ক্রীড়া ডেস্ক

টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

টেস্ট-ওয়ানডে সংস্করণে আলো ছড়িয়ে এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। বিসিবির ঘোষিত দলে প্রথমে ছিলেন না এই পেসার। ওয়ানডে সিরিজ শেষ করে তাই দেশে ফেরার কথা ছিল তাঁর। তবে এরই মধ্যে কন্ডিশনের সঙ্গে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছেন নাহিদ। বল হাতেও গতির ঝড় দেখিয়েছেন ক্যারিবীয় দ্বীপে। তাই শেষ মুহূর্তে টি-টোয়েন্টি দলেও তাঁকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি।
কোচ ফিল সিমন্স আগেই আভাস দিয়েছিলেন, টি-টোয়েন্টিতেও অভিষেক হয়ে যেতে পারে নাহিদ রানার। আগামীকাল ভোরে সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। এই সংস্করণে ২২ বছর বয়সী পেসারের অভিষেক হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
নাহিদকে দলে যুক্ত করার প্রসঙ্গে বিকালে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে পেসার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁকে নিয়ে স্কোয়াড হলো ১৬ সদস্যের। এরই মধ্যে ৬ টেস্ট ও ৩ ওয়ানডেতে ২৪টি উইকেট নিয়েছেন নাহিদ।
নাহিদ ছাড়াও এই সিরিজের দলে আছেন প্রথমবার ডাক পাওয়া রিপন মণ্ডল। পেস বোলিং আক্রমণে তাঁদের সঙ্গে আরও আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। সেন্ট ভিনসেন্টে ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেবেন লিটন দাস।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৬ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৮ ঘণ্টা আগে