ক্রীড়া ডেস্ক

কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।
১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন

কলম্বোর প্রেমাদাসায় গত রাতে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের পর আজ দেশে ফিরেছেন লিটন দাস, তানজিদ হাসান তামিমরা। তবে দেশে ফিরেও যে বসে থাকার সুযোগ নেই। কারণ, রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে যে দলটা খেলেছে, লিটনের নেতৃত্বে সেই দলটাই খেলবে পাকিস্তান সিরিজে। অধিনায়ক লিটনসহ টপ অর্ডারে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও নাঈম শেখ। জাকের আলী অনিক উইকেটরক্ষক ব্যাটার হিসেবে থাকলেও লিটনের হাতে গ্লাভস থাকার সম্ভাবনা বেশি।
১৫ সদস্যের দলে আছেন চার স্পিনার ও পাঁচ পেসার। তিন স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে থাকছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত শামীম গতকাল শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন ‘কমপ্লিট প্যাকেজ’ হিসেবে। পেস বোলিং লাইনআপে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। তানজিম সাকিব ও সাইফউদ্দিনের শেষের দিকে ব্যাটিংটা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
২০, ২২, ২৪ জুলাই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি। মিরপুরেই হবে পুরো সিরিজ। তিনটা ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন

যত সময় যাচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা ততই কমে আসছে। কারণ, নিরাপত্তাইস্যুতে ভারতে গিয়ে খেলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা করতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ মিনিট আগে
শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
১২ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
১২ ঘণ্টা আগে