ক্রীড়া ডেস্ক

ব্রায়ান লারার রেকর্ডটা ভিয়ান মুল্ডার প্রায় ভেঙেই দিয়েছিলেন। যখন মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক ছিলেন, চাইলে ৩৪ রান বেশি করে ইনিংস ঘোষণা করতে পারতেন। কিন্তু আকস্মিকভাবেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন মুল্ডার।
৭ জুলাই টেস্টের দ্বিতীয় দিনে মুল্ডার যখন ৩৬৭ রান করে থেমে গিয়েছিলেন, তখন সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে দেখা গিয়েছিল হাহাকার। ইশ! লারার ৪০০ রানের রেকর্ডটা তো তিনি (মুল্ডার) ভাঙতেই পারতেন—ভক্ত-সমর্থকদের কথার ধরন ছিল এমনই। লারাও চেয়েছিলেন, তাঁর ৪০০ রানের এভারেস্টটা মুল্ডার ভেঙে দিতেন। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে টেস্টের অফিশিয়াল সম্প্রচারক সুপারস্পোর্ট ক্রিকেট আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে যে রিলস ছেড়েছে, সেখানে জানা গেছে মজার এক তথ্য। মুল্ডার বলেন, ‘আমার সঙ্গে লারার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘তুমি তোমার একটা লিগ্যাসি তৈরি করছ এবং তোমার এই রেকর্ড ভাঙা উচিত। রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। যদি আবার কখনো আমার চেয়ে বেশি রান করার সুযোগ আসে, তাহলে সেই সুযোগটা কাজে লাগাবে।’’
৩৬৭ রান করে টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে মুল্ডার। সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা নিজের করে নেওয়ার এত কাছাকাছি গিয়েও যে ভাঙলেন না, সেটাই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘এটা খুবই বিশেষ এক ঘটনা। এমন কিছু আমি স্বপ্নেও কল্পনা করেননি। তার (লারা) জায়গা থেকে এটা মজার একটা ব্যাপার। তবে আমার বিশ্বাস, ঠিক কাজটাই আমি করেছিলাম। খেলাটাকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ।’
কেশব মহারাজ না খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েছিলেন মুল্ডার। ৩৬৭ রান করে টেস্টে নেতৃত্বের অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন তিনি। ৪০০ রানের রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েও না ভাঙার ব্যাপারে মুল্ডার সেদিন জানিয়েছিলেন, লারাকে সম্মান জানাতেই মূলত সেখানে (৩৬৭) থেমে গিয়েছিলেন। মুল্ডারের রেকর্ড গড়া টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৩৬ রানে জিতেছিল। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো পেয়েছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ৫৩৭ রান ও ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি।

ব্রায়ান লারার রেকর্ডটা ভিয়ান মুল্ডার প্রায় ভেঙেই দিয়েছিলেন। যখন মুল্ডার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অধিনায়ক ছিলেন, চাইলে ৩৪ রান বেশি করে ইনিংস ঘোষণা করতে পারতেন। কিন্তু আকস্মিকভাবেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন মুল্ডার।
৭ জুলাই টেস্টের দ্বিতীয় দিনে মুল্ডার যখন ৩৬৭ রান করে থেমে গিয়েছিলেন, তখন সামাজিকমাধ্যমে তাঁকে নিয়ে দেখা গিয়েছিল হাহাকার। ইশ! লারার ৪০০ রানের রেকর্ডটা তো তিনি (মুল্ডার) ভাঙতেই পারতেন—ভক্ত-সমর্থকদের কথার ধরন ছিল এমনই। লারাও চেয়েছিলেন, তাঁর ৪০০ রানের এভারেস্টটা মুল্ডার ভেঙে দিতেন। দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে টেস্টের অফিশিয়াল সম্প্রচারক সুপারস্পোর্ট ক্রিকেট আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে যে রিলস ছেড়েছে, সেখানে জানা গেছে মজার এক তথ্য। মুল্ডার বলেন, ‘আমার সঙ্গে লারার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, ‘তুমি তোমার একটা লিগ্যাসি তৈরি করছ এবং তোমার এই রেকর্ড ভাঙা উচিত। রেকর্ড তো গড়াই হয় রেকর্ড ভাঙার জন্য। যদি আবার কখনো আমার চেয়ে বেশি রান করার সুযোগ আসে, তাহলে সেই সুযোগটা কাজে লাগাবে।’’
৩৬৭ রান করে টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় পাঁচে মুল্ডার। সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা নিজের করে নেওয়ার এত কাছাকাছি গিয়েও যে ভাঙলেন না, সেটাই তাঁর কাছে সঠিক সিদ্ধান্ত মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘এটা খুবই বিশেষ এক ঘটনা। এমন কিছু আমি স্বপ্নেও কল্পনা করেননি। তার (লারা) জায়গা থেকে এটা মজার একটা ব্যাপার। তবে আমার বিশ্বাস, ঠিক কাজটাই আমি করেছিলাম। খেলাটাকে সম্মান করা খুব গুরুত্বপূর্ণ।’
কেশব মহারাজ না খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হয়েছিলেন মুল্ডার। ৩৬৭ রান করে টেস্টে নেতৃত্বের অভিষেকেই সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন তিনি। ৪০০ রানের রেকর্ড ভাঙার কাছাকাছি গিয়েও না ভাঙার ব্যাপারে মুল্ডার সেদিন জানিয়েছিলেন, লারাকে সম্মান জানাতেই মূলত সেখানে (৩৬৭) থেমে গিয়েছিলেন। মুল্ডারের রেকর্ড গড়া টেস্টে দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৩৬ রানে জিতেছিল। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তো পেয়েছিলেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ৫৩৭ রান ও ৭ উইকেট নিয়ে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন তিনি।

মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৮ মিনিট আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
১ ঘণ্টা আগে
পার্থ স্করচার্সের পর সিডনি থান্ডারের বিপক্ষে উইকেটের দেখা পাননি রিশাদ হোসেন। টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে বল হাতে নিজের সেরাটাই দিলেন এই লেগস্পিনার। দুর্দান্ত বোলিংয়ে আজ ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন বোলিংয়ের পর হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিসের প্রশংসা ক
২ ঘণ্টা আগে
১২৯ রানের লক্ষ্য বর্তমান টি-টোয়েন্টির বিচারে আহামরি কিছু নয়। তবে কখনো কখনো বোলাররা এতটাই দাপট দেখান যে ব্যাটারদের রান করতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচটা হয়েছে এমনই। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে চট্টগ্রাম।
২ ঘণ্টা আগে