ক্রীড়া ডেস্ক

পুরো আগস্টে ভারতের হয়ে একটি ম্যাচই খেলেছেন মোহাম্মদ সিরাজ। লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করায় আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই পেসার। এই পুরস্কার জিতে সম্মানিতবোধ করছেন সিরাজ।
টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তারকা পেসার। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তাঁর (সিরাজ) দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ২–২ সমতায় সিরিজ শেষ করে ভারত। ওভাল টেস্টে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সিরাজ।
ওভাল টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন সিরাজ। এবার জিতলেন আইসিসির মাসসেরার পুরস্কার। এই পুরস্কার জেতার পথে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলেছেন সিরাজ। মাসসেরা পুরস্কার সতীর্থ ও সাপোর্ট স্টাফের সদস্যদের উৎসর্গ করেছেন তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিরাজ বলেন, ‘আইসিসির মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল একটি স্মরণীয় সিরিজ। এটি ছিল আমার খেলা সবচেয়ে তীব্র প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর মধ্যে একটি। আমি গর্বিত যে দলের জয়ে গুরুত্বপূর্ণ স্পেল করতে পেরেছি। বিশেষ করে ম্যাচের শেষদিকে। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো। ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল। তবে একই সঙ্গে এটা আমার সেরাটাও বের করে এনেছিল।’

পুরো আগস্টে ভারতের হয়ে একটি ম্যাচই খেলেছেন মোহাম্মদ সিরাজ। লন্ডনের দ্য ওভালে অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফির ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করায় আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন এই পেসার। এই পুরস্কার জিতে সম্মানিতবোধ করছেন সিরাজ।
টানটান উত্তেজনা ও রোমাঞ্চ শেষে ওভাল টেস্টে ইংল্যান্ডকে ৬ রানে হারায় ভারত। ম্যাচটিতে ২ ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে বেশি বিধ্বংসী ছিলেন। এই ইনিংসে ৫ উইকেট নেন তারকা পেসার। ইনিংসের ৮৬তম ওভারে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন সিরাজ। তাঁর (সিরাজ) দুর্দান্ত বোলিংয়ে পিছিয়ে থাকার পরও ওভাল টেস্ট জিতে ২–২ সমতায় সিরিজ শেষ করে ভারত। ওভাল টেস্টে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সিরাজ।
ওভাল টেস্টে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে ভারতীয় দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন সিরাজ। এবার জিতলেন আইসিসির মাসসেরার পুরস্কার। এই পুরস্কার জেতার পথে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি এবং ওয়েস্ট ইন্ডিজের জেডন সিলসকে পেছনে ফেলেছেন সিরাজ। মাসসেরা পুরস্কার সতীর্থ ও সাপোর্ট স্টাফের সদস্যদের উৎসর্গ করেছেন তিনি।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিরাজ বলেন, ‘আইসিসির মাসের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হওয়াটা আমার জন্য বিশেষ সম্মানের। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ছিল একটি স্মরণীয় সিরিজ। এটি ছিল আমার খেলা সবচেয়ে তীব্র প্রতিযোগিতামূলক ম্যাচগুলোর মধ্যে একটি। আমি গর্বিত যে দলের জয়ে গুরুত্বপূর্ণ স্পেল করতে পেরেছি। বিশেষ করে ম্যাচের শেষদিকে। যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতো। ইংল্যান্ডের ঘরের মাঠে তাদের ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে বোলিং করা চ্যালেঞ্জিং ছিল। তবে একই সঙ্গে এটা আমার সেরাটাও বের করে এনেছিল।’

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২৫ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে