ক্রীড়া ডেস্ক

সেন্ট ভিনসেন্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমতায় ফেরার ম্যাচ। সিরিজের হিসেব না হয় বাদই থাকল। আগামীকাল যে দল ম্যাচটি হারবে, একটি বিব্রতকর রেকর্ডে তাদের নাম উঠবে। টি-টোয়েন্টিতে ১০৭ ম্যাচ হেরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যৌথভাবে শীর্ষে। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজিত দল ১০৮ ম্যাচ হেরে বিব্রতকর রেকর্ডে এককভাবে সবার ওপরে উঠবে।
ম্যাচ হারের রেকর্ডে কে এগিয়ে যাবে, সেটা আগামীকাল জানা যাবে। তবে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৭ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৪ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.৪৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ ১৮০ টি-টোয়েন্টি খেলে ৬৯ ম্যাচ জিতেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৩৩ শতাংশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিও হবে সেন্ট ভিনসেন্টে। এই ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।
টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। পাঁচে থাকা পাকিস্তান এই সংস্করণে হেরেছে ৯৮ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা পাঁচ দল
ম্যাচ
বাংলাদেশ ১০৭
ওয়েস্ট ইন্ডিজ ১০৭
শ্রীলঙ্কা ১০৪
জিম্বাবুয়ে ১০৩
পাকিস্তান ৯৮
*২০২৪-এর ১৭ ডিসেম্বর পর্যন্ত

সেন্ট ভিনসেন্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমতায় ফেরার ম্যাচ। সিরিজের হিসেব না হয় বাদই থাকল। আগামীকাল যে দল ম্যাচটি হারবে, একটি বিব্রতকর রেকর্ডে তাদের নাম উঠবে। টি-টোয়েন্টিতে ১০৭ ম্যাচ হেরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যৌথভাবে শীর্ষে। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজিত দল ১০৮ ম্যাচ হেরে বিব্রতকর রেকর্ডে এককভাবে সবার ওপরে উঠবে।
ম্যাচ হারের রেকর্ডে কে এগিয়ে যাবে, সেটা আগামীকাল জানা যাবে। তবে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৭ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৪ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.৪৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ ১৮০ টি-টোয়েন্টি খেলে ৬৯ ম্যাচ জিতেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৩৩ শতাংশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিও হবে সেন্ট ভিনসেন্টে। এই ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।
টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। পাঁচে থাকা পাকিস্তান এই সংস্করণে হেরেছে ৯৮ ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা পাঁচ দল
ম্যাচ
বাংলাদেশ ১০৭
ওয়েস্ট ইন্ডিজ ১০৭
শ্রীলঙ্কা ১০৪
জিম্বাবুয়ে ১০৩
পাকিস্তান ৯৮
*২০২৪-এর ১৭ ডিসেম্বর পর্যন্ত

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে