নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

হ্যাটট্রিক হারের পর সিলেট স্ট্রাইকার্সের খেলার প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলেছেন স্থানীয় সমর্থকেরা। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে যেমন সমর্থকদের উপচে পড়া ছিল, আজ ঠিক বিপরীত। একরকম ফাঁকা গ্যালারিতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলছে মাশরাফি বিন মর্তুজার দল।
অল্প কিছু সমর্থক থাকলেও তাঁদের প্রত্যাশা মেটানোর চ্যালেঞ্জ এখন সিলেটের সামনে। নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিংয়ে স্কোরবোর্ডে তারা জমা করেছে ১৩৭ রান। শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে এ রানে নির্ভর করা সহজ হবে না সেটাও পরিষ্কার। জিততে হলে তানজিম হাসান সাকিব, দুশান হেমন্ত, সামিত প্যাটেলদের অসাধারণ কিছুই করতে হবে বল হাতে।
যদিও আজকের ম্যাচটা চমক দিয়েই শুরু হয়েছে। এবারের বিপিএলে টস জিতে ফিল্ডিং নেওয়াকে যেন অবধারিত ব্যাপার বানিয়ে ফেলেছিলেন অধিনায়কেরা। আগের ১২ ম্যাচে এটাই ছিল দৃশ্য। কিন্তু ১৩ তম ম্যাচে টস জিতে সিলেটের অধিনায়ক মাশরাফি সিদ্ধান্ত নিয়েছে আগে ব্যাটিংয়ের।
সিলেটে গত কয়েক ম্যাচে দেখা মিলেছিল রান ফোয়ারার। ফলে আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের সামনে একটা বড় লক্ষ্য ছুড়ে দেওয়াই পরিকল্পনা ছিল সিলেটের। কিন্তু টানা ব্যর্থ হওয়া তাদের দুই ওপেনার শুরুতেই চাপে ফেলে দেন দলকে। দ্বিতীয় ওভারেই পেসার বিলাল খানের তোপে ফেরেন মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত।
ওভারের ২য় বলে বোল্ড হয়ে ১ রানে আউট হন মিঠুন। ৪ ম্যাচ মিলিয়ে এবারের বিপিএলে তাঁর রান ৪৬। শেষ বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে কাটা পড়েন শান্ত (৬)। বিপিএলের সর্বশেষ সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহ শান্ত এবার ৪ ম্যাচে করেছেন ৬০ রান।
তৃতীয় উইকেটে জাকির হাসান ও হ্যারি টেক্টরের ৪৯ বলে ৫৭ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে সিলেট। যদিও রানের চাকা ততটা টি-টোয়েন্টিসুলভ ছিল না। ১১ তম ওভারে জাকিরকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্রেকথ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান। ২৬ বলে ৩১ রান আগে জাকিরের ব্যাট থেকে। তখন দলের রান ৩ উইকেটে ৬৫ রান।
দ্বিতীয় স্পেলে টেক্টরকেও ফেরান বিলাল। থিতু হয়েও দলের স্কোরটা বড় করতে পারেননি এই আইরিশ ক্রিকেটার। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে করেছেন ৪৫ রান। এরপর রায়ান বার্লের ২৯ বলে ৩৪ ও আরিফুল হকের ১২ বলে ১৭ রানের সৌজন্যে ৪ উইকেটে ১৩৭ রান তোলে সিলেট। চট্টগ্রামের হয়ের ওমানের বাঁহাতি পেসার বিলাল ২৪ রানের বিপরীতে নিয়েছেন ৩টি উইকেট।

হ্যাটট্রিক হারের পর সিলেট স্ট্রাইকার্সের খেলার প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলেছেন স্থানীয় সমর্থকেরা। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে যেমন সমর্থকদের উপচে পড়া ছিল, আজ ঠিক বিপরীত। একরকম ফাঁকা গ্যালারিতেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলছে মাশরাফি বিন মর্তুজার দল।
অল্প কিছু সমর্থক থাকলেও তাঁদের প্রত্যাশা মেটানোর চ্যালেঞ্জ এখন সিলেটের সামনে। নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিংয়ে স্কোরবোর্ডে তারা জমা করেছে ১৩৭ রান। শক্তিশালী চট্টগ্রামের বিপক্ষে এ রানে নির্ভর করা সহজ হবে না সেটাও পরিষ্কার। জিততে হলে তানজিম হাসান সাকিব, দুশান হেমন্ত, সামিত প্যাটেলদের অসাধারণ কিছুই করতে হবে বল হাতে।
যদিও আজকের ম্যাচটা চমক দিয়েই শুরু হয়েছে। এবারের বিপিএলে টস জিতে ফিল্ডিং নেওয়াকে যেন অবধারিত ব্যাপার বানিয়ে ফেলেছিলেন অধিনায়কেরা। আগের ১২ ম্যাচে এটাই ছিল দৃশ্য। কিন্তু ১৩ তম ম্যাচে টস জিতে সিলেটের অধিনায়ক মাশরাফি সিদ্ধান্ত নিয়েছে আগে ব্যাটিংয়ের।
সিলেটে গত কয়েক ম্যাচে দেখা মিলেছিল রান ফোয়ারার। ফলে আগে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের সামনে একটা বড় লক্ষ্য ছুড়ে দেওয়াই পরিকল্পনা ছিল সিলেটের। কিন্তু টানা ব্যর্থ হওয়া তাদের দুই ওপেনার শুরুতেই চাপে ফেলে দেন দলকে। দ্বিতীয় ওভারেই পেসার বিলাল খানের তোপে ফেরেন মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত।
ওভারের ২য় বলে বোল্ড হয়ে ১ রানে আউট হন মিঠুন। ৪ ম্যাচ মিলিয়ে এবারের বিপিএলে তাঁর রান ৪৬। শেষ বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে কাটা পড়েন শান্ত (৬)। বিপিএলের সর্বশেষ সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহ শান্ত এবার ৪ ম্যাচে করেছেন ৬০ রান।
তৃতীয় উইকেটে জাকির হাসান ও হ্যারি টেক্টরের ৪৯ বলে ৫৭ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে সিলেট। যদিও রানের চাকা ততটা টি-টোয়েন্টিসুলভ ছিল না। ১১ তম ওভারে জাকিরকে ফিরিয়ে চট্টগ্রামকে ব্রেকথ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান। ২৬ বলে ৩১ রান আগে জাকিরের ব্যাট থেকে। তখন দলের রান ৩ উইকেটে ৬৫ রান।
দ্বিতীয় স্পেলে টেক্টরকেও ফেরান বিলাল। থিতু হয়েও দলের স্কোরটা বড় করতে পারেননি এই আইরিশ ক্রিকেটার। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪২ বলে করেছেন ৪৫ রান। এরপর রায়ান বার্লের ২৯ বলে ৩৪ ও আরিফুল হকের ১২ বলে ১৭ রানের সৌজন্যে ৪ উইকেটে ১৩৭ রান তোলে সিলেট। চট্টগ্রামের হয়ের ওমানের বাঁহাতি পেসার বিলাল ২৪ রানের বিপরীতে নিয়েছেন ৩টি উইকেট।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৩ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৫ ঘণ্টা আগে