্টির মধ্যে দুটি ১০০ পেরোনো রানের জুটি গড়েছেন তাঁরা। সেখানে এ বছর ৯৬.৮৭ স্ট্রাইকরেটে ৮ ম্যাচে লিটনের রান ৯৩ রান। ওপেনিংয়ে লিটনের জায়গা নড়বড়ে হলেও একজন ব্যাটার-কিপার প্রশ্নের সমাধান এখনো ভালোভাবে পায়নি বাংলাদেশ।
উইকেটকিপিংয়ের মতো তৃতীয় পেসারের প্রশ্নটাও থেকে গেল। বোলিংয়ে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা তাসকিন আহমেদকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। শরীফুল-মোস্তাফিজের সঙ্গে দলের তৃতীয় পেসার তানজিম হাসান সাকিবের ওপর আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টকে। তিনি দলের প্রত্যাশা কতটা মেটাতে পারেন, সেই শঙ্কাও থাকছে। শেষ চার টি-টোয়েন্টিতে উইকেট পেয়েছেন মাত্র দুটি। ইকোনমি ৭.৬।
অনেক দিন কথা হচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্ট্রাইকরেট নিয়ে। গত পরশু অনুশীলনে শান্ত সহায়তা করছিলেন লিটনকে। সেটি নিয়েও কম ট্রল হয়নি। ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি ফিফটি পাওয়া সাকিব আল হাসানের কাছেও বড় ইনিংস পাওনা হয়ে গেছে। আগামী শনিবার নিউইয়র্কে ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে এসব প্রশ্নের উত্তর খোঁজার আরেকটি সুযোগ পাবেন তাঁরা। এটি একটি প্রস্তুতি ম্যাচ হলেও নিউইয়র্কের বিপুল প্রবাসীর আগ্রহ লড়াইয়ে একটা বাড়তি রং যোগ করতে যথেষ্ট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৪ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩৬ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে