ক্রীড়া ডেস্ক

এবারের জিম্বাবুয়ে সফরে মাঠের পারফরম্যান্স দারুণ হলেও চোট যে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পিছু ছাড়ছে না। গ্লেন ফিলিপস দু্ই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন আগেই। পরবর্তীতে নাথান স্মিথ ছিটকে গেলেন দ্বিতিয় টেস্টের দল থেকে। এবার স্মিথের সঙ্গে সেই তালিকায় যুক্ত হলেন উইলিওয়াম ও রুর্ক।
পিঠের চোটে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ও রুর্ক । বাড়তি চিকিৎসার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। ও রুর্কের পরিবর্তে বেন লিস্টার কাভার হিসেবে ডাক পেয়েছেন। বুলাওয়েতে গত সপ্তাহে প্রথম টেস্টের তৃতীয় দিনেই পিঠে ব্যথা অনুভব করছিলেন ও’রুর্ক। দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম বলেন, ‘আশা করি, এটা (ও রুর্কের চোট) গুরুতর কিছু নয়। পরের ছয়-সাত মাস তো বটেই, টেস্টের হিসেব করলে আগামী বছরে আমাদের অনেক ম্যাচ রয়েছে। অনেক বড় সফর রয়েছে। আমাদের দলের জন্য সে গুরুত্বপূর্ণ। সে সুস্থ আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। শিগগিরই সে মাঠে ফিরবে বলে আমাদের আশা।’
স্মিথ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন তলপেটের ব্যথার কারণে। বুলাওয়েতে প্রথম টেস্ট চলার সময়ই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে জাকারি ফুকসকে। ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও ফুকস কখনোই টেস্ট খেলেননি। বেন লিস্টারের অবস্থাও ফুকসের মতোই। ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত ৩ ওয়ানডে ও ১২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন লিস্টার। বুলাওয়েতে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।
বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গত সপ্তাহে তিন দিনে শেষ হয়েছে। ৯ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ৯০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি। প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই টেস্টে স্মিথ ও ও রুর্ক পেয়েছেন তিনটি করে উইকেট।

এবারের জিম্বাবুয়ে সফরে মাঠের পারফরম্যান্স দারুণ হলেও চোট যে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পিছু ছাড়ছে না। গ্লেন ফিলিপস দু্ই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন আগেই। পরবর্তীতে নাথান স্মিথ ছিটকে গেলেন দ্বিতিয় টেস্টের দল থেকে। এবার স্মিথের সঙ্গে সেই তালিকায় যুক্ত হলেন উইলিওয়াম ও রুর্ক।
পিঠের চোটে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন ও রুর্ক । বাড়তি চিকিৎসার জন্য তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। ও রুর্কের পরিবর্তে বেন লিস্টার কাভার হিসেবে ডাক পেয়েছেন। বুলাওয়েতে গত সপ্তাহে প্রথম টেস্টের তৃতীয় দিনেই পিঠে ব্যথা অনুভব করছিলেন ও’রুর্ক। দ্বিতীয় টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম বলেন, ‘আশা করি, এটা (ও রুর্কের চোট) গুরুতর কিছু নয়। পরের ছয়-সাত মাস তো বটেই, টেস্টের হিসেব করলে আগামী বছরে আমাদের অনেক ম্যাচ রয়েছে। অনেক বড় সফর রয়েছে। আমাদের দলের জন্য সে গুরুত্বপূর্ণ। সে সুস্থ আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। শিগগিরই সে মাঠে ফিরবে বলে আমাদের আশা।’
স্মিথ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে গেছেন তলপেটের ব্যথার কারণে। বুলাওয়েতে প্রথম টেস্ট চলার সময়ই তিনি পেটে ব্যথা অনুভব করছিলেন। তাঁর বদলি হিসেবে নেওয়া হয়েছে জাকারি ফুকসকে। ওয়ানডে, টি-টোয়েন্টি খেললেও ফুকস কখনোই টেস্ট খেলেননি। বেন লিস্টারের অবস্থাও ফুকসের মতোই। ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত ৩ ওয়ানডে ও ১২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন লিস্টার। বুলাওয়েতে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট।
বুলাওয়েতে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট গত সপ্তাহে তিন দিনে শেষ হয়েছে। ৯ উইকেটে জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। ৯০ রানে ৯ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি। প্রথম ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। এই টেস্টে স্মিথ ও ও রুর্ক পেয়েছেন তিনটি করে উইকেট।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৩ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৪ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৫ ঘণ্টা আগে