ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। কিন্তু শুরুতেই বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৪৪ রানের পাহাড়সমান স্কোর গড়লে ম্যাচ বাংলাদেশ অর্ধেক সেখানেই জিতে যায়। এরপর শরীফুল ইসলাম-মোসাদ্দেক হোসেন সৈকতদের বোলিংয়ে কুপোকাত কিউইরা। ৮৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
৩৪৫ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ হয় নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে কার্টিস হিপি ও ডেল ফিলিপস গড়েন ৫২ রানের জুটি। অষ্টম ওভারের চতুর্থ বলে হিপিকে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। যেখানে হিপি ১৬ বলে করেছেন ৫ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন জো কার্টার। দ্বিতীয় উইকেটে ফিলিপস ও কার্টার গড়েন ৪৭ রানের জুটি। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ফিলিপসকে ফিরিয়ে থিতু হয়ে যাওয়া জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ৫৪ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেছেন ফিলিপস।
ফিলিপস ফিরতেই ছোটখাটো ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১১৬ রানে পরিণত হয় কিউইরা। এই ৪ উইকেটের তিনটিই নিয়েছেন স্পিনাররা। শামীম হোসেন ফিরিয়েছেন কার্টারকে। আর ম্যাট বয়েলের পাশাপাশি কিউই অধিনায়ক নিক কেলিকে ড্রেসিংরুমের উইকেট পেয়েছেন সৈকত। চাপে পড়া নিউজিল্যান্ডকে তখন টেনে তোলার চেষ্টা করেন মিচ হে ও জশ ক্লার্কসন। ষষ্ঠ উইকেটে তাঁরা (হে-ক্লার্কসন) গড়েন ৪৬ রানের জুটি। ২৮তম ওভারের তৃতীয় বলে ক্লার্কসনকে (৩৪) বোল্ড করে জুটি ভাঙেন তানভীর ইসলাম।
২৭.৩ ওভারে ৬ উইকেটে ১৬২ রানে পরিণত হওয়া নিউজিল্যান্ড এরপর রান তোলার পাশাপাশি উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ৯ নম্বরে নামা ক্রিস্টিয়ান ক্লার্ক শুধু ব্যবধানটাই কমাতে পেরেছেন। ৩৬ বলে ৬ চারে ৩৯ রানে অপরাজিত থেকেছেন তিনি। বিপর্যস্ত কিউইরা গুটিয়ে গেছে ৪৩.১ ওভারে ২৫৭ রানে। ৪৪তম ওভারের প্রথম বলে লেনক্সকে ফিরিয়ে কিউইদের ইনিংসের ইতি টানেন শামীম। ওপেনার ফিলিপসের ৭৯ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।
বাংলাদেশের সৈকত ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন শরীফুল, তানভীর ও শামীম। যাঁদের মধ্যে শামীম ৩.১ ওভারে খরচ করেন ৯ রান। এক ওভার মেডেন দিয়েছেন। আর রেজাউর রহমান রাজা ১ উইকেট নিলেও খরুচে বোলিং করেছেন। ৬ ওভারে খরচ করেন ৫৭ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেলি। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর একপর্যায়ে হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। চতুর্থ উইকেটে এরপর ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান।
বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১১২ রান করেন সোহান। ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। দলপতি আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়ের ম্যাচে সোহানই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ১০ মে সিলেটে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল আর নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ এই ম্যাচে নামবে কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা দুই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জিতে গেল স্বাগতিকেরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ড নেমেছে সমতায় ফেরার মিশনে। কিন্তু শুরুতেই বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৪৪ রানের পাহাড়সমান স্কোর গড়লে ম্যাচ বাংলাদেশ অর্ধেক সেখানেই জিতে যায়। এরপর শরীফুল ইসলাম-মোসাদ্দেক হোসেন সৈকতদের বোলিংয়ে কুপোকাত কিউইরা। ৮৭ রানে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
