
ব্যাটিংয়ে ধারাবাহিক হতে পারছেন না সাকিব আল হাসান। এক ম্যাচে রান পান তো অন্য ম্যাচে আউট হচ্ছেন এক অঙ্কের ঘরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ইনিংস বড় করতে পারলেন না সাকিব।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। সাকিব আউট হয়েছেন ১২ বলে ৬ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেটে করেছে ৫১ রান। তাওহীদ হৃদয় ৩১ বলে ৪১ রানে ব্যাটিং করছেন। মাহমুদউল্লাহ অপরাজিত ৮ রান করে।
প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৪ রান। দলীয় ১১ রানেই ভেঙে যেতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আলী খানের হাফ ভলি বল কাট করতে যান লিটন। তবে উইকেটরক্ষক মোনাঙ্ক প্যাটেল ক্যাচ ধরতে পারেননি। প্রথমবার জীবন পেয়ে তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন ছক্কা মারেন সৌরভ নেত্রাভালকারকে। পরের বলে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে লিটন আউট হতে বসেছিলেন। স্ট্রাইক প্রান্তে যুক্তরাষ্ট্র ফিল্ডারের সরাসরি থ্রো কাজে লাগেনি। এই সুযোগে ১ রান নিয়েছেন তিনি।
দুইবার জীবন পাওয়া লিটন আবার চার মেরেছেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে এবার তিনি চার মেরেছেন আলীকে। বাউন্ডারি মারার পর ইনিংস আর বড় করতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটনকে এলবিডব্লুর ফাদে ফেলেন জাসদীপ সং। ১৫ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন ১৪ রান। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩.৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান। ৩৪ রানেই বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্টিভেন টেইলরকে স্লগ সুইপ করতে যান সৌম্য। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরেন নিতিশ কুমার। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য। ১৩ বলে ৩ চারে করেছেন ২০ রান। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৩৭ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতে আবারও উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসেন শান্তকে স্টাম্পিংয়ের ফাদে ফেলেন টেইলর। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব রানের জন্য সংগ্রাম করতে থাকেন। ১২ ওভারের দ্বিতীয় বলে রানআউটের ফাদে কাটা পড়েছেন সাকিব। হারমিত সিংকে কাভারে ঠেলেন হৃদয়। হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়েছেন সাকিব। দুজনই মাঝপথে দাঁড়িয়ে যান। তাতে বাংলাদেশের স্কোর হয়েছে ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান

ব্যাটিংয়ে ধারাবাহিক হতে পারছেন না সাকিব আল হাসান। এক ম্যাচে রান পান তো অন্য ম্যাচে আউট হচ্ছেন এক অঙ্কের ঘরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ইনিংস বড় করতে পারলেন না সাকিব।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে আন্তর্জাতিক ক্রিকেটে আজ প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। সাকিব আউট হয়েছেন ১২ বলে ৬ রান করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৪ ওভারে ৪ উইকেটে করেছে ৫১ রান। তাওহীদ হৃদয় ৩১ বলে ৪১ রানে ব্যাটিং করছেন। মাহমুদউল্লাহ অপরাজিত ৮ রান করে।
প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৪ রান। দলীয় ১১ রানেই ভেঙে যেতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আলী খানের হাফ ভলি বল কাট করতে যান লিটন। তবে উইকেটরক্ষক মোনাঙ্ক প্যাটেল ক্যাচ ধরতে পারেননি। প্রথমবার জীবন পেয়ে তৃতীয় ওভারের তৃতীয় বলে লিটন ছক্কা মারেন সৌরভ নেত্রাভালকারকে। পরের বলে সৌম্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে লিটন আউট হতে বসেছিলেন। স্ট্রাইক প্রান্তে যুক্তরাষ্ট্র ফিল্ডারের সরাসরি থ্রো কাজে লাগেনি। এই সুযোগে ১ রান নিয়েছেন তিনি।
দুইবার জীবন পাওয়া লিটন আবার চার মেরেছেন। চতুর্থ ওভারের তৃতীয় বলে এবার তিনি চার মেরেছেন আলীকে। বাউন্ডারি মারার পর ইনিংস আর বড় করতে পারেননি। পঞ্চম ওভারের তৃতীয় বলে লিটনকে এলবিডব্লুর ফাদে ফেলেন জাসদীপ সং। ১৫ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন ১৪ রান। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩.৪ ওভারে ১ উইকেটে ৩৪ রান। ৩৪ রানেই বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট। ষষ্ঠ ওভারের প্রথম বলে স্টিভেন টেইলরকে স্লগ সুইপ করতে যান সৌম্য। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরেন নিতিশ কুমার। ভালো শুরুর আভাস দিয়েও ইনিংস বড় করতে পারলেন না সৌম্য। ১৩ বলে ৩ চারে করেছেন ২০ রান। পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) বাংলাদেশ শেষ করেছে ২ উইকেটে ৩৭ রানে।
পাওয়ার প্লে শেষ হতে না হতে আবারও উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম ওভারের তৃতীয় বলে নাজমুল হোসেন শান্তকে স্টাম্পিংয়ের ফাদে ফেলেন টেইলর। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাকিব রানের জন্য সংগ্রাম করতে থাকেন। ১২ ওভারের দ্বিতীয় বলে রানআউটের ফাদে কাটা পড়েছেন সাকিব। হারমিত সিংকে কাভারে ঠেলেন হৃদয়। হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে নন স্ট্রাইক প্রান্ত থেকে বেরিয়েছেন সাকিব। দুজনই মাঝপথে দাঁড়িয়ে যান। তাতে বাংলাদেশের স্কোর হয়েছে ১১.২ ওভারে ৪ উইকেটে ৬৮ রান

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবে সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে সেটার সমাধান আসেনি এখনো।
৪৩ মিনিট আগে
ইনিংসের শুরু থেকেই রাজশাহী ওয়ারিয়র্সের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে গেছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছেই ছিলেন। কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত ম্যাজিক্যাল ফিগার ছোঁয়া হয়নি এই ব্যাটারের। ৩ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
জেমিমা রদ্রিগেজের আসল কাজটা বাইশ গজে; ব্যাট হাতে। ভারত নারী দলে আরও আগেই নিজের জায়গা পাকা করেছেন এই মিডলঅর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি গিটার হাতেও দারুণ তিনি। এর আগেও গিটার বাজিয়ে গান গেয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। আরও একবার আলোচনায় এলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
২ ঘণ্টা আগে
এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
৩ ঘণ্টা আগে