নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের বিপক্ষে আগামী জুলাইয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সিরিজের জন্য আজ ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে সুযোগ পাননি পেসার জাহানারা আলম।
শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও ভারতের বিপক্ষে প্রাথমিক দলে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন। তবে এবারও জায়গা হয়নি আরেক অলরাউন্ডার রুমানা আহমেদের। নারী ক্রিকেট দলের নতুন দায়িত্ব নেওয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেওয়া এটাই প্রথম কোনো সিরিজের দল ঘোষণা।
বোলিংয়ে সময়টা ভালো যাচ্ছে না জাহানারার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন অনুজ্জ্বল। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ৮ ম্যাচে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন সালমা। ব্যাট হাতেও রেখেছেন অবদান। ফর্মে ফেরায় সুযোগ পেয়েছেন দলে। তবে সেই সুযোগ হলো না রুমানার। এক সময় মেয়েদের দলের ব্যাটিং-বোলিংয়ের বড় ভরসা রুমানা নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কা সফরেও ছিলেন না তিনি।
১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেয়েরা। ভারতের বিপক্ষে ৯,১১ ও ১৩ জুলাই খেলবে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ১৬,১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ।
বাংলাদেশে নারী দলের প্রাথমিক দল: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

ভারতের বিপক্ষে আগামী জুলাইয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সিরিজের জন্য আজ ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে সুযোগ পাননি পেসার জাহানারা আলম।
শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও ভারতের বিপক্ষে প্রাথমিক দলে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন। তবে এবারও জায়গা হয়নি আরেক অলরাউন্ডার রুমানা আহমেদের। নারী ক্রিকেট দলের নতুন দায়িত্ব নেওয়া দুই নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন ও সজল চৌধুরীর দেওয়া এটাই প্রথম কোনো সিরিজের দল ঘোষণা।
বোলিংয়ে সময়টা ভালো যাচ্ছে না জাহানারার। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন অনুজ্জ্বল। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৪৭ রান খরচ করে পান এক উইকেট। শেষ ম্যাচেও মার খেয়েছেন। ৪৪ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ৮ ম্যাচে টুর্নামেন্টে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন সালমা। ব্যাট হাতেও রেখেছেন অবদান। ফর্মে ফেরায় সুযোগ পেয়েছেন দলে। তবে সেই সুযোগ হলো না রুমানার। এক সময় মেয়েদের দলের ব্যাটিং-বোলিংয়ের বড় ভরসা রুমানা নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কা সফরেও ছিলেন না তিনি।
১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন মেয়েরা। ভারতের বিপক্ষে ৯,১১ ও ১৩ জুলাই খেলবে টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপর ১৬,১৯ ও ২২ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ওয়ানডে সিরিজ উইমেন্স সুপার লিগের অংশ।
বাংলাদেশে নারী দলের প্রাথমিক দল: নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোসতারি, মুরশিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি, রিতু মনি, সালমা খাতুন, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন।

বাংলাদেশ সফরে গত নভেম্বর-ডিসেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড। সে সিরিজের দল নিয়েই ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে আইরিশরা। আজ ছোট সংস্করণের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
১০ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক কীর্তি গড়লেন মৃত্যুঞ্জয় চৌধুরী। দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল এই টুর্নামেন্টে প্রথম বোলার হিসেবে দুবার হ্যাটট্রিক করলেন এই বাঁ হাতি পেসার। আজ নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান তিনি।
১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার ঘটনায় সমালোচনার ঝড় যেন থামছেই না। বিষয়টি নিয়ে এখন দ্বন্দ্ব তৈরি হয়েছে দেশের ক্রিকেটেই। যেখানে জড়িয়েছে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং দেশের ইতিহাসের সেরা ব্যাটারদের একজন তামিম ইকবালের নাম।
৩ ঘণ্টা আগে
ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের মুখে পড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে। বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে উত্তেজনা চলছে ক্রিকেটবিশ্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক মনে করেন, মোস্তাফিজের জায়গায় লিটন দাস কিংবা সৌম্
৪ ঘণ্টা আগে