নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।

দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!

‘এই খেলা দেখার জন্য ৫০ টাকা খরচ করাও লস!’— এ ভাবনায় সিলেটের দর্শকেরা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দেখতে আজ খুব একটা মাঠমুখী হননি। তবে টেলিভিশন কিংবা ফোনে খেলার আপডেট নেওয়ার মানুষের অভাব নেই।
সেখানে নতুন এক অভিজ্ঞতা হলো দেশের ক্রিকেটপ্রেমীদের। সিরিজটা সম্প্রচার করতে কোনো বেসরকারি টেলিভিশনকে পায়নি বিসিবি। অগত্যা বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) উদ্ধার হয়েছে বিসিবি। বিটিভিতে খেলা দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়ছেন। সেই অস্পষ্ট, ঝিরঝির টিভির পর্দা, যারা আধুনিক সম্প্রচার থেকে যেন পড়ে আছে তিন দশক পেছনে!
তবে অনলাইন জগতে আবার বিটিভি গরম! সকাল ১০টা বাজতেই ‘বিটিভি অ্যাপে’ বিরাট চাপ পড়ে গেল। সিলেটের গ্যালারি খাঁ-খাঁ করছে। কিন্তু বিটিভি অ্যাপের রিয়েল টাইম ভিউ তিন লাখ! কিন্তু এত চাপ নিতে অভ্যস্ত নয় বিটিভি। মুহূর্তেই তাই কয়েক লাখ ভিউ নেমে যাচ্ছে কয়েক হাজারে! বিটিভির স্ট্রিমিং ক্র্যাশের কারণ ব্যাখ্যায় বিটিভির এক কর্মী বললেন, ‘ভিউয়ার্স লিমিট ক্রসিং’! আজ সকালেই যাঁরা নিজেদের ফোনে নতুন করে ডাউনলোড করে নিয়েছেন ‘সাদা-কালো সরকারি’ অ্যাপ, তাঁরা সম্প্রচার বিভ্রাটে নিদারুণ হতাশ। এক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘টেস্ট ম্যাচে মাঠ ফাঁকা, আবার অ্যাপে ঢুকলে বিটিভি হ্যাং! কী বলবেন ভাই?’
আধুনিক সময়ে শুধু খেলা সরাসরি দেখিয়েই শেষ হয় না, সম্প্রচার কর্তৃপক্ষ তাদের পণ্যের সর্বোচ্চ মুনাফা তুলতে বাজারজাতকরণে কত যে বৈচিত্র্য এনেছে। খেলার আগে, খেলার ফাঁকে, খেলার পরে—কত ধরনের বিশ্লেষণ আর নিত্যনতুন প্রযুক্তির ব্যবহারে পুরো আয়োজন যেন ব্লকবাস্টার সিনেমা নির্মাণের চেয়ে কম নয়! সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যেন নিয়ে যাচ্ছে সেই নব্বইয়ের দশকে। নেই গ্ল্যামার, নেই অতি উন্নত প্রযুক্তির ব্যবহার, নেই ধারাভাষ্যকারদের অংশগ্রহণে রঙিন সব আয়োজন।
দুপুরে মধ্যাহ্নভোজের বিরতিতে বিটিভিতে যখন লোকসংগীত চলছে, সিলেট স্টেডিয়ামের ধারাভাষ্যকক্ষে তখন ঢুঁ মেরে দেখা গেল অলস সময় কাটছে ধারাভাষ্যকরদের। অথচ এ সময়ে এখন সম্প্রচারকারী কর্তৃপক্ষ ধারাভাষ্যকারদের ব্যস্ত রাখে স্টুডিও শো কিংবা নানা বিশ্লেষণীতে। এবার বিবর্ণ সম্প্রচার অনুমান করতে পেরেই কি ধারাভাষ্যে বাংলাদেশের পরিচিত কণ্ঠ আতহার আলী খান নেই বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শুরুতে।ঘরের মাঠে সিরিজ রেখে তিনি এখন ব্যস্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। আতহার আলী খান দুদিন পর যোগ দেবেন।

দেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু এতটাই পড়ে গেছে, নিজেদের পণ্য ঠিকঠাক বাজারজাত করতে ঘাম ছুটে যাচ্ছে বিসিবির। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ যেভাবে কাঁপছে (১৪৬ রান তুলতেই ৭ উইকেট পড়ে গেছে), ভবিষ্যতে খেলা সম্প্রচার করতে বিটিভিও রাজি হয় কি না কে জানে!

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে