নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে আর না থাকার কথা জেমি সিডন্স নিজেই আজ জানিয়েছেন। তাহলে জাতীয় দলে ব্যাটিং পরামর্শক হিসেবে কে কাজ করবেন? আজ মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, চন্ডিকা হাথুরুসিংহেই এই দায়িত্ব পালন করবেন।
বিসিবির পরিচালক সুজন বলেছেন, ‘হাথু তো নিজেই ব্যাটিং পরামর্শক। এত লোকের দরকার কী আসলে। আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুর কাজটা কী আসলে। অবশ্যই হেড কোচ প্লাস ব্যাটিং কোচ। অবশ্যই ওর বিশেষত্ব ব্যাটিংয়েই।’
জেমি সিডন্স জানিয়েছেন, তিনি জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন। এ নিয়ে সুজন বলেছেন, ‘জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ, সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মূলত দরকার প্ল্যাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে ভালো ফল পাব আমি মনে করি।’
সম্প্রতি বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিক পোথাসকে। ইংল্যান্ডে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। তাঁর দায়িত্ব নিয়ে সুজন বললেন, ‘ওর (পোথাস) দায়িত্ব ঠিক করবে হাথুরুসিংহে। ওর বিশেষত্ব ফিল্ডিংয়ে, সেখানে সহায়তা করবে। তার যে অভিজ্ঞতা সেটা অবশ্যই সহায়তা করবে। আমাদের জন্য বড় কাজে লাগবে।’ জাতীয় দলের জন্য নতুন করে ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সুজন। একই সঙ্গে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ এই সংস্করণে এখন বেটার দল। ৩-০ ছাড়া আর কিছু দেখছি না আসলে।’

বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে আর না থাকার কথা জেমি সিডন্স নিজেই আজ জানিয়েছেন। তাহলে জাতীয় দলে ব্যাটিং পরামর্শক হিসেবে কে কাজ করবেন? আজ মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচ শেষে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, চন্ডিকা হাথুরুসিংহেই এই দায়িত্ব পালন করবেন।
বিসিবির পরিচালক সুজন বলেছেন, ‘হাথু তো নিজেই ব্যাটিং পরামর্শক। এত লোকের দরকার কী আসলে। আমাদের বোলিং কোচ আছে অ্যালান ডোনাল্ড, ফিল্ডিং কোচ আছে, আমাদের স্পিন বোলিং পরামর্শক আছে। তাহলে হাথুর কাজটা কী আসলে। অবশ্যই হেড কোচ প্লাস ব্যাটিং কোচ। অবশ্যই ওর বিশেষত্ব ব্যাটিংয়েই।’
জেমি সিডন্স জানিয়েছেন, তিনি জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন। এ নিয়ে সুজন বলেছেন, ‘জেমি তো কাজ করতে চায়, আমাদের জুনিয়র লেভেলে। আমাদের জন্য বড় একটা ব্যাপার। কারণ, সে নিজেই চাচ্ছে। ও যদি কাজ করে, আমাদের যেটা মূলত দরকার প্ল্যাটফর্মে। সেই জায়গায় জেমি যদি কাজ করে তাহলে ভালো ফল পাব আমি মনে করি।’
সম্প্রতি বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নিক পোথাসকে। ইংল্যান্ডে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। তাঁর দায়িত্ব নিয়ে সুজন বললেন, ‘ওর (পোথাস) দায়িত্ব ঠিক করবে হাথুরুসিংহে। ওর বিশেষত্ব ফিল্ডিংয়ে, সেখানে সহায়তা করবে। তার যে অভিজ্ঞতা সেটা অবশ্যই সহায়তা করবে। আমাদের জন্য বড় কাজে লাগবে।’ জাতীয় দলের জন্য নতুন করে ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সুজন। একই সঙ্গে আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ এই সংস্করণে এখন বেটার দল। ৩-০ ছাড়া আর কিছু দেখছি না আসলে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে