ক্রীড়া ডেস্ক

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে মুশফিকুর রহিমের উদ্যাপন ছিল দেখার মতো। তবে শান্তর পর গল টেস্টের প্রথম দিন অসাধারণ সেঞ্চুরি পেয়েছেন মুশফিকও। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ ইনিংস পর তিন অঙ্কের ফিগার ছুঁলেন এ উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন সিজদায় অবনত হয়ে। সব সংস্করণ মিলিয়ে ২১ তম সেঞ্চুরি এটি মুশফিকের। ম্যাচ শেষে জানালেন, ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩৮ বছর বয়সী ক্রিকেটারের কাছে এই আর বিশেষ কিছু নয়।
দিন শেষে স্কোর সমৃদ্ধ হলেও ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল অস্বস্তির। ৪৫ রানে হারায় টপ অর্ডারের ৩ উইকেট। চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের ২৪৭* রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। ১২তম টেস্ট সেঞ্চুরি করে ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসে মেরেছেন ৫ চার। তবে খাদ থেকে থেকে দলকে টেনে তোলার দায়িত্ব ক্যারিয়ারের অনেকবারই নিয়েছেন। আজও লড়াই করেছেন বুক চিতিয়ে।
তাই হয়তো মুশফিকের কাছে এই সেঞ্চুরি বিশেষ কিছু নয়। তবে ক্যারিয়ারের শেষটা তিনি উপভোগই করছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ‘এই সেঞ্চুরি আমার জন্য বিশেষ কিছু না। ক্যারিয়ারের শেষদিকে এসে আমার কাছে প্রতিটি ইনিংসই বিশেষ কিছু। চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। শতভাগ প্রস্তুতি নেওয়ার। আমার সামনে যে সুযোগ আসে আমি তা নিতে চেষ্টা করি। তো অনেক সময় হয় অনেক সময় হয় না।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৩ সালে এই গলে আন্তর্জাতিক স্টেডিয়ামেই ২০০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের হয়েও প্রথম ডাবল সেঞ্চুরি ছিল সেটি। বিশেষ ইনিংস তো আগেই খেলে ফেলেছেন তিনি। এ উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘গল বিশেষ বলতে স্বাভাবিক। যখন বাংলাদেশের (প্রথম) ক্রিকেটার হিসেবে দ্বিশতক করবেন, এটা সব সময় বিশেষ। আমাদের একটা প্রজন্মকে ধাপে ধাপে ওপরে নিয়ে যেতে হবে। তারা ওটার পর নিশ্চয় বিশ্বাস করতে শুরু করেছে, এরপরও ২০০ করা যায়। এখন কেউ আড়াই শ বা ৩০০ করবে। আমরা যেন এভাবেই ধাপে ধাপে ওপরে উঠতে পারি। সিনিয়র ক্রিকেটার হিসেবে এভাবে দলকে নেতৃত্ব দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।’
দ্রুত তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের ২৪৭* রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। ২০১৮ সালে লিটন দাস ও মুমিনুল হক চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন। সব মিলিয়ে টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৮ সালে মুশফিক ও মুমিনুল হক চতুর্থ উইকেটে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২৬৬ রান।

নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরিতে মুশফিকুর রহিমের উদ্যাপন ছিল দেখার মতো। তবে শান্তর পর গল টেস্টের প্রথম দিন অসাধারণ সেঞ্চুরি পেয়েছেন মুশফিকও। আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ ইনিংস পর তিন অঙ্কের ফিগার ছুঁলেন এ উইকেটরক্ষক ব্যাটার। সেঞ্চুরি করে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানালেন সিজদায় অবনত হয়ে। সব সংস্করণ মিলিয়ে ২১ তম সেঞ্চুরি এটি মুশফিকের। ম্যাচ শেষে জানালেন, ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে ৩৮ বছর বয়সী ক্রিকেটারের কাছে এই আর বিশেষ কিছু নয়।
দিন শেষে স্কোর সমৃদ্ধ হলেও ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ছিল অস্বস্তির। ৪৫ রানে হারায় টপ অর্ডারের ৩ উইকেট। চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের ২৪৭* রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় অতিথিরা। ১২তম টেস্ট সেঞ্চুরি করে ১৮৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন তিনি। ইনিংসে মেরেছেন ৫ চার। তবে খাদ থেকে থেকে দলকে টেনে তোলার দায়িত্ব ক্যারিয়ারের অনেকবারই নিয়েছেন। আজও লড়াই করেছেন বুক চিতিয়ে।
তাই হয়তো মুশফিকের কাছে এই সেঞ্চুরি বিশেষ কিছু নয়। তবে ক্যারিয়ারের শেষটা তিনি উপভোগই করছেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ‘এই সেঞ্চুরি আমার জন্য বিশেষ কিছু না। ক্যারিয়ারের শেষদিকে এসে আমার কাছে প্রতিটি ইনিংসই বিশেষ কিছু। চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। শতভাগ প্রস্তুতি নেওয়ার। আমার সামনে যে সুযোগ আসে আমি তা নিতে চেষ্টা করি। তো অনেক সময় হয় অনেক সময় হয় না।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। ২০১৩ সালে এই গলে আন্তর্জাতিক স্টেডিয়ামেই ২০০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের হয়েও প্রথম ডাবল সেঞ্চুরি ছিল সেটি। বিশেষ ইনিংস তো আগেই খেলে ফেলেছেন তিনি। এ উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘গল বিশেষ বলতে স্বাভাবিক। যখন বাংলাদেশের (প্রথম) ক্রিকেটার হিসেবে দ্বিশতক করবেন, এটা সব সময় বিশেষ। আমাদের একটা প্রজন্মকে ধাপে ধাপে ওপরে নিয়ে যেতে হবে। তারা ওটার পর নিশ্চয় বিশ্বাস করতে শুরু করেছে, এরপরও ২০০ করা যায়। এখন কেউ আড়াই শ বা ৩০০ করবে। আমরা যেন এভাবেই ধাপে ধাপে ওপরে উঠতে পারি। সিনিয়র ক্রিকেটার হিসেবে এভাবে দলকে নেতৃত্ব দেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।’
দ্রুত তিন উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে শান্ত ও মুশফিকের ২৪৭* রানের অবিচ্ছিন্ন রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। ২০১৮ সালে লিটন দাস ও মুমিনুল হক চতুর্থ উইকেটে ১৮০ রানের জুটি গড়েছিলেন। সব মিলিয়ে টেস্টে চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। ২০১৮ সালে মুশফিক ও মুমিনুল হক চতুর্থ উইকেটে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন ২৬৬ রান।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৫ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১০ ঘণ্টা আগে