ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের সবচেয়ে বড় তারকার কথা বললে রশিদ খানের নামই সবার আগে উঠে আসবে। দলটির হয়ে একের পর এক ইতিহাস গড়ছেন তিনি। ভারি করছেন ব্যক্তিগত অর্জনও। সম্প্রতি ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে হটিয়ে টি-টোয়ন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটের (৬৩৪) মালিক হয়েছেন এই লেগ স্পিনার। তাই দেশের ক্রিকেটীয় ইতিহাসে প্রভাব রাখার মানদণ্ডে তাঁকে কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সর্বকালের সেরা ক্রিকেটারদের ছোট তালিকাতেও হয়তো ঢুকে যাবেন ওয়াসিম আকরাম। ১৯ বছরের ক্যারিয়ারে টেস্টে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। সেই তুলনায় আন্তর্জাতিক ক্যারিয়ারে রশিদের বয়স ৯ বছর পেরিয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৪০৪। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই লেগ স্পিনারের কদর বেড়েই চলেছে। তাই তো টি-টোয়েন্টিতে তাঁর ওপরে নেই আর কোনো বোলার।
যে কারণে পাকিস্তানের সংবাদমাধ্যম জিইও নিউজের এক টকশোতে লতিফ বলেন, ‘রশিদ আফগানিস্তানকে ক্রিকেটের মানচিত্রে নিয়ে এসেছে, তাদের স্বীকৃতি দিতে সহায়তা করেছে। সে ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার। (আফগানিসস্তানে) রশিদের মর্যাদা আরও বড়। তার প্রতি আমার কেবল একটাই উপদেশ, নিজেদের টেস্ট দলকে আরও উন্নত করে তুলতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে।’
রশিদের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। সামনেই দুয়ারে কড়া নাড়ছে আরও একটি আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আফগানদের হালকা করে দেখার সাহস পাচ্ছেন না কেউ! আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড ও পাকিস্তান।

আফগানিস্তানের সবচেয়ে বড় তারকার কথা বললে রশিদ খানের নামই সবার আগে উঠে আসবে। দলটির হয়ে একের পর এক ইতিহাস গড়ছেন তিনি। ভারি করছেন ব্যক্তিগত অর্জনও। সম্প্রতি ক্যারিবিয়ান কিংবদন্তি ডোয়াইন ব্রাভোকে হটিয়ে টি-টোয়ন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেটের (৬৩৪) মালিক হয়েছেন এই লেগ স্পিনার। তাই দেশের ক্রিকেটীয় ইতিহাসে প্রভাব রাখার মানদণ্ডে তাঁকে কিংবদন্তি ওয়াসিম আকরামের চেয়েও এগিয়ে রাখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
সর্বকালের সেরা ক্রিকেটারদের ছোট তালিকাতেও হয়তো ঢুকে যাবেন ওয়াসিম আকরাম। ১৯ বছরের ক্যারিয়ারে টেস্টে ৪১৪ ও ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। সেই তুলনায় আন্তর্জাতিক ক্যারিয়ারে রশিদের বয়স ৯ বছর পেরিয়েছে। তিন ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৪০৪। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এই লেগ স্পিনারের কদর বেড়েই চলেছে। তাই তো টি-টোয়েন্টিতে তাঁর ওপরে নেই আর কোনো বোলার।
যে কারণে পাকিস্তানের সংবাদমাধ্যম জিইও নিউজের এক টকশোতে লতিফ বলেন, ‘রশিদ আফগানিস্তানকে ক্রিকেটের মানচিত্রে নিয়ে এসেছে, তাদের স্বীকৃতি দিতে সহায়তা করেছে। সে ওয়াসিম আকরামের চেয়েও বড় ক্রিকেটার। (আফগানিসস্তানে) রশিদের মর্যাদা আরও বড়। তার প্রতি আমার কেবল একটাই উপদেশ, নিজেদের টেস্ট দলকে আরও উন্নত করে তুলতে হবে এবং পাকিস্তানের বিপক্ষে বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে।’
রশিদের নেতৃত্বে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। সামনেই দুয়ারে কড়া নাড়ছে আরও একটি আইসিসি টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিতে তাই আফগানদের হালকা করে দেখার সাহস পাচ্ছেন না কেউ! আগামী ২১ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ ইংল্যান্ড ও পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে