
এবারের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও তাদের বিদায় ঘণ্টা বাজে সবার আগে। গতকাল পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে আজ সকাল ৯টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তাসকিন আহমেদরা।
বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে নিজেদের ফিরে পাওয়ার। এই মাসের শেষ দিকে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ তাসকিনকে পাবে না বাংলাদেশ। কাঁধের চোট থেকে সেরা না ওঠায় এই পেসারকে ছাড়াই সিলেটে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুরে।
তাসকিনের টেস্ট সিরিজে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশি পেসার এ প্রসঙ্গে জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকালীন তিনি স্বল্পসময়ের জন্য পুনর্বাসনে থাকবেন। টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের ওয়ানডে সিরিজও না খেলার সম্ভাবনা রয়েছে। টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তাসকিন উইকেট নিয়েছেন পাঁচটি। কাঁধের চোটে খেলতে পারেননি দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপে কাঁধে চোট নিয়ে খেলেছি এবং নিজের ছন্দে ছিলাম না। আমি আগামী শীতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। বিশ্রামের জন্য পুনর্বাসনে থাকব। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলব।’ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার বিষয়ে জানান তাসকিন।

এবারের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও তাদের বিদায় ঘণ্টা বাজে সবার আগে। গতকাল পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে আজ সকাল ৯টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তাসকিন আহমেদরা।
বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে নিজেদের ফিরে পাওয়ার। এই মাসের শেষ দিকে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ তাসকিনকে পাবে না বাংলাদেশ। কাঁধের চোট থেকে সেরা না ওঠায় এই পেসারকে ছাড়াই সিলেটে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুরে।
তাসকিনের টেস্ট সিরিজে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশি পেসার এ প্রসঙ্গে জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকালীন তিনি স্বল্পসময়ের জন্য পুনর্বাসনে থাকবেন। টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের ওয়ানডে সিরিজও না খেলার সম্ভাবনা রয়েছে। টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তাসকিন উইকেট নিয়েছেন পাঁচটি। কাঁধের চোটে খেলতে পারেননি দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপে কাঁধে চোট নিয়ে খেলেছি এবং নিজের ছন্দে ছিলাম না। আমি আগামী শীতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। বিশ্রামের জন্য পুনর্বাসনে থাকব। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলব।’ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার বিষয়ে জানান তাসকিন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৪১ মিনিট আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
২ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
২ ঘণ্টা আগে