
ধর্মশালায় টস হেরে ব্যাটিং পেয়ে ভয়ংকর হয়ে উঠেছিল ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের বেধড়ক পেটাচ্ছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তাঁদের উদ্বোধনী জুটিতেই বিশ্বচ্যাম্পিয়নরা পেরিয়ে যায় ১০০ রান। বিধ্বংসী এই উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব আল হাসান।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথমে ফিফটি পেয়েছেন মালান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন ৩৯ বলে। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের তা বিশ্বকাপেও প্রথম ফিফটি। মালানের পর ফিফটি পেয়ে যান জনি বেয়ারস্টোও। বেয়ারস্টো ফিফটি পেয়েছেন ৫৪ বলে। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮তম ওভারের পঞ্চম বলে সাকিবের অসাধারণ আর্ম ডেলিভারিতে বোল্ড হয়েছেন বেয়ারস্টো। তাতে ভেঙে যায় ১০৭ বলে ১১৫ রানের উদ্বোধনী জুটি। ৫৯ বলে ৮ চারে ৫২ রান করেন বেয়ারস্টো।
বেয়ারস্টো আউট হলেও অন্য প্রান্তে আক্রমণাত্মক খেলে যাচ্ছেন মালান। এখন পর্যন্ত ৬০ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭৪ রান করে অপরাজিত আছেন তিনি। যেভাবে খেলছেন, তাতে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েও যেতে পারেন ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার। অন্য প্রান্তে রুট ১২ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ১৪০ রান।
এর আগে পঞ্চম ওভারেই মালানের উইকেট নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। ওভারের প্রথম বলে মোস্তাফিজকে মালান পুল করতে গেলে বল চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ করেন সাকিব। তবে এই রিভিউ নষ্ট হয়েছে যেখানে দেখা যায়, বল লেগেছে মালানের জার্সিতে। এখান থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু ইংল্যান্ডের। ওভারের তৃতীয় বলে কাভার দিয়ে চার মারেন মালান। ঠিক তার পরের বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিকে ইনিংসের প্রথম ছক্কা মারেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। এই ওভারে ১০ রান দিয়েছেন মোস্তাফিজ।

ধর্মশালায় টস হেরে ব্যাটিং পেয়ে ভয়ংকর হয়ে উঠেছিল ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের বেধড়ক পেটাচ্ছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তাঁদের উদ্বোধনী জুটিতেই বিশ্বচ্যাম্পিয়নরা পেরিয়ে যায় ১০০ রান। বিধ্বংসী এই উদ্বোধনী জুটি ভেঙেছেন সাকিব আল হাসান।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রথমে ফিফটি পেয়েছেন মালান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন ৩৯ বলে। ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটারের তা বিশ্বকাপেও প্রথম ফিফটি। মালানের পর ফিফটি পেয়ে যান জনি বেয়ারস্টোও। বেয়ারস্টো ফিফটি পেয়েছেন ৫৪ বলে। তবে ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮তম ওভারের পঞ্চম বলে সাকিবের অসাধারণ আর্ম ডেলিভারিতে বোল্ড হয়েছেন বেয়ারস্টো। তাতে ভেঙে যায় ১০৭ বলে ১১৫ রানের উদ্বোধনী জুটি। ৫৯ বলে ৮ চারে ৫২ রান করেন বেয়ারস্টো।
বেয়ারস্টো আউট হলেও অন্য প্রান্তে আক্রমণাত্মক খেলে যাচ্ছেন মালান। এখন পর্যন্ত ৬০ বলে ১১ চার ও ২ ছক্কায় ৭৪ রান করে অপরাজিত আছেন তিনি। যেভাবে খেলছেন, তাতে বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েও যেতে পারেন ইংল্যান্ডের বাঁহাতি ওপেনার। অন্য প্রান্তে রুট ১২ বলে ১২ রান করে অপরাজিত আছেন। ২২ ওভারে ১ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ১৪০ রান।
এর আগে পঞ্চম ওভারেই মালানের উইকেট নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। ওভারের প্রথম বলে মোস্তাফিজকে মালান পুল করতে গেলে বল চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া না দিলে রিভিউ করেন সাকিব। তবে এই রিভিউ নষ্ট হয়েছে যেখানে দেখা যায়, বল লেগেছে মালানের জার্সিতে। এখান থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু ইংল্যান্ডের। ওভারের তৃতীয় বলে কাভার দিয়ে চার মারেন মালান। ঠিক তার পরের বলেই ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ফ্লিকে ইনিংসের প্রথম ছক্কা মারেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটার। এই ওভারে ১০ রান দিয়েছেন মোস্তাফিজ।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৩ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে