নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবার আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতও আজ দল ঘোষণা করেছে। দল নিয়ে নিঃসংশয় হতে পারলে শুধু শুধু কাজটা ঝুলিয়ে রাখার দরকার কী! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করবে কবে?
বিসিবির এক নির্বাচক আজ মুঠোফোনে জানালেন, বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণাই দেবেন না তাঁরা। এবার খুব একটা কাটাছেঁড়া হয়নি, নেই কোনো পজিশন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তবু দল ঘোষণায় সমস্যা কোথায়? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের কাজ হলো দল গোছানো। আমরা সেটি করেছি। বিসিবিকে দেওয়া হয়েছে। কিন্তু সেটা ঘোষণা করা যাবে কি না প্রকাশ্যে, এটা বিসিবির সিদ্ধান্ত। তাদের কাছ থেকে যদি নির্দেশনা আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার।’
আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বললেন, ‘জিম্বাবুয়ে সিরিজে যারা খেলবে, এরাই তো (যাবে)। এর বাইরে আমাদের টি-টোয়েন্টির খেলোয়াড় কোথায়?’ আর লিপু বললেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যুক্তরাষ্ট্রের দলটাই হবে বিশ্বকাপ দল। পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই।’
জানা গেছে, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে। নির্বাচকেরা জানিয়েছেন, সাইফউদ্দিন-সৌম্য এখনো পুরোপুরি ফিট নন, তাঁদেরও শেষ পর্যন্ত দেখা হবে। পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলামকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে। যদি কেউ চোটে পড়েন কিংবা ফিট হতে না পারেন, তখন তাঁদের থেকে কেউ সুযোগ পাবেন।
আরও পড়ুন:

সবার আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতও আজ দল ঘোষণা করেছে। দল নিয়ে নিঃসংশয় হতে পারলে শুধু শুধু কাজটা ঝুলিয়ে রাখার দরকার কী! কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল ঘোষণা করবে কবে?
বিসিবির এক নির্বাচক আজ মুঠোফোনে জানালেন, বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণাই দেবেন না তাঁরা। এবার খুব একটা কাটাছেঁড়া হয়নি, নেই কোনো পজিশন নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তবু দল ঘোষণায় সমস্যা কোথায়? প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, ‘আমাদের কাজ হলো দল গোছানো। আমরা সেটি করেছি। বিসিবিকে দেওয়া হয়েছে। কিন্তু সেটা ঘোষণা করা যাবে কি না প্রকাশ্যে, এটা বিসিবির সিদ্ধান্ত। তাদের কাছ থেকে যদি নির্দেশনা আসে, তাহলে সেটা ভিন্ন ব্যাপার।’
আরেক নির্বাচক আবদুর রাজ্জাক বললেন, ‘জিম্বাবুয়ে সিরিজে যারা খেলবে, এরাই তো (যাবে)। এর বাইরে আমাদের টি-টোয়েন্টির খেলোয়াড় কোথায়?’ আর লিপু বললেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যুক্তরাষ্ট্রের দলটাই হবে বিশ্বকাপ দল। পরিবর্তন আসার সম্ভাবনা খুব একটা নেই।’
জানা গেছে, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়েছে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে। নির্বাচকেরা জানিয়েছেন, সাইফউদ্দিন-সৌম্য এখনো পুরোপুরি ফিট নন, তাঁদেরও শেষ পর্যন্ত দেখা হবে। পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলামকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে। যদি কেউ চোটে পড়েন কিংবা ফিট হতে না পারেন, তখন তাঁদের থেকে কেউ সুযোগ পাবেন।
আরও পড়ুন:

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১০ ঘণ্টা আগে