
ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক—বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অল্প কিছু দিন পরই সরে যান সাদা বলের ক্রিকেট থেকে। পুরোপুরি মনোনিবেশ করেন টেস্ট ক্রিকেটে। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে লাল বলের অধিনায়ক স্টোকসের জুটিও বেশ জমেছে।
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত না খেললেও বিশেষ সময়ে দলের চাওয়ায় ঠিকই সাড়া দেন স্টোকস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অধিনায়ক জস বাটলারের চাওয়ায় ফেরেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জয়ে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।
টেস্টের পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাককালামকে। স্টোকস জানিয়েছেন, কোচ যদি তাঁকে আবারও সাদা বলের সংস্করণে দরে চান, তবে তাঁর খেলতে কোনো আপত্তি নেই। নিয়মিত না খেললেও সামনে আবারও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, ‘যদি কোনো ফোনকল পাই এবং বাজ (ম্যাককালাম) বলেন যে, তুমি কি আবার ফিরতে ও খেলতে চাও? তাহলে অবশ্যই, অবশ্যই বলব, হ্যাঁ। যদি ডাক না পাই, তাহলেও হতাশ হব না। কারণ আমাকে ফিরতে না বলা মানে, দলের অন্যরা খুব ভালো করছে। আমি তখন বসে বসে উপভোগ করতে পারব, অন্যরা মাঠে নেমে সব গুঁড়িয়ে দেবে।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দুটি সেঞ্চুরি করেছিলেন স্টোকস। তবে টেস্ট সংস্করণই বেশি উপভোগ করছেন তিনি, ‘ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে অনেক খেলেছি। তা নিয়ে আমি খুবই খুশি ও এই সংস্করণে যা কিছু অর্জন করেছি, তাতে সন্তুষ্ট। সত্যি বলতে, এটা নিয়ে (সীমিত ওভারের ক্রিকেটে ফেরা) এখনো পর্যন্ত কোনো আলোচনা আমাদের হয়নি। আমার মনে হয়, তিনি আমাকে মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন যেখানে আমার মনোযোগী হওয়া উচিত, টেস্ট দলকে ঘিরে।’

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক—বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অল্প কিছু দিন পরই সরে যান সাদা বলের ক্রিকেট থেকে। পুরোপুরি মনোনিবেশ করেন টেস্ট ক্রিকেটে। কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে লাল বলের অধিনায়ক স্টোকসের জুটিও বেশ জমেছে।
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত না খেললেও বিশেষ সময়ে দলের চাওয়ায় ঠিকই সাড়া দেন স্টোকস। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও অধিনায়ক জস বাটলারের চাওয়ায় ফেরেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শিরোপা জয়ে তাঁর ছিল গুরুত্বপূর্ণ অবদান।
টেস্টের পর এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাককালামকে। স্টোকস জানিয়েছেন, কোচ যদি তাঁকে আবারও সাদা বলের সংস্করণে দরে চান, তবে তাঁর খেলতে কোনো আপত্তি নেই। নিয়মিত না খেললেও সামনে আবারও চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টোকস বলেছেন, ‘যদি কোনো ফোনকল পাই এবং বাজ (ম্যাককালাম) বলেন যে, তুমি কি আবার ফিরতে ও খেলতে চাও? তাহলে অবশ্যই, অবশ্যই বলব, হ্যাঁ। যদি ডাক না পাই, তাহলেও হতাশ হব না। কারণ আমাকে ফিরতে না বলা মানে, দলের অন্যরা খুব ভালো করছে। আমি তখন বসে বসে উপভোগ করতে পারব, অন্যরা মাঠে নেমে সব গুঁড়িয়ে দেবে।’
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দুটি সেঞ্চুরি করেছিলেন স্টোকস। তবে টেস্ট সংস্করণই বেশি উপভোগ করছেন তিনি, ‘ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেটে অনেক খেলেছি। তা নিয়ে আমি খুবই খুশি ও এই সংস্করণে যা কিছু অর্জন করেছি, তাতে সন্তুষ্ট। সত্যি বলতে, এটা নিয়ে (সীমিত ওভারের ক্রিকেটে ফেরা) এখনো পর্যন্ত কোনো আলোচনা আমাদের হয়নি। আমার মনে হয়, তিনি আমাকে মনোযোগী হওয়ার সুযোগ দিচ্ছেন যেখানে আমার মনোযোগী হওয়া উচিত, টেস্ট দলকে ঘিরে।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৫ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৬ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৮ ঘণ্টা আগে