
প্রথমবারের মতো শুরু হওয়া সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ মাঠে গড়িয়েছে গতকাল। উদ্বোধনী দিন মারকুটে ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন পরাণ। সেই ইনিংস ছাপিয়ে আজ সেঞ্চুরির দেখা পেয়েছেন দুরন্তর এই ওপেনার। অদম্যের বিপক্ষে ৫৭ রানের কাঙ্খিত জয় তুলে নিয়েছে তাঁর দল।
পূর্বাচলের জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় দুরন্ত। পরাণ একাই করেন ১১৭ রান। ১২ চার ও ৭ ছক্কায় সাজানো তাঁর ৬৮ বলের ইনিংস; স্ট্রাইকরেট ১৭২.০৬। ২৯ রান এনে দেন মিনহাজুল আবেদিন সাব্বির। জবাবে ১১৮ রানের বেশি করতে পারেনি অদম্য। ৯ নম্বরে নামা সুজন হাওলাদার খেলেন ২৮ রানের ইনিংস। বল হাতে ১২ রানে ১ উইকেট নেন পরাণ। ম্যাচসেরার পুরস্কার ওঠেছে তাঁর হাতে। দুরন্তের হয়ে মোহাম্মদ শোয়েব ও তীর্থ তিনটি করে উইকেট নেন। এটা দুরন্তের টানা দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে দুর্বারকে ২৮ রানে হারায় তারা।
অপরাজেয়র কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল অগ্রণী। নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ অনির্বাণকে ৩ উইকেটে হারিয়েছে তারা। ১০ বল হাতে রেখে প্রতিপক্ষের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী। রাহানুর ইসলাম সুহিনের ব্যাট থেকে আসে ৩৪ রান। ৩৩ রান আসে নবিন ইসলামের ব্যাট থেকে।
দুর্বারকে ৭ উইকেটে হারিয়েছে অদ্বিতীয়। আগে ব্যাট করে ১৩৩ রান করেছিল দুর্বার। রান তাড়ায় ১৮.২ ওভারে জয় তুলে নেয় অদ্বিতীয়। ৫৩ রানে অপরাজিত থাকেন সাজ্জাদ মিরাজ। দিনের অপর ম্যাচে অকুতোভয়ের বিপক্ষে অপরাজেয়র জয় ৫ উইকেটে। ১ ওভার হাতে রেখে অকুতোভয়ের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় অপরাজেয়। ৩৬ রানের ইনিংস খেলে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক তৌহিদ খান। ৩৩ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ফিক্সিংয়ের অভিযোগ অনেক দিন ধরেই। এলপিএলে এবার ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত তামিম রহমানকে কড়া শাস্তি দিয়েছেন আদালত। প্রায় ১ কোটি টাকা জরিমানার পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হয়েছে তাঁকে।
৩৬ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ছেঁটে ফেলার পর এখনো চলছে নানা কথাবার্তা। এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, জেসন গিলেস্পিরা আইসিসির কাজে হতাশা প্রকাশ করেন। ইমরুল কায়েসের মতে আইসিসির দ্বৈত নীতির কারণে বাংলাদেশ এবারের বিশ্বকাপে খেলতে পারছে না।
১ ঘণ্টা আগে
বছরের শুরুতে কী ঝড়টাই না বয়ে গেল মোস্তাফিজুর রহমানের ওপর দিয়ে। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেনার পর কলকাতা নাইট রাইডার্স ছেঁটে ফেলেছে তাঁর নাম। তাঁকে বাদ দেওয়ার ইস্যুতে কীর্তি আজাদ-রবীচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় তারকারাও কথা বলেছেন। মোস্তাফিজ এবার পেয়েছেন সুখবর।
৩ ঘণ্টা আগে
দরজায় যথন কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তখন দলগুলোর শক্তি-দুর্বলতা, কত দূর যেতে পারে—এমন ভবিষ্যদ্বাণী নিয়ে কথাবার্তা হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে দেখা যাচ্ছে অন্য রকম ঘটনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ায় কি না, সেটা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা
৪ ঘণ্টা আগে