
এবারের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও তাদের বিদায় ঘণ্টা বাজে সবার আগে। গতকাল পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে আজ সকাল ৯টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তাসকিন আহমেদরা।
বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে নিজেদের ফিরে পাওয়ার। এই মাসের শেষ দিকে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ তাসকিনকে পাবে না বাংলাদেশ। কাঁধের চোট থেকে সেরা না ওঠায় এই পেসারকে ছাড়াই সিলেটে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুরে।
তাসকিনের টেস্ট সিরিজে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশি পেসার এ প্রসঙ্গে জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকালীন তিনি স্বল্পসময়ের জন্য পুনর্বাসনে থাকবেন। টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের ওয়ানডে সিরিজও না খেলার সম্ভাবনা রয়েছে। টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তাসকিন উইকেট নিয়েছেন পাঁচটি। কাঁধের চোটে খেলতে পারেননি দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপে কাঁধে চোট নিয়ে খেলেছি এবং নিজের ছন্দে ছিলাম না। আমি আগামী শীতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। বিশ্রামের জন্য পুনর্বাসনে থাকব। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলব।’ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার বিষয়ে জানান তাসকিন।

এবারের বিশ্বকাপে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে গেলেও তাদের বিদায় ঘণ্টা বাজে সবার আগে। গতকাল পুনেতে লিগ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচটি খেলে আজ সকাল ৯টায় দেশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ-লিটন দাস-তাসকিন আহমেদরা।
বাংলাদেশের লক্ষ্য এখন বিশ্বকাপের ব্যর্থতা ভুলে নিউজিল্যান্ড সিরিজে নিজেদের ফিরে পাওয়ার। এই মাসের শেষ দিকে কিউইদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডে গিয়ে খেলবে সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
তবে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ তাসকিনকে পাবে না বাংলাদেশ। কাঁধের চোট থেকে সেরা না ওঠায় এই পেসারকে ছাড়াই সিলেটে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলবে স্বাগতিকেরা। সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ৬ ডিসেম্বর, মিরপুরে।
তাসকিনের টেস্ট সিরিজে না থাকার বিষয়টি আজ নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। বাংলাদেশি পেসার এ প্রসঙ্গে জানিয়েছেন, টেস্ট সিরিজ চলাকালীন তিনি স্বল্পসময়ের জন্য পুনর্বাসনে থাকবেন। টি-টোয়েন্টি সিরিজের আগে সেরে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ডিসেম্বরের শেষদিকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর, দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার এক সপ্তাহ পর। ক্রিকবাজ জানিয়েছে, তাসকিনের ওয়ানডে সিরিজও না খেলার সম্ভাবনা রয়েছে। টেস্ট সিরিজ শেষে সীমিত ওভারের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ২৩ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে তাসকিন উইকেট নিয়েছেন পাঁচটি। কাঁধের চোটে খেলতে পারেননি দুটি ম্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার প্রসঙ্গে এই পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপে কাঁধে চোট নিয়ে খেলেছি এবং নিজের ছন্দে ছিলাম না। আমি আগামী শীতে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। বিশ্রামের জন্য পুনর্বাসনে থাকব। আশা করি, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলব।’ কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও না খেলার বিষয়ে জানান তাসকিন।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২১ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
৪৩ মিনিট আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে