ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
চুরি হওয়া জার্সির মূল্য সাড়ে ৬ লাখ টাকা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তা রক্ষীকে। চুরি হওয়া জার্সিগুলো বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে বিসিসিআইয়ের দপ্তর থেকে চুরি হয়েছে আইপিএলের ২৬১টি জার্সি। জার্সিগুলো সব ২০২৫ আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছিল বলে জানা গেছে। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গত ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ফারুক নামে এক নিরাপত্তা কর্মীকে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনা নজরে আসে। গুদাম ঘরে রাখা জার্সির হিসেব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তা কর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি গুদাম ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক। তিনি বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ায় বাধ্য হয়ে চুরি করেছেন। তদন্তে জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে জার্সিগুলো বিক্রি করেন তিনি। ফারুক কত টাকায় বিক্রি করেছেন, তা জানা যায়নি। চুরি যাওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।
ওই ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা হয়েছে। ফারুক নাকি তাঁকে বলেছিলেন, বিসিসিআই দপ্তরে কাজ চলছে। ঘর খালি করার জন্য জার্সিগুলো তাঁকে বিক্রি করে দিতে বলা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
চুরি হওয়া জার্সির মূল্য সাড়ে ৬ লাখ টাকা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ফারুক আসলাম খান নামে এক নিরাপত্তা রক্ষীকে। চুরি হওয়া জার্সিগুলো বিক্রি করা হয়েছিল হরিয়ানার এক ব্যক্তিকে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ে বিসিসিআইয়ের দপ্তর থেকে চুরি হয়েছে আইপিএলের ২৬১টি জার্সি। জার্সিগুলো সব ২০২৫ আইপিএলের। প্রতিটি জার্সির দাম প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরি হয়েছিল বলে জানা গেছে। বিসিসিআইয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গত ১৭ জুন মুম্বাইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে অভিযোগ জানান বিসিসিআই কর্তারা। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ফারুক নামে এক নিরাপত্তা কর্মীকে। গত ১৩ জুন অডিটের সময় চুরির ঘটনা নজরে আসে। গুদাম ঘরে রাখা জার্সির হিসেব না মেলায় সন্দেহ তৈরি হয়। বিসিসিআই কর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, অভিযুক্ত নিরাপত্তা কর্মী একটি বক্সে বেশ কিছু জার্সি গুদাম ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছেন।
পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন ফারুক। তিনি বলেছেন, অনলাইন জুয়ায় সর্বস্বান্ত হওয়ায় বাধ্য হয়ে চুরি করেছেন। তদন্তে জানা যায়, হরিয়ানার এক অনলাইন ব্যবসায়ীর কাছে জার্সিগুলো বিক্রি করেন তিনি। ফারুক কত টাকায় বিক্রি করেছেন, তা জানা যায়নি। চুরি যাওয়া ৫০টি জার্সি উদ্ধার হয়েছে।
ওই ব্যবসায়ীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে পুলিশ। ওই ব্যবসায়ীর দাবি, তিনি জানতেন না জার্সিগুলো চুরি করা হয়েছে। ফারুক নাকি তাঁকে বলেছিলেন, বিসিসিআই দপ্তরে কাজ চলছে। ঘর খালি করার জন্য জার্সিগুলো তাঁকে বিক্রি করে দিতে বলা হয়েছে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৩ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৪ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৪ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৫ ঘণ্টা আগে