ক্রীড়া ডেস্ক

চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। অষ্টম ও নবম উইকেটে তাইজুল ইসলাম-তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নিয়েছেন দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ের জন্য চতুর্থ ইনিংসে ২১৭ রান করে আবার বাংলাদেশকে লিড দেওয়া কঠিনই হতো। মিরাজ-তাইজুলের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে সেটি অসম্ভবই থাকল। ব্যাট হাতে সেঞ্চুরির পর মিরাজ বোলিংয়ে ভেলকি দেখিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে একই দিনে ৫ উইকেট ও সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার এ অলরাউন্ডারই। তাঁর আগে কাজটি করেছিলেন শুধু সাবেক ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম।
দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১৬ ও বল হাতে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা পুরস্কারও হাতে তুলেছেন মিরাজ। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ম্যাচশেষে তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পরবর্তী সাকিব কি তাহলে মিরাজ—এ প্রসঙ্গও আসে।
মিরাজ অবশ্য সাকিবের সঙ্গে নিজের তুলনা চান না। স্পষ্ট বললেন নিজের মতো করেই খেলতে চান তিনি, ‘একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের ভূমিকা পালন পালন করেছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মতো করেই খেলতে চাই।’
মিরাজ মনে করেন তাঁর নামের পাশে আরও কয়েকটি সেঞ্চুরি থাকতে পারত। এ অলরাউন্ডার বলেন, ‘অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। না হলে ৪-৫টা থাকতে হয়তো।’
নিজের অলরাউন্ডার পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘যখন সাকিব ভাই ছিল ভিন্ন ভূমিকা ছিল। এখন ভিন্ন ভূমিকা। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয়, এই দায়িত্ব আমার নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে অনেক সময় হবে না। তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।’

চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। অষ্টম ও নবম উইকেটে তাইজুল ইসলাম-তানজিম হাসান সাকিবের সঙ্গে কার্যকর দুটি জুটি গড়ে তুলে নিয়েছেন দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি।
প্রথম ইনিংসে ২২৭ রানে গুটিয়ে যাওয়া জিম্বাবুয়ের জন্য চতুর্থ ইনিংসে ২১৭ রান করে আবার বাংলাদেশকে লিড দেওয়া কঠিনই হতো। মিরাজ-তাইজুলের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে সেটি অসম্ভবই থাকল। ব্যাট হাতে সেঞ্চুরির পর মিরাজ বোলিংয়ে ভেলকি দেখিয়ে নিয়েছেন ৫ উইকেট। টেস্টে একই দিনে ৫ উইকেট ও সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটার এ অলরাউন্ডারই। তাঁর আগে কাজটি করেছিলেন শুধু সাবেক ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম।
দ্বিতীয় টেস্টের ম্যাচসেরা হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১১৬ ও বল হাতে ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা পুরস্কারও হাতে তুলেছেন মিরাজ। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ম্যাচশেষে তাই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের পরবর্তী সাকিব কি তাহলে মিরাজ—এ প্রসঙ্গও আসে।
মিরাজ অবশ্য সাকিবের সঙ্গে নিজের তুলনা চান না। স্পষ্ট বললেন নিজের মতো করেই খেলতে চান তিনি, ‘একটা জিনিস দেখেন, আপনি যেটা বললেন সাকিব ভাইয়ের অর্জন অনেক বেশি আমরা জানি। এই প্রশ্নটা সবাই দেখি করে। সাকিব ভাই সাকিব ভাইয়ের ভূমিকা পালন পালন করেছে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে বোলিং দিয়ে। পরে ব্যাটিংটা উন্নত করেছি। যেহেতু আমি ব্যাটিংটা পারি। চেষ্টা করেছি উন্নত করার। আমাদের দলের অনেক সাহায্য হয়েছে। আমি অবশ্যই সেভাবে নিজেকে গড়ার চেষ্টা করেছি। আমি নিজের মতো করেই খেলতে চাই।’
মিরাজ মনে করেন তাঁর নামের পাশে আরও কয়েকটি সেঞ্চুরি থাকতে পারত। এ অলরাউন্ডার বলেন, ‘অনেক সুযোগ ছিল শুরুতে। সেগুলো নষ্ট হয়ে গেছে। না হলে ৪-৫টা থাকতে হয়তো।’
নিজের অলরাউন্ডার পারফরম্যান্স নিয়ে মিরাজ বলেন, ‘যখন সাকিব ভাই ছিল ভিন্ন ভূমিকা ছিল। এখন ভিন্ন ভূমিকা। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। আমার মনে হয়, এই দায়িত্ব আমার নেওয়া উচিত, পারফর্ম করা উচিত। অনেক সময় হবে অনেক সময় হবে না। তবে প্রক্রিয়াটা যেন ঠিক থাকে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে