
দ্বিতীয় দিনটা এর চেয়ে ভালোভাবে পার করতে পারত না বাংলাদেশ। লাঞ্চের আগেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে শুরু। লাঞ্চের আগের অংশটা বোলারদের হলে দিনের বাকি অংশটা ব্যাটারদের। শুরুটা দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামকে দিয়ে।
৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেট জুটিটাই আসলে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে দারুণ একটা দিনের সাক্ষী করেছে বাংলাদেশকে। সেঞ্চুরি ছাড়ানো জুটির পর ৬৪ রানে নাজমুল হোসেন শান্ত বিদায় নিলেও ধৈর্যের প্রতিমূর্তি হয়ে এখনো টিকে আছেন জয়।
দিন শেষে অপরাজিত ৭০ রানের ইনিংসে জয় বল খেলেছেন ২১১টি। ট্রেন্ট বোল্ট-নিল ওয়াগনারদের সুইং আর বাউন্স সামলে এতগুলো বল খেলে একটা রেকর্ডেও নিজের নাম লিখিয়ে নিয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের আগে কোনো বাংলাদেশি ওপেনার এতগুলো বল খেলতে পারেননি। ২০০৮ সালে সর্বোচ্চ ডানেডিনে জুনায়েদ সিদ্দিকীর ১৪৪ বলই এত দিনে শীর্ষে ছিল।
এমন একটি ইনিংসের পর স্বাভাবিকভাবে সবার প্রশংসা পাচ্ছেন জয়। যেভাবে বোল্ট-সাউদিদের সুইং আর ওয়াগনারের শরীর তাক করা শর্ট বল সামলেছেন, দেখে অবশ্য বোঝার উপায় নেই, মাত্রই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন, তা-ও নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে।
দিনের খেলা শেষে মেহেদি হাসান মিরাজের কণ্ঠে তাই জয়ের বন্দনা। ওপেনিংয়ে লম্বা সময় পর এমন একটা ইনিংস নিয়ে বাংলাদেশ স্পিনার বললেন, ‘জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন, এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। কন্ডিশনের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার। ওখানে ভালো খেলেছে, তারপর ঘরোয়াতে ভালো খেলে জাতীয় দলে এসেছে। মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে।’
নিউজিল্যান্ডের চেয়ের এখনো ১৫৩ রান পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের বড় স্বস্তি, হাতে এখনো ৮ উইকেট আছে। টেস্ট ক্রিকেটে টপ অর্ডারের রান করা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আরেকবার দেখা গেল আজ। জয়-শান্তর জুটিটা সেদিক দিয়ে উদাহরণ হয়ে থাকবে। টপ অর্ডার থেকে বেশ কিছুদিন রান পাচ্ছিল না বাংলাদেশ। দুজনের জুটি যে দলের ড্রেসিংরুম ঠান্ডা রেখেছিল, সেটা জানালেন মিরাজ, ‘দুজনের জুটিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। বেশ কিছুদিন ধরে আমাদের ওপর থেকে কোনো জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

দ্বিতীয় দিনটা এর চেয়ে ভালোভাবে পার করতে পারত না বাংলাদেশ। লাঞ্চের আগেই নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে শুরু। লাঞ্চের আগের অংশটা বোলারদের হলে দিনের বাকি অংশটা ব্যাটারদের। শুরুটা দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামকে দিয়ে।
৪৩ রানে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেট জুটিটাই আসলে দেশের বাইরে টেস্ট ক্রিকেটে দারুণ একটা দিনের সাক্ষী করেছে বাংলাদেশকে। সেঞ্চুরি ছাড়ানো জুটির পর ৬৪ রানে নাজমুল হোসেন শান্ত বিদায় নিলেও ধৈর্যের প্রতিমূর্তি হয়ে এখনো টিকে আছেন জয়।
দিন শেষে অপরাজিত ৭০ রানের ইনিংসে জয় বল খেলেছেন ২১১টি। ট্রেন্ট বোল্ট-নিল ওয়াগনারদের সুইং আর বাউন্স সামলে এতগুলো বল খেলে একটা রেকর্ডেও নিজের নাম লিখিয়ে নিয়েছেন। নিউজিল্যান্ডের মাটিতে জয়ের আগে কোনো বাংলাদেশি ওপেনার এতগুলো বল খেলতে পারেননি। ২০০৮ সালে সর্বোচ্চ ডানেডিনে জুনায়েদ সিদ্দিকীর ১৪৪ বলই এত দিনে শীর্ষে ছিল।
এমন একটি ইনিংসের পর স্বাভাবিকভাবে সবার প্রশংসা পাচ্ছেন জয়। যেভাবে বোল্ট-সাউদিদের সুইং আর ওয়াগনারের শরীর তাক করা শর্ট বল সামলেছেন, দেখে অবশ্য বোঝার উপায় নেই, মাত্রই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন, তা-ও নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে।
দিনের খেলা শেষে মেহেদি হাসান মিরাজের কণ্ঠে তাই জয়ের বন্দনা। ওপেনিংয়ে লম্বা সময় পর এমন একটা ইনিংস নিয়ে বাংলাদেশ স্পিনার বললেন, ‘জয় অনেক ভালো ব্যাট করেছে, ইতিবাচক ছিল। ও যে নতুন, এটা ওর ব্যাটিং দেখে মনেই হচ্ছিল না। কন্ডিশনের সঙ্গে খুব ভালো মানিয়ে নিয়েছে। আমরা জানি জয় খুব ভালো খেলোয়াড়। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার। ওখানে ভালো খেলেছে, তারপর ঘরোয়াতে ভালো খেলে জাতীয় দলে এসেছে। মাত্রই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে।’
নিউজিল্যান্ডের চেয়ের এখনো ১৫৩ রান পিছিয়ে বাংলাদেশ। বাংলাদেশের বড় স্বস্তি, হাতে এখনো ৮ উইকেট আছে। টেস্ট ক্রিকেটে টপ অর্ডারের রান করা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আরেকবার দেখা গেল আজ। জয়-শান্তর জুটিটা সেদিক দিয়ে উদাহরণ হয়ে থাকবে। টপ অর্ডার থেকে বেশ কিছুদিন রান পাচ্ছিল না বাংলাদেশ। দুজনের জুটি যে দলের ড্রেসিংরুম ঠান্ডা রেখেছিল, সেটা জানালেন মিরাজ, ‘দুজনের জুটিটা আমাদের জন্য খুব ভালো হয়েছে। বেশ কিছুদিন ধরে আমাদের ওপর থেকে কোনো জুটি হচ্ছিল না। এই জুটিটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে