
বাদ পড়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের চেষ্টার কমতি ছিল না। আইসিসিকে দুটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পরিবর্তে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়া কিংবা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদল করতে চেয়েছিল বিসিবি।
প্রথম প্রস্তাবে কখনোই রাজি ছিল না আইসিসি। দ্বিতীয় প্রস্তাবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার পাশাপাশি আয়ারল্যান্ডও মত দেয়নি। দলটির প্রধান কোচ হেনরিখ মালান জানালেন, প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেই বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হননি তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড। এই গ্রুপের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কাতে। তাই আইরিশরা প্রস্তাবে রাজি হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলত। এই গ্রুপে আয়ারল্যান্ডের সঙ্গী শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। শুধু আয়ারল্যান্ডই নয়, আইসিসির বোর্ড সভায় সহ আয়োজক শ্রীলঙ্কাও বাংলাদেশকে নিজেদের গ্রুপে নিতে অস্বীকৃতি জানায়।
অন্যদিকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট ছিল। শেষ পর্যন্ত লিটন দাস, তাসকিন আহমেদদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বদলি হিসেবে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। পর দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আয়ারল্যান্ড। কলম্বোতে তাদের প্রতি শ্রীলঙ্কা।
ক্রিকবাজকে মালান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি মেনে আমরা প্রস্তুতি নিচ্ছি। মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং (শ্রীলঙ্কায়) বিভিন্ন পরিস্থিতি সামলানোর মত চিন্তা থাকা আমাদের প্রস্তুতির জন্য বেশ জরুরি। মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা এবং আমাদের সামনে যে পরিস্থিতি, প্রতিপক্ষ এবং কন্ডিশন রয়েছে সেখানে নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়ে ঠিকভাবে খেলতে পারার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমরা যেহেতু শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি, সেখানে গিয়ে ছেলেরা যেন স্বাধীনভাবে খেলতে পারে সেটা নিশ্চিত করার দিকেই প্রাধান্য দিচ্ছি।’

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের অভিযোগ অনেক দিন ধরেই। এলপিএলে এবার ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত তামিম রহমানকে কড়া শাস্তি দিয়েছেন আদালত। প্রায় ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়েছে তাঁকে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ছেঁটে ফেলার পর এখনো চলছে নানা কথাবার্তা। এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, জেসন গিলেস্পিরা আইসিসির কাজে হতাশা প্রকাশ করেন। ইমরুল কায়েসের মতে আইসিসির দ্বৈত নীতির কারণে বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলতে পারছে না।
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো শুরু হওয়া সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ মাঠে গড়িয়েছে গতকাল। উদ্বোধনী দিন মারকুটে ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন পরাণ। সেই ইনিংস ছাপিয়ে আজ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুরন্তর এই ওপেনার। অদম্যের বিপক্ষে ৫৭ রানের কাঙ্খিত জয় তুলে নিয়েছে তাঁর দল।
২ ঘণ্টা আগে
বছরের শুরুতে কী ঝড়টাই না বয়ে গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেঁটে ফেলেছে তাঁর নাম। তাঁকে বাদ দেওয়ার ইস্যুতে কীর্তি আজাদ-রবীচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় তারকারাও কথা বলেছেন। মোস্তাফিজ এবার পেয়েছেন সুখবর।
৩ ঘণ্টা আগে