ক্রীড়া ডেস্ক

অ্যান্টিগায় আগামীকাল শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই সিরিজের আগে দলীয় কার্যক্রম যেমন চলছে, তেমনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা উপভোগ করছে বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাগরপাড়ের ছবি।
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পরই তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ৪১ মিনিটে ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে সী বোটে দাঁড়িয়ে মাঝ সমুদ্রে কথা বলছেন তাসকিন। রৌদ্র ঝলমলে আবহাওয়া সেই সৌন্দর্যে যোগ করেছে নতুন এক মাত্রা। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার বলেন,‘আমরা কিন্তু বাসার পরিবারের থেকে দলের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাই। লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ। ছুটির দিনগুলোতে দলীয় কার্যক্রম চালানো এবং আমি নিশ্চিত যে আমাদের দলের সব সদস্যরাই অনেক উপভোগ করেছে। তো একটা ভালো দিন কাটল।’
তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল একটি ছবি পোস্ট করেছিলেন মাঝসাগরে স্ট্রিং রে নামের এক সামুদ্রিক মাছের সঙ্গে। বিসিবির প্রচারিত ভিডিও বার্তাতেও মাছ ধরার সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। সময়টা কেমন উপভোগ করছেন, সেই ব্যাপারে বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘ছুটির দিনে আমাদের দলীয় কার্যক্রম ছিল। নতুন একটা অভিজ্ঞতা হলো। স্ট্রিং রে-এর সঙ্গে ছবি তুললাম। পাশ দিয়ে স্ট্রিং রে ঘোরাঘুরি করছিল। এই মহাসাগরের মাঝে সবাই মিলে এলাম। ভালো সময় কাটালাম।’
ছুটির দিনে বাংলাদেশ ক্রিকেট দল ঢেউয়ের মাঝে সময় কাটাচ্ছে, মাঝ সমুদ্রে অন্য রকম এক অভিজ্ঞতা-আজ দুপুরে প্রচারিত ভিডিও বার্তায় বিসিবি ক্যাপশন দিয়েছিল এমনই। ভিডিওতে বেশিরভাগ প্রতিক্রিয়া লাভ, কেয়ার রিঅ্যাকশন থাকলেও মন্তব্যের ঘরে কেউ কেউ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মজা করেছেন। কারও একজনের মন্তব্য, ‘পিকনিক না করে ২-১ টা ম্যাচ জিতুন দয়া করে’। কেউ একজন প্রশ্ন করেছেন যে তাঁরা (ক্রিকেটার) ছবি তুলতে গিয়েছেন নাকি খেলতে গিয়েছেন, বোঝা মুশকিল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দ্বিতীয় টেস্ট খেলতে ভেন্যু পাল্টাতে হবে দুই দলকে। জ্যামাইকায় ৩০ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

অ্যান্টিগায় আগামীকাল শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই সিরিজের আগে দলীয় কার্যক্রম যেমন চলছে, তেমনি ক্যারিবীয় দ্বীপপুঞ্জের মনোরম পরিবেশে সময়টা উপভোগ করছে বাংলাদেশ ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ঢুঁ মারলেই দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাগরপাড়ের ছবি।
ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পরই তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদরা নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একের পর এক ছবি পোস্ট করে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ৪১ মিনিটে ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে সী বোটে দাঁড়িয়ে মাঝ সমুদ্রে কথা বলছেন তাসকিন। রৌদ্র ঝলমলে আবহাওয়া সেই সৌন্দর্যে যোগ করেছে নতুন এক মাত্রা। ২৯ বছর বয়সী বাংলাদেশের এই পেসার বলেন,‘আমরা কিন্তু বাসার পরিবারের থেকে দলের সদস্যদের সঙ্গেই বেশি সময় কাটাই। লম্বা সফরগুলোতে এটা অনেক গুরুত্বপূর্ণ। ছুটির দিনগুলোতে দলীয় কার্যক্রম চালানো এবং আমি নিশ্চিত যে আমাদের দলের সব সদস্যরাই অনেক উপভোগ করেছে। তো একটা ভালো দিন কাটল।’
তাসকিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল একটি ছবি পোস্ট করেছিলেন মাঝসাগরে স্ট্রিং রে নামের এক সামুদ্রিক মাছের সঙ্গে। বিসিবির প্রচারিত ভিডিও বার্তাতেও মাছ ধরার সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। সময়টা কেমন উপভোগ করছেন, সেই ব্যাপারে বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘ছুটির দিনে আমাদের দলীয় কার্যক্রম ছিল। নতুন একটা অভিজ্ঞতা হলো। স্ট্রিং রে-এর সঙ্গে ছবি তুললাম। পাশ দিয়ে স্ট্রিং রে ঘোরাঘুরি করছিল। এই মহাসাগরের মাঝে সবাই মিলে এলাম। ভালো সময় কাটালাম।’
ছুটির দিনে বাংলাদেশ ক্রিকেট দল ঢেউয়ের মাঝে সময় কাটাচ্ছে, মাঝ সমুদ্রে অন্য রকম এক অভিজ্ঞতা-আজ দুপুরে প্রচারিত ভিডিও বার্তায় বিসিবি ক্যাপশন দিয়েছিল এমনই। ভিডিওতে বেশিরভাগ প্রতিক্রিয়া লাভ, কেয়ার রিঅ্যাকশন থাকলেও মন্তব্যের ঘরে কেউ কেউ বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মজা করেছেন। কারও একজনের মন্তব্য, ‘পিকনিক না করে ২-১ টা ম্যাচ জিতুন দয়া করে’। কেউ একজন প্রশ্ন করেছেন যে তাঁরা (ক্রিকেটার) ছবি তুলতে গিয়েছেন নাকি খেলতে গিয়েছেন, বোঝা মুশকিল।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। দ্বিতীয় টেস্ট খেলতে ভেন্যু পাল্টাতে হবে দুই দলকে। জ্যামাইকায় ৩০ নভেম্বর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে