Ajker Patrika

অস্ট্রেলিয়া-ধাক্কার পরই বাংলাদেশের ভারত-পরীক্ষা

রানা আব্বাস, অ্যান্টিগা থেকে
অস্ট্রেলিয়া-ধাক্কার পরই বাংলাদেশের ভারত-পরীক্ষা

অ্যান্টিগায় হুট করে বৃষ্টি আসে, হুট করে চলেও যায়—ছোট্ট এ দ্বীপে পা রেখেই আবহাওয়ার মতিগতি সম্পর্কে একটা ধারণা মিলেছিল। বৃষ্টির এই লুকোচুরি যথারীতি বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও। খেলা বারবার বিঘ্নিত হলেও ম্যাচের ফল দেখতে প্রকৃতি বড় কোনো বাধা হয়নি। বাংলাদেশ বৃষ্টি আইনে ম্যাচটা হেরেছে ২৮ রানে। 

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রাত ৮টার দিকে টস শুরুর আগেই একপশলা বৃষ্টি। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া, এতে তাই অবাক হওয়ার কিছু ছিল না। এমনকি স্কোরবোর্ডে কোনো রান না যোগ করে তানজিদ তামিমের ফিরে যাওয়াতেও বিস্ময়ের কিছু ছিল না। বাংলাদেশের টপ অর্ডার তো এমনই ভঙ্গুর! তবে দ্বিতীয় উইকেট জুটিতে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছিলেন। দুজনের ৪৮ বলে ৫৮ রানের জুটি অজিদের বিপক্ষে ভালো একটা স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিল। 

অ্যাডাম জাম্পার সোজা বল হাঁটু গেড়ে সুইপ করতে গিয়ে লিটন (১৬) ফিরলেন বোল্ড হয়ে। নাজমুল হোসেন শান্ত উইকেটে থাকলেন, কিন্তু আর বড় কোনো জুটি হলো না বাংলাদেশের। এ ম্যাচে অধিনায়ক রানে ফিরেছেন, নিঃসন্দেহে বড় স্বস্তি বাংলাদেশ দলে। 

তবে তিনি ফিরলেন বড় অসময়ে। নিজেও ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলছিলেন, তিনি ১৩ তম ওভারে আউট না হয়ে যদি ১৬-১৭ ওভার পর্যন্ত টিকতেন, দল তাহলে অ্যান্টিগার ভালো উইকেটে কাঙ্ক্ষিত ১৭০ রানের স্কোর পেত। 

শান্ত না হয় জাম্পার বলে এলবিডব্লু হয়ে ৪১ রানে ফিরে এসেছেন, কিন্তু তাওহীদ হৃদয় তো ছিলেন। হৃদয় তাঁর নিজের নিয়মিত ব্যাটিং পজিশন পাঁচে নামলেও চমকে দিয়ে চারে নামানো হয় রিশাদ হোসেনকে। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচের আগেই জানিয়েছিলেন, তাঁরা ভিন্ন কিছু করার চেষ্টা করবেন। সেই ভিন্ন কিছুর চেষ্টা থেকেই রিশাদকে এত ওপরে নামানো। ফাটকাটা কাজে লাগেনি, রিশাদ ফিরেছেন মোটে ২ রান করে। 

নিয়মিত বিরতিতে উইকেট পতনে মন্থর গতিতে এগোনো বাংলাদেশকে শেষ ধাক্কাটা দেন প্যাট কামিন্স। ১৮ তম ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহ আর ওভারের শেষ বলে শেখ মেহেদীকে ফিরিয়ে হ্যাটট্রিক করার কাজ ৭০ শতাংশ এগিয়ে রেখেছিলেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। হ্যাটট্রিক করতে কামিন্সের সামনে যেটা করণীয় ছিল—নিজের পরের ওভারের প্রথম বলেই উইকেট নেওয়া। সুযোগটা তিনি পেলেন ১৯.১ ওভারের প্রথম বলেই। থিতু হয়ে যাওয়া হৃদয় (৪০) শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে চেয়েছিলেন কামিন্সের স্লোয়ারটা। জশ হ্যাজেলউডের হাতে বল জমতেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল প্রথম হ্যাটট্রিক। 

বাংলাদেশের ইনিংস শেষ হতেই আবার বৃষ্টির হানা। যখন-তখন বৃষ্টি নামছে, এটি বুঝে খেলা শুরু হতেই দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার আর ট্রেভিস হেড দ্রুতগতিতে রান তুলতে শুরু করলেন। ১১.২ ওভারে যখন বৃষ্টি আবারও বাদ সাধল, ততক্ষণে অজিরা ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে ২৮ রানে এগিয়ে গেছে। ম্যাচ রেফারি অস্ট্রেলিয়াকে ২৮ রানেই জয়ী ঘোষণা করেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে ওঠার খুব একটা সময় নেই বাংলাদেশের। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টা) তাদের নেমে পড়তে হচ্ছে একই মাঠে সুপার এইটে ভারতের বিপক্ষে খেলতে। বাংলাদেশ সময় দেখলে মনে হচ্ছে, সাকিব-শান্তরা বোধ হয় টানা দুদিন ম্যাচ খেলছেন। অ্যান্টিগায় ঠিক তা নয়, মাঝে এক দিনের বিশ্রাম পাচ্ছেন তাঁরা। বাংলাদেশ-অ্যান্টিগার সময়ের পার্থক্য ১০ ঘণ্টার কারণে এমনটা মনে হলেও বিশ্রাম আসলেই খুব কম। বাংলাদেশকে ভারতের বিপক্ষে মানসিকভাবেই তৈরি হতে হচ্ছে। রোহিত-কোহলিদের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে রেকর্ড খুব একটা ভালো নয় সাকিবদের। ১৩ সাক্ষাতে মাত্র একটিতেই হারাতে পেরেছে ভারতকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চার দেখায় কোনোটিতেই জিততে পারেনি বাংলাদেশ। 

এই বিশ্বকাপের অন্যতম ফেবারিট ভারত দুদিন আগেই বার্বাডোজে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে অ্যান্টিগায় এসেছে। স্যার ভিভের দ্বীপে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা তারা পরিষ্কার রাখতে চায়। অস্ট্রেলিয়ার কাছে হারের ধাক্কা আর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বিবর্ণ পরিসংখ্যান থাকলেও বাংলাদেশ এখনো আশা ছাড়েনি। কিসের আশা? সেমিফাইনালে ওঠার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শান্তরা কি টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারবে

ক্রীড়া ডেস্ক    
জয় দিয়েই বিপিএল শুরু করেছে রাজশাহী। ছবি: বিসিবি
জয় দিয়েই বিপিএল শুরু করেছে রাজশাহী। ছবি: বিসিবি

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে সিলেট টাইটানসকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে আজ রাজশাহীর প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দিনের অপর ম্যাচে সিলেট টাইটানসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

বিপিএল

ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওয়ারিয়র্স

বেলা ১ টা, সরাসরি

সিলেট টাইটানস-নোয়াখালী এক্সপ্রেস

সন্ধ্যা ৬ টা, সরাসরি

টি স্পোর্টস

মেলবোর্ন টেস্ট: দ্বিতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-অ্যাডিলেড স্টাইকার্স

বেলা ২টা ১৫ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নটিংহাম-ম্যানসিটি

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, সরাসরি

আর্সেনাল-ব্রাইটন

রাত ৯ টা, সরাসরি

চেলসি-অ্যাস্টন ভিলা

রাত ১১টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-উলভারহ্যাম্পটন

রাত ৯ টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪১
মির্জা বেগের ৮০ রানের ইনিংসই
মির্জা বেগের ৮০ রানের ইনিংসই

বিপিএলের খেলোয়াড় নিলামে এবার সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ টাকা পেয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। কোটি টাকার ওপরে দাম পাওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। কিন্তু যে প্রত্যাশায় এই দামে তাঁকে কিনে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস, দলের প্রথম ম্যাচে অন্তত সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। করেছেন মাত্র ১১ রান। আর তাঁর দল বিপিএলে নবাগত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৭৪ রান। পরে ব্যাটিংয়ে নেমে ১০৯ রানে অলআউট হয়ে ৬৫ রানে হেরেছে নোয়াখালী এক্সপ্রেস।

আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ নাঈমের ব্যাট বরাবরই চওড়া। সব সময়ই রান পান তিনি। ঘরোয়া ক্রিকেটে তাঁর ব্যাটিং ধারাবাহিকতার দিকে তাকিয়েই সম্ভবত সবচেয়ে বেশি দামে তাঁকে কিনে নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। উইকেটে এসে ১১টি বল খেলেছেন। ২টি চারে ১১ রান করে মেহেদী হাসান রানার বলে ক্যাচ দিয়ে ফিরেছেন সাব্বির হোসেনের হাতে। নাঈম আউট হয়ে গেলেও আরেক ওপেনার মির্জা বেগ এক প্রান্ত ধরে রেখে খেলতে থাকেন। আর তাতেই টস জিতে আগে ব্যাটিং বেছে নেওয়া চট্টগ্রামের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৭৪ রান।

ওপেনিংয়ে ২৯ রানের জুটির পর মাহফিজুল ইসলামকে নিয়ে ২৫ বলে ৩৫ রান যোগ করেন মির্জা বেগ। দলের ৬৪ রানে ব্যক্তিগত ১৬ করে ফিরে যান মাহফিজুল। তবে এরপরই জাতীয় দলের টেস্ট ওপেনার মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৪১ বলে ৫৮ রানের বড় জুটিটি গড়েন পাকিস্তানি ব্যাটার মির্জা বেগ। মাহমুদুল হাসান জয়ও তেমন রান করতে পারেননি। নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের তৃতীয় শিকার হওয়ার আগে ১২ বলে করেন ১৭ রান। চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক মেহেদী হাসান উইকেটে এসে অবশ্য রান তোলার গতি বাড়িয়ে নিতে মনোযোগী হন। সাব্বির হোসেনের শিকার হওয়ার আগে ১৩ বলে করেন ২৬ রান। ৩টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস।

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬.৫ ওভারেই অলআউট নোয়াখালী। ওপেনার মাজ সাদাকাত ২৭ বলে ইনিংস-সর্বোচ্চ ৩৮ রান করেন। হায়দার আলী ২৪ বলে করেন ২৮ রান। নোয়াখালী এক্সপ্রেসের ইনিংসে আর মাত্র একজনই—হাবিবুর রহমান সোহান রানের দুই অঙ্ক ছুঁতে পারেন।

ইনিংসের শেষ বলে বোলার হাসান মাহমুদকে স্লগ সুইপ করতে গিয়ে পরাস্ত হয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েন। শেষ পর্যন্ত ৬৯ বলে ৮০ রান করেন তিনি। ৭টি চার ও ২ ছয়ে সাজানো তাঁর ইনিংস। বল হাতে সবচেয়ে সফল তানভির ইসলাম; ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল, মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ক্রীড়া ডেস্ক    
বিজয় হাজারে ট্রফিতে খেলছেন এই দুই তারকা ব্যাটার। ফাইল ছবি।
বিজয় হাজারে ট্রফিতে খেলছেন এই দুই তারকা ব্যাটার। ফাইল ছবি।

বিজয় হাজারে ট্রফিতে আজকের দিনটা দুই রকমের হয়ে থাকল বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য। দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিংয়ে এদিন বিশ্ব রেকর্ড গড়েছেন কোহলি। অন্যদিকে শূন্য রানে আউট হয়ে তেতো অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত।

বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে ৬১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে লিস্ট ‘এ’ ক্রিকেটে অন্তত ৫ হাজার রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড়ের মালিক বনে গেছেন সাবেক এই অধিনায়ক। আগের রেকর্ডটি ছিল মাইকেল বেভানের দখলে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটারের গড় ৫৭.৮৬। ৫৭.৮৭ গড় নিয়ে তাঁকে পেছনে ফেললেন কোহলি।

