নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেঞ্চুরি করে দলীয় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। তাঁর সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের গুরুত্বপূর্ণ ১২৩ রানের জুটি ভাঙার পর মোহামেডান ইনিংসে আর কেউ লম্বা সময় দায়িত্ব নিতে পারেননি। ফলে মাঝারি সংগ্রহেই আটকে যায় দলটি। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাঝারি পুঁজি নিয়েও মর্যাদার লড়াইয়ে জিতে গেছে সাদা-কালোরা।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ দিনে আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যবাহী এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডান অলআউট হয় ২৬৪ রানে। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর লড়াইয়ের পরও আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে। ৩৯ রানে জেতে মোহামেডান। প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর জয়ের স্বাদ পেল মোহামেডান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ ২০১৬ সালের মে মাসে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। সেবার ডিপিএলের লিগ পর্বে তারা জিতেছিল ৮ উইকেটে। এরপর পরের ১০ ম্যাচেই হার। এগারতম এসে হারের ধারায় ছেদ ঘটাল মোহামেডান।
এই জয়ে পয়েন্ট তালিকায় আবাহনীর সমান ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডান। তবে রানরেটে পিছিয়ে লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে তারা। দুই দলই জায়গা করে নিয়েছে সুপার লিগে, যেখানে অংশ নেবে সেরা ছয় দল।
ম্যাচের সেরা হয়েছেন আনিসুল ইসলাম ইমন। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি এবং ক্যারিয়ারসেরা ইনিংস। ১১৮ বলে তাঁর ১১৪ রানের ইনিংসটিতে আছে ১৮ চার ও ২ ছয়। বল হাতে ঝলক দেখান ইবাদত হোসেন। ৯.২ ওভারে একটি মেডেনসহ ৩৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রথমবারের মতো প্রিমিয়ার খেলতে আসা গুলশান ক্রিকেট ক্লাব। ফলে প্রথম আসরেই তারা নিশ্চিত করেছে সুপার লিগ। প্রাইম ব্যাংক টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। এক শ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। আর এই ধাক্কা সামলাতে পারেনি তারা। মেহেদি হাসান, আসাদুজ্জামন পায়েল, নাঈম ইসলাম ও নিহাদুজ্জামানের আঁটসাঁট বোলিংয়ে ৪৭.৩ ওভারে ২০৩ রানেই থেমে যায় ইনিংস।
জবাব দিতে এসে গুলশান ইনিংসের শুরুতেই পায় ৭১ রানের উদ্বোধনী জুটি। এরপর কিছু উইকেট হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ছিলেন অনড়। তিনি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে (১০১) জয়ের পথ প্রশস্ত করেন। ৭৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে গুলশান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৮ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। প্রথমে ব্যাট করে শাইনপুকুর তোলে ২৫০ রান। জবাবে রূপগঞ্জ টাইগার্স ২২২ রানেই গুটিয়ে যায়। রূপগঞ্জের পক্ষে ওপেনার আবদুল মজিদ করেন ১০২ রান, মিডল অর্ডারে মাহমুদুল হাসান যোগ করেন ৫৬ রান। তবে শাইনপুকুরের বোলিংয়ের বিপক্ষে ফিফটি করেও ম্যাচ বের করতে পারেননি তাদের ব্যাটাররা। মঈনুল ইসলাম তন্ময় (৫০), শ্রেয়াস সাকিব (৫০) এবং রহিম আহমেদ (৫৩) ফিফটি করেও দলকে জেতাতে ব্যর্থ হন। ১১ বল বাকি থাকতেই রূপগঞ্জ অলআউট।

সেঞ্চুরি করে দলীয় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার আনিসুল ইসলাম ইমন। তাঁর সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনের গুরুত্বপূর্ণ ১২৩ রানের জুটি ভাঙার পর মোহামেডান ইনিংসে আর কেউ লম্বা সময় দায়িত্ব নিতে পারেননি। ফলে মাঝারি সংগ্রহেই আটকে যায় দলটি। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মাঝারি পুঁজি নিয়েও মর্যাদার লড়াইয়ে জিতে গেছে সাদা-কালোরা।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লিগ পর্বের শেষ দিনে আজ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যবাহী এই দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোহামেডান অলআউট হয় ২৬৪ রানে। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর লড়াইয়ের পরও আবাহনী গুটিয়ে যায় ২২৫ রানে। ৩৯ রানে জেতে মোহামেডান। প্রায় ৯ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর জয়ের স্বাদ পেল মোহামেডান।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবশেষ ২০১৬ সালের মে মাসে আবাহনীকে হারিয়েছিল মোহামেডান। সেবার ডিপিএলের লিগ পর্বে তারা জিতেছিল ৮ উইকেটে। এরপর পরের ১০ ম্যাচেই হার। এগারতম এসে হারের ধারায় ছেদ ঘটাল মোহামেডান।
এই জয়ে পয়েন্ট তালিকায় আবাহনীর সমান ১৮ পয়েন্ট নিয়ে মোহামেডান। তবে রানরেটে পিছিয়ে লিগ টেবিলে দ্বিতীয় অবস্থানে তারা। দুই দলই জায়গা করে নিয়েছে সুপার লিগে, যেখানে অংশ নেবে সেরা ছয় দল।
ম্যাচের সেরা হয়েছেন আনিসুল ইসলাম ইমন। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি এবং ক্যারিয়ারসেরা ইনিংস। ১১৮ বলে তাঁর ১১৪ রানের ইনিংসটিতে আছে ১৮ চার ও ২ ছয়। বল হাতে ঝলক দেখান ইবাদত হোসেন। ৯.২ ওভারে একটি মেডেনসহ ৩৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংককে ৭ উইকেটে হারিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে প্রথমবারের মতো প্রিমিয়ার খেলতে আসা গুলশান ক্রিকেট ক্লাব। ফলে প্রথম আসরেই তারা নিশ্চিত করেছে সুপার লিগ। প্রাইম ব্যাংক টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। এক শ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে দলটি। আর এই ধাক্কা সামলাতে পারেনি তারা। মেহেদি হাসান, আসাদুজ্জামন পায়েল, নাঈম ইসলাম ও নিহাদুজ্জামানের আঁটসাঁট বোলিংয়ে ৪৭.৩ ওভারে ২০৩ রানেই থেমে যায় ইনিংস।
জবাব দিতে এসে গুলশান ইনিংসের শুরুতেই পায় ৭১ রানের উদ্বোধনী জুটি। এরপর কিছু উইকেট হারালেও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ছিলেন অনড়। তিনি লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে (১০১) জয়ের পথ প্রশস্ত করেন। ৭৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে গুলশান।
বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৮ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। প্রথমে ব্যাট করে শাইনপুকুর তোলে ২৫০ রান। জবাবে রূপগঞ্জ টাইগার্স ২২২ রানেই গুটিয়ে যায়। রূপগঞ্জের পক্ষে ওপেনার আবদুল মজিদ করেন ১০২ রান, মিডল অর্ডারে মাহমুদুল হাসান যোগ করেন ৫৬ রান। তবে শাইনপুকুরের বোলিংয়ের বিপক্ষে ফিফটি করেও ম্যাচ বের করতে পারেননি তাদের ব্যাটাররা। মঈনুল ইসলাম তন্ময় (৫০), শ্রেয়াস সাকিব (৫০) এবং রহিম আহমেদ (৫৩) ফিফটি করেও দলকে জেতাতে ব্যর্থ হন। ১১ বল বাকি থাকতেই রূপগঞ্জ অলআউট।

টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২৬ মিনিট আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
১ ঘণ্টা আগে
দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আইসিসির ইভেন্ট মাঠে গড়ানোর আগে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এবার পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটারদের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে শোনা গেছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
২ ঘণ্টা আগে