ক্রীড়া ডেস্ক

দেখতে দেখতেই শেষের পথে এশিয়া কাপ। ভারত–পাকিস্তান ফাইনাল দিয়ে আগামীকাল পর্দা নামবে এশিয়ার সবচেয় বড় টুর্নামেন্টটির। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চোট সমস্যা আছে ভারত শিবিরে।
শ্বাসরুদ্ধকর এবং নাটকীয় লড়াই শেষে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। যেটা পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগান দেবে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জিতলেও কিছুটা চিন্তাও আছে দলটিতে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা।
দুবাইয়ে আগে ব্যাট করে ২০২ রান তোলে ভারত। জবাবে সমান রানে থামে শ্রীলঙ্কা। যদিও সুপার ওভারে আর পেরে উঠেনি তারা। মাত্র এক বল খেলেই তাদের দেওয়া ৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় সূর্যকুমার যাদবরা।
ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভার করতে আসেন হার্দিক। এ সময় একাধিকবার হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাঁকে। তাই বাধ্য হয়ে সে ওভার শেষেই মাঠ ছাড়েন এই তারকা অলরাউন্ডার। অভিষেক মাঠ ছেড়েছেন নবম ওভারে। ডান উরুতে অস্বস্তি বোধ করায় মাঠের বাইরে চলে যান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই দুইজনকে নিয়ে কথা বলেছেন ভারতের বোলিং কোচ মরনে মরকেল। অভিষেককে নিয়ে সুখবর দিয়েছেন তিনি। তবে হার্দিককে নিয়ে অপেক্ষায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
মরকেল বলেন, ‘হার্দিকের পায়ে ক্র্যাম্প করেছিল। তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেব সে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পারবে কি না। অভিষেককে নিয়ে কোনো চিন্তা নেই। দুজনেরই ক্র্যাম্পের সমস্যা হয়েছিল।’
‘ফাইনালের আগে খেলোয়াড়দের জন্য বিশ্রাম নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা বরফ গোসল করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষেই রিকভারি শুরু হয়েছে। ঘুম আর পা বিশ্রামে রাখাই এখন ভালো থাকার সবচেয়ে সেরা উপায়। আশা করি তাদের ভালো ঘুম হবে।’

দেখতে দেখতেই শেষের পথে এশিয়া কাপ। ভারত–পাকিস্তান ফাইনাল দিয়ে আগামীকাল পর্দা নামবে এশিয়ার সবচেয় বড় টুর্নামেন্টটির। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চোট সমস্যা আছে ভারত শিবিরে।
শ্বাসরুদ্ধকর এবং নাটকীয় লড়াই শেষে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। যেটা পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগান দেবে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জিতলেও কিছুটা চিন্তাও আছে দলটিতে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা।
দুবাইয়ে আগে ব্যাট করে ২০২ রান তোলে ভারত। জবাবে সমান রানে থামে শ্রীলঙ্কা। যদিও সুপার ওভারে আর পেরে উঠেনি তারা। মাত্র এক বল খেলেই তাদের দেওয়া ৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় সূর্যকুমার যাদবরা।
ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভার করতে আসেন হার্দিক। এ সময় একাধিকবার হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাঁকে। তাই বাধ্য হয়ে সে ওভার শেষেই মাঠ ছাড়েন এই তারকা অলরাউন্ডার। অভিষেক মাঠ ছেড়েছেন নবম ওভারে। ডান উরুতে অস্বস্তি বোধ করায় মাঠের বাইরে চলে যান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই দুইজনকে নিয়ে কথা বলেছেন ভারতের বোলিং কোচ মরনে মরকেল। অভিষেককে নিয়ে সুখবর দিয়েছেন তিনি। তবে হার্দিককে নিয়ে অপেক্ষায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
মরকেল বলেন, ‘হার্দিকের পায়ে ক্র্যাম্প করেছিল। তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেব সে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পারবে কি না। অভিষেককে নিয়ে কোনো চিন্তা নেই। দুজনেরই ক্র্যাম্পের সমস্যা হয়েছিল।’
‘ফাইনালের আগে খেলোয়াড়দের জন্য বিশ্রাম নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা বরফ গোসল করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষেই রিকভারি শুরু হয়েছে। ঘুম আর পা বিশ্রামে রাখাই এখন ভালো থাকার সবচেয়ে সেরা উপায়। আশা করি তাদের ভালো ঘুম হবে।’

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৪ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৫ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
৬ ঘণ্টা আগে