৩৪৫ রানের লক্ষ্যে নেমে শুরুটা দারুণ হয় নিউজিল্যান্ডের। উদ্বোধনী জুটিতে কার্টিস হিপি ও ডেল ফিলিপস গড়েন ৫২ রানের জুটি। অষ্টম ওভারের চতুর্থ বলে হিপিকে ফিরিয়ে জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। যেখানে হিপি ১৬ বলে করেছেন ৫ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন জো কার্টার। দ্বিতীয় উইকেটে ফিলিপস ও কার্টার গড়েন ৪৭ রানের জুটি। ১৫তম ওভারের দ্বিতীয় বলে ফিলিপসকে ফিরিয়ে থিতু হয়ে যাওয়া জুটি ভাঙেন শরীফুল ইসলাম। ৫৪ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৭৯ রান করেছেন ফিলিপস।
ফিলিপস ফিরতেই ছোটখাটো ধস নামে নিউজিল্যান্ডের ইনিংসে। ১৭ রানে ৪ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১১৬ রানে পরিণত হয় কিউইরা। এই ৪ উইকেটের তিনটিই নিয়েছেন স্পিনাররা। শামীম হোসেন ফিরিয়েছেন কার্টারকে। আর ম্যাট বয়েলের পাশাপাশি কিউই অধিনায়ক নিক কেলিকে ড্রেসিংরুমের উইকেট পেয়েছেন সৈকত। চাপে পড়া নিউজিল্যান্ডকে তখন টেনে তোলার চেষ্টা করেন মিচ হে ও জশ ক্লার্কসন। ষষ্ঠ উইকেটে তাঁরা (হে-ক্লার্কসন) গড়েন ৪৬ রানের জুটি। ২৮তম ওভারের তৃতীয় বলে ক্লার্কসনকে (৩৪) বোল্ড করে জুটি ভাঙেন তানভীর ইসলাম।
২৭.৩ ওভারে ৬ উইকেটে ১৬২ রানে পরিণত হওয়া নিউজিল্যান্ড এরপর রান তোলার পাশাপাশি উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ৯ নম্বরে নামা ক্রিস্টিয়ান ক্লার্ক শুধু ব্যবধানটাই কমাতে পেরেছেন। ৩৬ বলে ৬ চারে ৩৯ রানে অপরাজিত থেকেছেন তিনি। বিপর্যস্ত কিউইরা গুটিয়ে গেছে ৪৩.১ ওভারে ২৫৭ রানে। ৪৪তম ওভারের প্রথম বলে লেনক্সকে ফিরিয়ে কিউইদের ইনিংসের ইতি টানেন শামীম। ওপেনার ফিলিপসের ৭৯ রানই সফরকারীদের ইনিংস সর্বোচ্চ।
বাংলাদেশের সৈকত ১০ ওভারে ৫০ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন তিনি। দুটি করে উইকেট পেয়েছেন শরীফুল, তানভীর ও শামীম। যাঁদের মধ্যে শামীম ৩.১ ওভারে খরচ করেন ৯ রান। এক ওভার মেডেন দিয়েছেন। আর রেজাউর রহমান রাজা ১ উইকেট নিলেও খরুচে বোলিং করেছেন। ৬ ওভারে খরচ করেন ৫৭ রান।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কেলি। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের স্কোর একপর্যায়ে হয়ে যায় ১৫.১ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। চতুর্থ উইকেটে এরপর ২২৫ রানের জুটি গড়তে অবদান রাখেন সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৪৪ রান।
বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ ১১২ রান করেন সোহান। ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কা মেরেছেন বাংলাদেশ অধিনায়ক। দলপতি আউট হওয়ার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন অঙ্কন। শেষ ওভারের পঞ্চম বলে অঙ্কনকে ফিরিয়েছেন জাকারি ফুলকস। ১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। নিউজিল্যান্ডের ক্লার্ক নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন ফুলকস ও অশোক।
বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয়ের ম্যাচে সোহানই পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ১০ মে সিলেটে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল আর নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশ এই ম্যাচে নামবে কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৪ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
৫ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
৫ ঘণ্টা আগে