ক্রীড়া ডেস্ক

টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৪ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৫ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৭ ঘণ্টা আগে