
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই নিজেকে চিনিয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিন ভেলকিতে ব্যাটারদের কাবু করা রিশাদ দল পেয়েছেন বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টেনের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও। বাংলাদেশের এই লেগ স্পিনার কিনা নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন এত পরে!
বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ বাংলাদেশ সময় ১১টায় শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফট প্রথম দিকে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজাদের মতো তারকাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনেছে। ড্রাফট থেকে নিয়েছে বিদেশি ক্রিকেটারদেরও। অথচ রিশাদের নাম আসছিল না। অবশেষে ড্রাফট শুরুর প্রায় তিন ঘণ্টা পর রিশাদকে নিয়েছে ফরচুন বরিশাল।তিনি দল পেয়েছেন চতুর্থ সেটের প্রথম রাউন্ডে। অর্থাৎ প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ৪৩ নম্বরে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শান্তর মতো তারকারা।
প্লেয়ার্স ড্রাফটের আগেই ফরচুন বরিশাল ধরে রেখেছে তামিম ও মুশফিককে। এ বছরের শুরুতে সবশেষ আয়োজিত বিপিএলে তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। দলকে শিরোপা জেতাতে মাহমুদউল্লাহও রেখেছিলেন অসামান্য অবদান।
ড্রাফটে আজ প্রথম দুই দফা শান্তর নামই ওঠানো হয়নি। তৃতীয়বার তাঁকে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ অধিনায়কের বিপিএলে দল পেতে অপেক্ষা করতে হলেও ড্রাফটে প্রথম ডাকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ, লিটন, তাসকিনের মতো তারকারা।মাহমুদউল্লাহ, লিটন ও তাসকিনকে নিয়েছে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। মাশরাফিকে দ্বিতীয় ডাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ ২০২৪ বিপিএলেও মাশরাফি সিলেটের হয়েই খেলেছিলেন।
লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, শান্ত, সাকিবদের সঙ্গে ‘এ’ ক্যাটেগরিতে নাম ছিল রিশাদের। সর্বোচ্চ ক্যাটেগিরর ক্রিকেটারদের দাম ৬০ লাখ টাকা। সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে চিটাগং কিংস। ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে।
আরও পড়ুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই নিজেকে চিনিয়েছেন রিশাদ হোসেন। লেগ স্পিন ভেলকিতে ব্যাটারদের কাবু করা রিশাদ দল পেয়েছেন বিগ ব্যাশ, জিম আফ্রো টি-টেনের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও। বাংলাদেশের এই লেগ স্পিনার কিনা নিজের দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেলেন এত পরে!
বিপিএলের নতুন মৌসুম সামনে রেখে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ বাংলাদেশ সময় ১১টায় শুরু হয়েছে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান। ড্রাফট প্রথম দিকে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাশরাফি বিন মর্তুজাদের মতো তারকাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিনেছে। ড্রাফট থেকে নিয়েছে বিদেশি ক্রিকেটারদেরও। অথচ রিশাদের নাম আসছিল না। অবশেষে ড্রাফট শুরুর প্রায় তিন ঘণ্টা পর রিশাদকে নিয়েছে ফরচুন বরিশাল।তিনি দল পেয়েছেন চতুর্থ সেটের প্রথম রাউন্ডে। অর্থাৎ প্লেয়ার্স ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ৪৩ নম্বরে। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, শান্তর মতো তারকারা।
প্লেয়ার্স ড্রাফটের আগেই ফরচুন বরিশাল ধরে রেখেছে তামিম ও মুশফিককে। এ বছরের শুরুতে সবশেষ আয়োজিত বিপিএলে তামিমের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল। তামিম হয়েছিলেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। দলকে শিরোপা জেতাতে মাহমুদউল্লাহও রেখেছিলেন অসামান্য অবদান।
ড্রাফটে আজ প্রথম দুই দফা শান্তর নামই ওঠানো হয়নি। তৃতীয়বার তাঁকে নিয়েছে ফরচুন বরিশাল। বাংলাদেশ অধিনায়কের বিপিএলে দল পেতে অপেক্ষা করতে হলেও ড্রাফটে প্রথম ডাকে দল পেয়েছেন মাহমুদউল্লাহ, লিটন, তাসকিনের মতো তারকারা।মাহমুদউল্লাহ, লিটন ও তাসকিনকে নিয়েছে ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। মাশরাফিকে দ্বিতীয় ডাকে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ ২০২৪ বিপিএলেও মাশরাফি সিলেটের হয়েই খেলেছিলেন।
লিটন, মাহমুদউল্লাহ, মুশফিক, শান্ত, সাকিবদের সঙ্গে ‘এ’ ক্যাটেগরিতে নাম ছিল রিশাদের। সর্বোচ্চ ক্যাটেগিরর ক্রিকেটারদের দাম ৬০ লাখ টাকা। সাকিবকে সরাসরি চুক্তিতে নিয়েছে চিটাগং কিংস। ফরচুন বরিশাল, ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স-এই সাত দল অংশ নেবে বিপিএলের ১১তম মৌসুমে।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে