ক্রীড়া ডেস্ক

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
ওয়ানডেতে এর আগে দুইবার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন। সেই দুইটা ছিল ২০১৪ ও ২০২২ সালে। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে অবশেষে সেই অপেক্ষাও তাঁর ফুরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের এই পেসার তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন গত পরশু চতুর্থ দিনে। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের দুই দিন পর আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন। তাঁর রেটিং ৩৮৩।
তাসকিনের এগোনোর দিন আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি-অবনতি দুটিই হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন মুমিনুল হক ও লিটন দাস। ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩২ নম্বরে অবস্থান করছেন লিটন। অ্যান্টিগায় সদ্য সমাপ্ত টেস্টে তিনি করেছেন ৬২ রান (৪০ ও ২২)। একই সিরিজের প্রথম টেস্টে ফিফটি করার পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ মুমিনুল এখন টেস্ট র্যাঙ্কিংয়ে ৪৭তম ব্যাটার। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের রেটিং ৫৩৭। লিটনের সমান ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিমও টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন ৩২ নম্বরে। তবে মুশফিক পিছিয়েছেন এক ধাপ। চোটে পড়ায় তিনি খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের অবনতি হয়েছে বোলিং র্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে নেমে গেছেন তাইজুল। তাঁর রেটিং পয়েন্ট ৬২১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বাঁহাতি স্পিনার পেয়েছেন ২ উইকেট। খরচ করেছেন ১৩৬ রান। মিরাজ এক ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২৬ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশ অধিনায়ক অ্যান্টিগা টেস্টে পেয়েছেন ৪ উইকেট। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট
বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি-অবনতির দিনে হারানো সিংহাসন ফিরে পেয়েছেন জসপ্রীত বুমরা। ২ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে এখন বুমরা। ৮৮৩ রেটিং পয়েন্ট এখন ভারতীয় তারকা পেসারের। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭২ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় পার্থ টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন বুমরা। ৮৭২ ও ৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে কাগিসো রাবাদা ও জশ হ্যাজলউড। রাবাদা, হ্যাজলউড দুই জনেই এক ধাপ করে পিছিয়েছেন।
৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ধাপ এগিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে এখন দুই নম্বর ব্যাটার যশস্বী জয়সওয়াল। ভারতীয় বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৮২৫। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬১ রান করে রেকর্ড বই তছনছ করেন জয়সওয়াল। এক ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন তিনে কেইন উইলিয়ামসন। কিউই এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৮০৪।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
ওয়ানডেতে এর আগে দুইবার ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন তাসকিন। সেই দুইটা ছিল ২০১৪ ও ২০২২ সালে। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে অবশেষে সেই অপেক্ষাও তাঁর ফুরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের এই পেসার তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন গত পরশু চতুর্থ দিনে। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের দুই দিন পর আজ আইসিসি সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করলে দেখা যায়, ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন। তাঁর রেটিং ৩৮৩।
তাসকিনের এগোনোর দিন আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি-অবনতি দুটিই হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন মুমিনুল হক ও লিটন দাস। ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৩২ নম্বরে অবস্থান করছেন লিটন। অ্যান্টিগায় সদ্য সমাপ্ত টেস্টে তিনি করেছেন ৬২ রান (৪০ ও ২২)। একই সিরিজের প্রথম টেস্টে ফিফটি করার পর দ্বিতীয় ইনিংসে ব্যর্থ মুমিনুল এখন টেস্ট র্যাঙ্কিংয়ে ৪৭তম ব্যাটার। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের রেটিং ৫৩৭। লিটনের সমান ৫৯৯ রেটিং পয়েন্ট নিয়ে মুশফিকুর রহিমও টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন ৩২ নম্বরে। তবে মুশফিক পিছিয়েছেন এক ধাপ। চোটে পড়ায় তিনি খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ।
তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের অবনতি হয়েছে বোলিং র্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে নেমে গেছেন তাইজুল। তাঁর রেটিং পয়েন্ট ৬২১। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বাঁহাতি স্পিনার পেয়েছেন ২ উইকেট। খরচ করেছেন ১৩৬ রান। মিরাজ এক ধাপ পিছিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ২৬ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশ অধিনায়ক অ্যান্টিগা টেস্টে পেয়েছেন ৪ উইকেট। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট
বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি-অবনতির দিনে হারানো সিংহাসন ফিরে পেয়েছেন জসপ্রীত বুমরা। ২ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে এখন বুমরা। ৮৮৩ রেটিং পয়েন্ট এখন ভারতীয় তারকা পেসারের। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৭২ রানে ৮ উইকেট নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা না থাকায় পার্থ টেস্টে ভারতের অধিনায়ক ছিলেন বুমরা। ৮৭২ ও ৮৬০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে কাগিসো রাবাদা ও জশ হ্যাজলউড। রাবাদা, হ্যাজলউড দুই জনেই এক ধাপ করে পিছিয়েছেন।
৯০৩ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। দুই ধাপ এগিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে এখন দুই নম্বর ব্যাটার যশস্বী জয়সওয়াল। ভারতীয় বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৮২৫। পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬১ রান করে রেকর্ড বই তছনছ করেন জয়সওয়াল। এক ধাপ পিছিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন তিনে কেইন উইলিয়ামসন। কিউই এই ব্যাটারের রেটিং পয়েন্ট ৮০৪।

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
১১ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
১২ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১২ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১৩ ঘণ্টা আগে