তিনে আছেন স্যাম হেইন। এই ইংলিশ ব্যাটারের গড় ৫৭.৭৬। পরের স্থান দুটিতে আছেন চেতেশ্বর পূজারা (৫৭.০১) ও রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। বিশ্ব রেকর্ডের ম্যাচে ৭৭ রানের ইনিংসের পাশাপাশি দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন কোহলি। আগের ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। পেছনে ফেলেন ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকারকে।

একই দিন মুম্বাইয়ের হয়ে উত্তরখন্ডের বিপক্ষে মাঠে নামেন রোহিত। জয়পুরে ওপেনিং করতে নেমে পেসার দেবেন্দ্র বোরার বলে জগমোহন নগরকোটির হাতে ধরা পড়েন তিনি। তাতেই দীর্ঘ ১৩ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বলে আউট হলেন। এর আগে সবশেষ ২০১২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গোল্ডেন ডাক মারেন রোহিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ২২: ১৮
১৭৪ রান করেছে চট্টগ্রাম। ছবি: সংগৃহীত
১৭৪ রান করেছে চট্টগ্রাম। ছবি: সংগৃহীত

দলে ছিলেন নিলামে রেকর্ড দামে বিক্রি হওয়া নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় এই ব্যাটারকে কিনেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে চরমভাবে হতাশ করেছেন তিনি। নাঈম ব্যর্থ হলেও দলের হাল ধরেন আরেক ওপেনার মির্জা তাহির বেগ। তাঁর ফিফটিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ১৭৪ রানের পুঁজি পেয়েছে চট্টগ্রাম।

দেখেশুনেই ব্যাট চালাচ্ছিলেন দুই ওপেনার নাঈম ও তাহির। কখনো ধীরগতি আবার কখনো সুযোগ পেলে হাত খুলে খেলে ইনিংসের শেষ বলে আউট হন এই পাকিস্তান ক্রিকেটার। বিপরীত চিত্র নাঈমের। উইকেটে থিতু হতে পারেননি তিনি। টস জিতে আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম শিবিরে প্রথম আঘাত হানেন মেহেদি হাসান রানা। তাঁর করা চতুর্থ ওভারের শেষ বলে সাব্বির হোসেনের হাতে ধরা পড়েন নাঈম। ১১ বলে ২ বাউন্ডারিতে সমান রান করেন এই ব্যাটার। বাকি ৩ রান দৌঁড়ে নেন।

এই পরিসংখ্যান নাঈমের চিরাচরিত দূর্বলতাই তুলে ধরছে। সিঙ্গেলে দুর্বল হওয়ায় শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে সাবলীয় ব্যাটিং করতে বেগ পেতে হয় তাঁকে। আছে ফুটওয়ার্কের সমস্যা। বাউন্ডারি আদায় করে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন নাঈম। যেদিন বাউন্ডারি মারতে ব্যর্থ হন সেদিন বেশ ধুঁকতে দেখা যায় তাঁকে। কিংবা ফেরেন শুরুতেই। আজ তেমন অভিজ্ঞতার সাক্ষীই হলেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। নিলামে সিলেট টাইটান্স, নোয়াখালী এবং রংপুর রাইডার্সের সঙ্গে পাল্লা দিয়ে নাঈমকে দলে ভেড়ায় চট্টগ্রাম। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের চিন্তার কারণ হয়ে দাঁড়ালেন নাঈম।

নাঈম প্যাভিলিয়নে বসে দেখেছেন তাহিরের দায়িত্বশীল ব্যাটিং। হাসান মাহমুদের করা ২০তম ওভারের শেষ বলে এলবিডব্লু হওয়ার আগে ৮০ রান করেন তাহির। ৬৯ বল খেললেও চট্টগ্রামের দুর্বল ব্যাটিং লাইনের বিবেচনায় তাঁর এই ইনিংসের গুরুত্ব অনেক। ১৩ বলে ২৬ রান এনে দেন শেখ মেহেদি হাসান। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৭ ও মাহফিজুল ইসলাম করেন ১৬ রান। নোয়াখালীর হয়ে ৯ রানে ২ উইকেট নেন সাব্বির। মাজ সাদাকাত, জহির খান, রানা ও মাহমুদ নেন একটি করে উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত