নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
শুনানি শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল, সবকিছু যাচাই–বাছাই চলছে, এখনো সিদ্ধান্ত হয়নি। অবশেষে আজ বিকেল সাড়ে ৪টার পর কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ৩৮টি আপত্তির মধ্যে ৩০টির শুনানি শেষে ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ফিরিয়ে দিয়ে প্রকাশ করা হয় ১৯২ জনের চূড়ান্ত ভোটার তালিকা।
এই তালিকায় জায়গা ফিরে পেয়েছে তামিমের ক্লাব গুলশান ক্রিকেট ক্লাব। তবে ক্লাবটির কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছিলেন মিজানুর রহমান, যিনি বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠুর কাউন্সিলরশিপও ফিরে পেয়েছেন। তিনি তৃতীয় বিভাগের ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে ফর্ম জমা দিয়েছিলেন। নাখালপাড়া ক্রিকেটার্স থেকে ফর্ম জমা দেওয়া বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও কাউন্সিলরশিপ ফিরে পেয়েছেন।
ক্যাটাগরি ১-এ ছয় জেলার মধ্যে নরসিংদী ছাড়া অন্য পাঁচ জেলার তালিকা চূড়ান্ত হয়েছে। সিলেট থেকে সৈয়দ ফজলে এলাহী, পাবনা থেকে মো. তাওহিদ তারিক খান, সিরাজগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ থেকে মো. রুবায়েক হক এবং বগুড়া থেকে মো. রকিবুল ইসলাম কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন।
সব মিলিয়ে ক্যাটাগরি ২-এর ক্লাব ক্রিকেটে প্রথম বিভাগে খসড়া তালিকায় ১৮ ক্লাব কাউন্সিলরশিপ পেলেও চূড়ান্ত তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে ২০। দ্বিতীয় বিভাগে খসড়া তালিকায় ছিল ১৯ ক্লাব, চূড়ান্ত তালিকায় কাউন্সিলরশিপ পেয়েছে ২৩ ক্লাব। তৃতীয় বিভাগে শুরুতে ২০ ক্লাবের মধ্যে ১১টি ছিল, চূড়ান্ত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ ক্লাবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
শুনানি শেষে নির্বাচন কমিশন জানিয়েছিল, সবকিছু যাচাই–বাছাই চলছে, এখনো সিদ্ধান্ত হয়নি। অবশেষে আজ বিকেল সাড়ে ৪টার পর কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ৩৮টি আপত্তির মধ্যে ৩০টির শুনানি শেষে ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ফিরিয়ে দিয়ে প্রকাশ করা হয় ১৯২ জনের চূড়ান্ত ভোটার তালিকা।
এই তালিকায় জায়গা ফিরে পেয়েছে তামিমের ক্লাব গুলশান ক্রিকেট ক্লাব। তবে ক্লাবটির কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছিলেন মিজানুর রহমান, যিনি বিপিএলের দল ফরচুন বরিশালের মালিক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার হোসেন মিঠুর কাউন্সিলরশিপও ফিরে পেয়েছেন। তিনি তৃতীয় বিভাগের ভাইকিংস ক্রিকেট একাডেমি থেকে ফর্ম জমা দিয়েছিলেন। নাখালপাড়া ক্রিকেটার্স থেকে ফর্ম জমা দেওয়া বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াও কাউন্সিলরশিপ ফিরে পেয়েছেন।
ক্যাটাগরি ১-এ ছয় জেলার মধ্যে নরসিংদী ছাড়া অন্য পাঁচ জেলার তালিকা চূড়ান্ত হয়েছে। সিলেট থেকে সৈয়দ ফজলে এলাহী, পাবনা থেকে মো. তাওহিদ তারিক খান, সিরাজগঞ্জ থেকে আব্দুল্লাহ আল মামুন, নওগাঁ থেকে মো. রুবায়েক হক এবং বগুড়া থেকে মো. রকিবুল ইসলাম কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন।
সব মিলিয়ে ক্যাটাগরি ২-এর ক্লাব ক্রিকেটে প্রথম বিভাগে খসড়া তালিকায় ১৮ ক্লাব কাউন্সিলরশিপ পেলেও চূড়ান্ত তালিকায় সংখ্যা দাঁড়িয়েছে ২০। দ্বিতীয় বিভাগে খসড়া তালিকায় ছিল ১৯ ক্লাব, চূড়ান্ত তালিকায় কাউন্সিলরশিপ পেয়েছে ২৩ ক্লাব। তৃতীয় বিভাগে শুরুতে ২০ ক্লাবের মধ্যে ১১টি ছিল, চূড়ান্ত তালিকায় তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ ক্লাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
১ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩ ঘণ্টা আগে