
টানা তিন ম্যাচ জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাই আজকের ম্যাচটি ছিল ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার।
তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝালিয়ে নেওয়ার ম্যাচেও প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। ৪ ম্যাচের প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ হলেও পাকিস্তানের কাছে ছিল ভিন্ন। এ ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারাতে পারলে ফাইনালে আরেকবার মুখোমুখি হতে পারত।
বড় ব্যবধানে তো দূরের কথা উল্টো জয়েই পায়নি পাকিস্তান। এতে তাদের জায়গায় আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ফাইনালে লড়বে শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। আর পাকিস্তানের পয়েন্ট ১।
আজ কক্সবাজারে শুরুটা অবশ্য দারুণ করেছিল পাকিস্তান। যদিও প্রথম উইকেট ১৫ রানে হারিয়ে বসে তারা। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে বড় রান সংগ্রহের আশা দেখাচ্ছিলেন সামিয়া আফসার ও আরিশা আনসারি।
ব্যক্তিগত ৪৮ রানে আফসারি রান আউটের কাটায় পড়লে পাকিস্তানও আর বেশি দূর যেতে পারেনি। সতীর্থের আউটের পর দ্রুত ফিরে যান পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানকারী আনসারিও। পরে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ওভারের পঞ্চম বলে কোনো রান না করে ফিরে যান সুমাইয়া আক্তার সুবর্ণা। তাঁর দেখাদেখি দ্রুত ফিরে যান মোসাম্মত ইভা (১৪) এবং জান্নাতুল মৌয়াও (৯)। তখন বাংলাদেশের সংগ্রহ ৬ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৪০ রান। সেখান থেকে দলের জয়ের কাজটা প্রায় করে দেন সুমাইয়া আক্তার ও আফিফা অছিমা ইরা।
চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়েন ইরা ও অধিনায়ক সুমাইয়া। তবে দলের জয় যখন ১০ রানের দূরত্ব তখন ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক আউট হন অধিনায়ক। পরে আরও দুই উইকেট হারালেও ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।

টানা তিন ম্যাচ জিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তাই আজকের ম্যাচটি ছিল ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার।
তবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঝালিয়ে নেওয়ার ম্যাচেও প্রতিপক্ষকে বিন্দুমাত্র ছাড় দেয়নি বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। ৪ ম্যাচের প্রতিটিতেই জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ হলেও পাকিস্তানের কাছে ছিল ভিন্ন। এ ম্যাচে স্বাগতিকদের বড় ব্যবধানে হারাতে পারলে ফাইনালে আরেকবার মুখোমুখি হতে পারত।
বড় ব্যবধানে তো দূরের কথা উল্টো জয়েই পায়নি পাকিস্তান। এতে তাদের জায়গায় আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ফাইনালে লড়বে শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের বিপক্ষে জয়ের সঙ্গে এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। আর পাকিস্তানের পয়েন্ট ১।
আজ কক্সবাজারে শুরুটা অবশ্য দারুণ করেছিল পাকিস্তান। যদিও প্রথম উইকেট ১৫ রানে হারিয়ে বসে তারা। তবে দ্বিতীয় উইকেটে ৭৪ রানের জুটি গড়ে দলকে বড় রান সংগ্রহের আশা দেখাচ্ছিলেন সামিয়া আফসার ও আরিশা আনসারি।
ব্যক্তিগত ৪৮ রানে আফসারি রান আউটের কাটায় পড়লে পাকিস্তানও আর বেশি দূর যেতে পারেনি। সতীর্থের আউটের পর দ্রুত ফিরে যান পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানকারী আনসারিও। পরে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ৯৬ রান সংগ্রহ করে পাকিস্তান।
৯৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। প্রথম ওভারের পঞ্চম বলে কোনো রান না করে ফিরে যান সুমাইয়া আক্তার সুবর্ণা। তাঁর দেখাদেখি দ্রুত ফিরে যান মোসাম্মত ইভা (১৪) এবং জান্নাতুল মৌয়াও (৯)। তখন বাংলাদেশের সংগ্রহ ৬ দশমিক ৩ ওভারে ৩ উইকেটে ৪০ রান। সেখান থেকে দলের জয়ের কাজটা প্রায় করে দেন সুমাইয়া আক্তার ও আফিফা অছিমা ইরা।
চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়েন ইরা ও অধিনায়ক সুমাইয়া। তবে দলের জয় যখন ১০ রানের দূরত্ব তখন ব্যক্তিগত ৩৮ রানে অধিনায়ক আউট হন অধিনায়ক। পরে আরও দুই উইকেট হারালেও ১৮ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।

শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩২ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে
গৃহবিবাদ কেটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে যে জট লেগে আছে, তা কাটবে কি? এটাই এখন প্রশ্ন। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা না খেলার ইস্যুর সমাধান এখনো হয়নি; অথচ সময় আর বেশি বাকি নেই।
২ ঘণ্টা আগে